বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ মার্চ ২০২৪ ২১ : ৪৫
দোলে রঙিন সারা দেশ। উদযাপনে সামিল তারকারাও। ছোটপর্দাই বা বাদ থাকবে কেন? চ্যানেলে চ্যানেল রঙ খেলার মহাধুম। জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা— পিছিয়ে নেই কেউ। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে অর্জুন চক্রবর্তী হয়ে ধারাবাহিকের কুশীলব— সবাই সামিল। চট করে চোখ বুলিয়ে জেনে নিন কোন চ্যানেলে কী হচ্ছে?
জি বাংলা
‘দাদা’ কি এবারেও রং খেললেন? এই কৌতূহল যাঁদের তাঁদের জন্য উত্তর, হ্যাঁ, সৌরভ গঙ্গোপাধ্যায় রং খেলেছেন। রবিবার ২৪ মার্চ রাত সাড়ে ৯টায় তাঁকে দেখা গিয়েছে দাদাগিরির বিশেষ পর্বে। সেখানে তাঁর সঙ্গে রাজনন্দিনী পাল, লহমা ভট্টাচার্য, অনীক ধরের মতো তারকারা। সাদা পাঞ্জাবি, পাজামা আর জ্যাকেটে সঞ্চালক যথারীতি সুপুরুষ। পর্বের শেষে সবার সঙ্গে রং খেলায় মাততে দেখা গিয়েছে তাঁকেও।
ধারাবাহিক ‘ফুলকি’তে সপরিবার দোল খেলতে সবাই যাচ্ছে নবাবগঞ্জ। আনন্দে ঝলমল করে উঠেছে সে। শহরে কী কী রং পাওয়া যায় তার খবরও নিচ্ছে। যাবতীয় দূরত্ব মুছে যাতে সবাই উদযাপনে সামিল হতে পারে।
মোচড় আসছে ‘মিঠি ঝোরা’ ধারাবাহিকেও। রাইপূর্ণার জীবনে পা রাখতে চলেছে নতুন মানুষ। দোলের দিনেই দেখা যাবে তাকে। এই ভূমিকায় অভিনয় করছেন সুমন দে।
কালার্স বাংলা
এই চ্যানেলেও রঙের উৎসব। ‘ফেরারি মন’-এ জোরদার দোলের উদযাপন। অগ্নি আর তুলসী উৎসবের হাত ধরে যখন ফের কাছাকাছি তখনই বিপদ। নিখিলের নতুন শিকারকে রক্ষা করতে তুলসী ফের ময়দানে। এবার তাকে সে জেলবন্দি করবেই। এভাবেই টানটান পর্ব আসছে ধারাবাহিকে।
সোহাগ বেঁচে। সে একটি বিশেষ কারণে নিজের মৃত্যুর কথা ছড়িয়েছিল। গোপন রেখেছিল জীবিত থাকার খবর। এমনকি চাঁদকেও জানায়নি। দোলের দিন সে উপস্থিত চাঁদের কাছে। বিস্ময় কমতেই দুরন্ত অভিমানে সোহাগকে দূরে সরিয়ে দেয় চাঁদ। তারপর? বাকিটা ছোটপর্দায়।
পিছিয়ে নেই ‘রামকৃষ্ণা’ও। দুষ্টুদের একের পর এক দুষ্টুমির পরিকল্পনা বানচাল করে তারা পুরোপুরি উৎসবের মেজাজে। তাদের শায়েস্তা করতে তুলতুলি সরবতে বেশি করে ভাং মিশিয়ে দিয়েছিল। কিন্তু সেই সরবত ভুল করে খেয়ে ফেলে রামের বাবা। ব্যস, মজা শুরু।
স্টার জলসা
এই চ্যানেলে কী হচ্ছে? অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছে দীপার। বিয়ের পর প্রথম দোল। উদযাপনে তাই ভালবাসার রং মিশেছে। ‘অনুরাগের ছোঁয়া’ ভালবাসার নেশায় ভরপুর।
ভালবাসায় কাছাকাছি আসবে দেব-পার্বতীও। রঙের ছোঁয়ায় তাদেরও মন রঙিন। দেব এসেছে পার্বতীকে ফিরিয়ে নিয়ে যেতে। সে ভুল বুঝতে পেরেছে। কিন্তু প্রকৃত দোষীকে শাস্তি না দিয়ে ফিরতে নারাজ পার্বতী। দেব-পার্বতী কি এবার এক হবে? দেখতে হবে ‘তুমি আশেপাশে থাকলে’।
কথা তার মনের কথা ফাঁস করে দিল অগ্নির কাছে। দোল উৎসবের ভালবাসার লাল রঙে এভিকে রঙিন করে। জানিয়ে দিল, সে সত্যিই মন দিয়ে ফেলেছে। বাকিটা জানতে দেখুন ধারাবাহিক ‘কথা’।
নানান খবর
নানান খবর

ফের একসঙ্গে দুই ‘অলফা মেল’! সলমন-সঞ্জয়ের নতুন ছবি ‘গঙ্গা রাম’-এর পরিচালক কে জানেন?

‘বুড়ো’ অজয়ের জন্মদিনে কাজলের দুষ্টু-মিষ্টি শুভেচ্ছা, অভিনেত্রীর মজাদার পোস্ট পড়ে নেটপাড়ায় হাসির তুফান!

‘টপ গান’ থেকে ‘ব্যাটম্যান’ – মাত্র ৬৫তেই শেষ দৃশ্যের পর্দা নামল ভ্যাল কিলমারের

আলিয়ার সঙ্গে তুলনায় কেন বিরক্ত ‘অর্জুন রেড্ডি’র নায়িকা? বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দর’?

মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ৬৫ বছরে না ফেরার দেশে অভিনেত্রীর মা

প্রেম আর মৃত্যুর সীমান্ত একাকার করে সৃজিতের ছবির ঝলক উস্কে দিল রহস্য এবং আগ্রহ

‘সিকান্দর’ ফ্লপ, তাতে কী! এবার ‘পুষ্পা’র প্রযোজকের হাত ধরে নতুন অবতারে ফিরবেন সলমন?

'এখনও করণকে খুব ভালবাসি...'- প্রাক্তনকে ভুলতে না পারাই কি বরখা-ইন্দ্রনীলের বিচ্ছেদের কারণ?

রাজু-শ্যাম-বাবুভাই, সঙ্গে থাকছেন জন আব্রাহাম-ও? 'হেরা ফেরি ৩'র নয়া চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন প্রিয়দর্শন

বিচ্ছেদ ভুলে ডান্স ফ্লোরে অভিষেক-ঐশ্বর্যা, বাবা-মার কাণ্ড দেখে কী করল আরাধ্যা?

দু'চোখে রহস্যের ছাপ, ঠিকরে বেরোচ্ছে কোন না বলা কথা? প্রকাশ্যে 'রক্তবীজ ২'-এ অঙ্কুশের প্রথম ঝলক

'আর কোনওদিন যেন এরকম সময় না আসে'-ইদে চোখে জল নিয়ে কী বললেন ক্যানসার আক্রান্ত হিনা খান?

গ্যালাক্সির ‘সিকান্দর’ এবার অন্যরকম, ঈদে ভক্তদের ‘বুলেটপ্রুফ’ সালাম জানালেন সলমন!

ক্রিকেট নাকি কেমিস্ট্রি? পাশের দেশের জনপ্রিয় ক্রিকেটারের সঙ্গে আইপিএল চলার মাঝেই নয়া ইনিংস মালাইকার?

‘শোলে’-এর রিমেক করব! বড় ঘোষণা সলমনের, ধর্মেন্দ্রর ‘বীরু’র চরিত্রে এবার ‘টাইগার’?