শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ মার্চ ২০২৪ ১৬ : ৪৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: জেলা নেতৃত্বকে কার্যত উপেক্ষা করে লোকসভা ভোটে নিজেদের মর্জিমাফিক প্রার্থী ঠিক করছে রাজ্যের প্রদেশ কংগ্রেস। এরই প্রতিবাদে শনিবার কলকাতার বিধান ভবনে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের জেলাস্তরের সমস্ত নেতা কর্মীরা। সংখ্যাগরিষ্ঠ হিসেবে এদিন ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার কংগ্রেস কর্মীরা। তাঁদের দাবি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় কংগ্রেসের কোনও প্রার্থী নেই। পূর্ব মেদিনীপুর জেলার গৌতম মাটিয়ার নেতৃত্বেই এই বিক্ষোভ দেখানো হয়।
তিনি বলেন, ‘আমাদের দাবি মেদিনীপুরের যে কোনো ভূমিপুত্রকে যেন কাঁথি, তমলুক, ঝাড়গ্রামে প্রার্থী করা হয়। কংগ্রেসের কর্মীরা সারা বছর প্রাণপাত করে সংগঠনের কাজ করে কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছেন। লোকসভা নির্বাচনে তাদেরকে কেন বঞ্চিত করা হবে’? আসন্ন লোকসভা নির্বাচনে গুরুত্ব দেওয়া হোক জেলা নেতৃত্বকেও। এই মর্মে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে অধীর চৌধুরীর কাছেও। প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে কর্মীদের আর্জি, লোকসভা কেন্দ্রগুলিকে গুলিতে সেখানকার কোনো ভূমিপুত্রকেই যেন প্রার্থী করা হয়।