মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিদেশ | ইজরায়েলে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, গাজায় যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের

Pallabi Ghosh | ০১ এপ্রিল ২০২৪ ১৫ : ০২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দেশটির রাজধানী তেল আভিভ বিক্ষোভে উত্তাল। এতে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ।
ইহুদিবাদী এই নেতাকে ‘চুক্তির পথে বাধা’ বলে উল্লেখ করে তাঁকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে নেতানিয়াহু জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।
গাজা ভূখণ্ডে হামলাকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলের প্রবল চাপে রয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক জোট। গাজায় পণবন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গেও সংহতি জানিয়েছেন এসব আন্দোলকারী।
গত শনিবার শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়েছে তেল আভিভ, জেরুজালেম, হাইফা, বেয়ার শেভা, সিজারিয়া এবং অন্যান্য শহরে। প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসা হাজারও বিক্ষোভকারী গাজায় এখনও বন্দি থাকা ইজরায়েলিদের মুক্তির দাবি জানান।
বিক্ষোভে অংশ নিয়ে পণবন্দি লিরি আলবাগের মা শিরা আলবাগ বলেন, ‘আমার ছেলে এবং অন্য পণবন্দিরা কী অবস্থায় আছে, সেই চিন্তা ও ভয়ে ১৭৬ দিন ধরে অন্য কিছু ভাবতে পারি না। তিনি বলেন, পণবন্দি বিনিময় চুক্তিতে যে-ই বাধা হয়ে দাঁড়াবে, তাকে ইজরায়েলের জনগণ ক্ষমা করবেন না। এখন আর কোনও অজুহাত চলবে না।’
বিক্ষোভে অংশগ্রহণকারী গাজায় বন্দি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার বলেছেন, "আমরা অবিলম্বে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে না পারলে স্বজনদের জীবিত এবং দ্রুত বাড়ি ফিরিয়ে আনতে পারব না। আসবে তাদের লাশ। তাই আমরা আমাদের সংগ্রামের একটি নতুন পর্যায় শুরু করতে বাধ্য হয়েছি।"
শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা জেরুজালেমে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের বাইরে জড়ো হন। এ ছাড়া রবিবার শহরে আরেকটি গণবিক্ষোভের ডাক দেওয়া হয়। এদিকে, বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে রয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে।
এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কাছে পণবন্দি ইসরায়েলিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি ইস্টার সানডের বার্তায় এ আহ্বান জানান।স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও ৮৭ বছর বয়সি পোপ ভ্যাটিকানে ইস্টার জমায়েত পরিচালনা করেন। খবর বিবিসির।
বিশ্বব্যাপী সংঘাতের প্রসঙ্গ টেনে পোপ অস্ত্র ছাড়ার আহ্বান জানান। তিনি বলেন, "অস্ত্রের মাধ্যমে শান্তি আসে না। হৃদয় খুলে হাত বাড়ানোর মাধ্যমে শান্তি আসে। পোপের ভাষণ শুনতে সেন্ট পিটার্স স্কয়ারে হাজারও লোক জড়ো হন।"
ইজরায়েল ও হামাসের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরুর প্রসঙ্গ টেনে ফ্রান্সিস বলেন, "আমি আরও একবার আহ্বান জানাই, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে। যুদ্ধবিরতির জন্য ৭ অক্টোরের পণবন্দিদের মুক্ত করার আহ্বান জানাই।" এসময় তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতেও কথা বলেন।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল উল্কা! আঘাত হানতে পারে চলতি সপ্তাহেই, সতর্ক করে দিল নাসা...

ডোনাল্ড ট্রাম্পকে ফের হত্যার চেষ্টা, এবার গুলি চলল প্রাক্তন প্রেসিডেন্টের গল্ফ ক্লাবে ...

জিন্নাহর মৃত্যুদিবসে উর্দুতে গান, কোনপথে বাংলাদেশ? ...

পৃথিবীর বিষাক্ত সাপেদের ডেরা এখানে, ভুল করেও পা দেবেন না ...

ভেসে গেল গ্রামের পর গ্রাম, ভেঙে পড়েছে ৬৫ হাজার বাড়ি, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃত্যুমিছিল মায়ানমারে...

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, প্রবল ঝড়ের মুখে চরম প্রস্তুতি নিচ্ছে চিন...

মহাকাশ থেকে এমন কী করতে চলেছেন সুনীতা উইলিয়ামস যা বিশ্বকে চমকে দেবে...

সামাজিক মাধ্যমে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন, এটি প্রতারণার নয়া জাল হতে পারে ...

অসুস্থ মালিকের অ্যাম্বুলেন্সের পিছনে ছুটল তাঁর প্রিয় পোষ্য,প্রভুভক্তির নয়া নজির...

জীবিত লাদেনের ছেলে, ফিরে এলেন বাবার মৃত্যুর বদলা নিতে? ...

ঘরে বন্ধ করে রেখেছে, দেশে ফেরান, বিদেশের মাটিতে কাঁদতে কাঁদতে বললেন নির্যাতিতা ...

আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার, কেন ইতিহাসের পাতায় অশুভ ...

সামাজিক মাধ্যমে কী আপনার শিশুর আসক্তি বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা...

নতুন কোন বিবর্তনের পথে পৃথিবী, বিস্ময়ে অপেক্ষা করছেন বিজ্ঞানীরা ...

গবেষণাগারে কোন নতুন ভ্যাকসিন তৈরি করছেন চিনা বিজ্ঞানীরা, শুনলে চমকে যাবেন...

এমন ঝড় ৩০ বছরে দেখা যায়নি, কী ভয়াল রূপ ইয়াগির, দেখলে শিউরে উঠবেন ...

বিয়ের আগেই অন্য পুরুষের সঙ্গে রাত্রিবাস, কোথাকার জনজাতির এই ধরণের বিয়ের নিয়ম ...



সোশ্যাল মিডিয়া



04 24