বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৪ এপ্রিল ২০২৪ ১৭ : ০৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এবার কড়া সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, দেশের জন্য নিজের মঙ্গলসূত্র উৎসর্গ করেছেন তাঁর মা। ৭০ বছর হল দেশ স্বাধীন হয়েছে। ৫৫ বছর ধরে কংগ্রেস দেশ শাসন করেছে। কখনও কি কারও মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়া হয়েছে ? আমার ঠাকুমা ইন্দিরা গান্ধী দেশের যুদ্ধের সময় সোনা দান করেছিলেন, আমার মায়ের মঙ্গলসূত্র দেশের জন্য উৎসর্গ হয়েছে। এরপরই মোদিকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, বিজেপি মহিলাদের সংগ্রাম বুঝতে পারে না। যদি মোদিজি বুঝতেন তবে এমন কথা বলতেন না। নোট বাতিল করে উনি মহিলাদের সঞ্চয় কেড়ে নিয়েছিলেন। মণিপুরে যখন মহিলাদের নগ্ন করে ঘোরানো হয় তখন মোদিজি নীরব থাকেন। তার মুখে এমন কথা মানায় না। প্রসঙ্গত, কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়ে আক্রমণ শানাতে গিয়ে হাত শিবিরের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, ‘আপনাদের মঙ্গলসূত্রটাও মুসলিমদের হাতে তুলে দেবে কংগ্রেস।’ প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে হাত শিবির।