বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ এপ্রিল ২০২৪ ১৩ : ৩৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভোটের প্রচারে বেরিয়ে উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জি। পরে কল্যাণ বলেন, ‘কাঞ্চনকে দেখলেই মহিলারা ভীষণ রিঅ্যাক্ট করছেন। তাই তিনি কাঞ্চনকে তাঁর সঙ্গে প্রচারে যেতে মানা করেছেন। আমি ওঁকে আগেই বলে দিয়েছিলাম, গ্রামে এসো না। আমি ব্যক্তিবিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের সুখের জন্য। একজনের সুখের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না।’
আজকাল ডট ইনের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এর আগে রঘুনাথপুরে এলাকায় প্রচারে গিয়ে কাঞ্চনকে দেখে এলাকার মহিলারা ভালোভাবে নেননি। তাঁরা এবিষয়ে ‘রিঅ্যাক্ট’ও করেছিলেন। তখনই আমি কাঞ্চনকে বলেছিলাম তুমি আমার সঙ্গে প্রচারে এসো না। আজ যখন কোন্নগর নবগ্রামে প্রচারে যাই তখন কর্মীরাও তাঁদের অসন্তোষের কথা আমাকে জানান। সেজন্যেই কাঞ্চনকে আমার প্রচারে থাকতে না করে দিয়েছি।’
এরপর কাঞ্চন এক দলীয় কর্মীর বাইকের পিছনে বসে সেখান থেকে বেরিয়ে যান। কাঞ্চনের অনুগামীদের সূত্রে খবর, তিনি কলকাতায় ফিরে যাচ্ছেন। এবিষয়ে কাঞ্চনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকায় তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে খুব বেশি দেখা যায়না। যা নিয়ে ক্ষোভ জমেছিল বহুদিন থেকেই।