বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Election Commission: প্রবল গরমে ভোট, বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের

Pallabi Ghosh | ২৬ মার্চ ২০২৪ ১৬ : ৪৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। যে সময় দেশজুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, সেই সময়েই লোকসভা নির্বাচন। তাপপ্রবাহের মধ্যে কোনও ভোটার যাতে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য বিশেষ পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন।
আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। সাত দফায় নির্বাচন চলবে ১ জুন পর্যন্ত। ৪ জুন ফলঘোষণা। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করল,
১. কোনও ভোটারের বাড়ি থেকে তাঁর ভোটকেন্দ্র ২ কিলোমিটারের বেশি দূরত্বে হবে না। পাশাপাশি ভোট কেন্দ্রে রাখতে হবে প্রয়োজনীয় জলের ব্যবস্থা।
২. ভোটকেন্দ্র যেকোনও ভবনের নীচের তলায় করতে হবে। সেখানে পোলিং এজেন্টদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে।
৩. ভোটারদের মাথার উপর ছাউনির ব্যবস্থা করতে হবে।ভোটকেন্দ্রে টেবিল, চেয়ার এবং বেঞ্চ রাখতে হবে। প্রতিবন্ধী, অন্তঃসত্ত্বা মহিলা, প্রবীণদের বসার ব্যবস্থাও করতে হবে।
৪. ভোটকেন্দ্রে একজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। কারও যদি সান স্ট্রোক হয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৪. বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চড়া রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভোটারদের পর্যাপ্ত জল খাওয়ার পাশাপাশি সঙ্গে ছাতা, চশমা ব্যবহার করার পরামর্শ দিয়েছে কমিশন।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



03 24