সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | ABHISHEK: অনুব্রত মণ্ডল বিজেপিতে যোগদান করেননি বলেই জেলে: অভিষেক

Sumit | ০৩ এপ্রিল ২০২৪ ১৬ : ৩৩Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : লোকসভা ভোট দোরগোড়ায়। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে অধিকাংশ দল। একইভাবে ভোট প্রস্তুতিতে কেষ্টগড়ে অভিষেক ব্যানার্জি। বীরভূমে তিনি ভোটের রণকৌশল নিয়ে বৈঠক করলেন জেলা নেতৃত্বের সঙ্গে। অনুব্রতহীন বীরভূমে এবার লোকসভা ভোটে হচ্ছে। ফলে বীরভূমকে খুবই গুরুত্ব দিতে হচ্ছে তৃণমূলকে।
এদিন বৈঠক শেষে ফের একবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, অনুব্রত মণ্ডল বিজেপিতে যোগদান করেননি বলেই জেলে রয়েছেন। নাহলে বিজেপির ওয়াশিং মেশিনে সাদা হয়ে বাইরে বেরিয়ে আসতেন। যে গরু পাচার মামলায় অনুব্রতকে জেলে যেতে হয়েছে এখন সেই গরু পাচার চলছে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। তাহলে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের এবার সমন পাঠানো হোক। এদিন বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় টাকা নিয়ে শ্বেতপত্র নিয়ে আসুক প্রধানমন্ত্রী। তবে সাধারণ মানুষের পাশে থেকে আবাসের ব্যবস্থা করবে রাজ্য সরকার। তিনি বলেন, সাংগঠনিকভাবে তৃণমূল আরও শক্তিশালী হচ্ছে। রামপুরহাটের বৈঠক ভাল হয়েছে। দলীয় সংগঠনের সকলেই উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই বাড়বে। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24