মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৪ এপ্রিল ২০২৪ ১৬ : ৪০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আমেঠীতে কে কংগ্রেস প্রার্থী হবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরাকে নিয়ে স্থানীয় পার্টি অফিসে পোস্টার পড়ল। পোস্টারে লেখা রয়েছে, আমেঠী কি জনতা কারে পুকার, রবার্ট বঢরা অব কি বার। অর্থাৎ আমেঠীবাসীরা এবার বরার্ট বঢরাকেই চায়। আমেঠীতে ভোট হবে ২০ মে পঞ্চম দফায়। সেক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩ মে। বিজেপি ইতিমধ্যেই এই কেন্দ্রে তাঁদের গতবারের বিজয়ী প্রার্থী স্মৃতি ইরানির নাম ঘোষণা করে দিয়েছে। তবে কংগ্রেস এখনও তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। প্রসঙ্গত, আমেঠী গান্ধী পরিবারের আসন হিসাবেই বরাবর পরিচিত। সেখানে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নাম রয়েছে। ২০১৯ লোকসভা ভোটে রাহুলকে এই আসনে পরাজিত করে বিজেপির স্মৃতি ইরানি। এরপর কেরালার ওয়েনাড থেকে জয় পান রাহুল। এবারেও ওয়েনাড থেকেই ভোটে লড়বেন রাহুল। আগামী শুক্রবারই ভোট রয়েছে ওয়েনাডে। তবে আমেঠী থেকেও ভোটে লড়তে পারেন রাহুল। স্মৃতি ইরানি ইতিমধ্যেই রবার্ট বঢরাকে নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে কংগ্রেসের দিকে। এদিনের পোস্টার তাতেই যেন আগুন দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।