রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Hooghly: 'ভোট শান্তিপূর্ণ হোক, বার্তা নিয়ে এবার রাস্তায় বাউল শিল্পী স্বপন

Pallabi Ghosh | ০২ এপ্রিল ২০২৪ ১৯ : ৩৯Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: অভিনব উদ্যোগ। শান্তিপূর্ণ ভোটের বার্তা বাউল শিল্পী স্বপন দত্তর। শ্রীরামপুরের রাস্তায় রাস্তায় ঘুরে গাইলেন বাউল গান, সঙ্গে দিলেন শান্তিপূর্ণ ভোটের বার্তা। বাঙালির বারমাসে তেরো পার্বণ। তাঁর দাবি নির্বাচনও এখন সেই পার্বণের তালিকায় জায়গা করে নিক। উৎসবে পরিণত হোক নির্বাচন। মঙ্গলবার অবাধ ও শান্তিপূর্ণ ভোটের সচেতনতার বার্তা নিয়ে পথে নামলেন বাউল শিল্পী স্বপন দত্ত। পূর্ব বর্ধমানের বাসিন্দা স্বপন বাবু সারা বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে সমাজ সচেতনতার কাজ করে থাকেন। এদিন শ্রীরামপুর স্টেশন চত্ত্বরে গান গেয়ে আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করে তোলার বার্তা দিলেন। তাঁর গানের মাধ্যমে উঠে এল ভোট দিন নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে। হিংসা বন্ধ হয়ে ভোট উৎসবের রূপ ধারণ করুক। তার এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এদিন স্বপন বাবু জানিয়েছেন, ভোট এলেই সর্বত্রই ভয় আতঙ্কের ছবি দেখা যায়। বাংলার বিভিন্ন প্রান্তে ঘটে হিংসার ঘটনা। তিনি মনে করেন, তাই ভোটদান থেকে বিরিঠকলে চলবে না। মানুষের মধ্য থেকে সেই আতঙ্ক দূর করতে হবে। সাধারণ মানুষকে আরও অনেক সচেতন হতে হবে। আর সেই কাজ করতেই তার এই উদ্যোগ। তিনি আশাবাদী, তাঁর এই উদ্যোগ সমাজে ছাপ ফেলবে। রাজনৈতিক দলগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসন্ন নির্বাচনকে উৎসবের রূপ দেবে।
ছবি পার্থ রাহা।




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24