সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | VIJENDER SINGH: বিজেপিতে যোগ দিলেন বক্সার বীজেন্দ্র সিং

Sumit | ০৩ এপ্রিল ২০২৪ ১৫ : ৪৮Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বিজেপিতে যোগ দিলেন বক্সার বীজেন্দ্র সিং। ২০১৯ সালে কংগ্রেসের প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে বীজেন্দ্র সিংয়ের এই যোগদানের ফলে বিজেপি শিবির যথেষ্ট খুশি। অলিম্পিকে সোনা জিতেছিলেন বীজেন্দ্র। তিনি ২০১৯ সালে দক্ষিণ দিল্লি থেকে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন। বিজেপি নেতা বিনোদ তাওড়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দিলেন। কয়েকদিন আগেই মথুরায় কংগ্রেস প্রার্থী হিসাবে বীজেন্দ্রর নাম আলোচনায় উঠে এসেছিল। মথুরায় বিজেপি ইতিমধ্যেই অভিনেত্রী হেমা মালিনীকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে। প্রসঙ্গত, জাঠ সম্প্রদায় থেকে উঠে এসেছেন বীজেন্দ্র সিং। হরিয়ানায় রাজনীতির ময়দানে জাঠ সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এবার সেখান থেকেই বীজেন্দ্রকে প্রার্থী করে কিনা বিজেপি সেটাই এবার দেখার।    




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24