শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | BJP: বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাপস রায়, কঙ্গনা রানউত

Riya Patra | ২৪ মার্চ ২০২৪ ২১ : ২৬Riya Patra



আজকাল ওয়েবডেস্ক: ক্রমশ প্রকাশ্য ভাব বজায় রেখে একে একে প্রার্থী তালিকা প্রকাশ করছে গেরুয়া শিবির। নজর ছিল এরাজ্যের বাকি আসনগুলিতে কাদের প্রার্থী করছে গেরুয়া শিবির সেদিকে। রবিবাসরীয় সন্ধেয় দেওয়া বিজেপির প্রার্থী তালিকায় চমক পরপর। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায় কলকাতা উত্তর আসনের প্রার্থী। অর্থাৎ তাঁর লড়াই এবার ভোট ময়দানে সুদীপ বন্দোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে তমলুক থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই জল্পনা রাজনীতির ময়দানে ছিলই গত কয়েকদিন ধরে। বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির প্রার্থী তিনি।


রবিবার মোট ১১১ প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। তারমধ্যে রয়েছে বঙ্গ বিজেপির ১৯ প্রার্থীর নাম। জলপাইগুড়ি থেকে লড়ছেন জয়ন্ত রায়, দার্জিলিং থেকে রাজু বিস্তা, রায়গঞ্জ থেকে কার্তিক পাল,জঙ্গিপুর থেকে প্রার্থী ধনঞ্জয় পাল, কৃষ্ণনগরের প্রার্থী রাজমাতা অমৃতা রায়, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী সদ্য ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে ফিরে যাওয়া অর্জুন সিং, দমদম থেকে লড়বেন শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাট থেকে লড়বেন রেখা পাত্র, মথুরাপুরের প্রার্থী অশোক পুরকাইত, কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়, কলকাতা দক্ষিণের প্রার্থী দেবশ্রী চৌধুরী। উলুবেড়িয়া থেকে লড়বেন অরুণ উদয় পাল চৌধুরী, শ্রীরামপুর থেকে লড়বেন কবীর শঙ্কর বোস, আরামবাগের প্রার্থী অরূপ কান্তি দীগর, তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মেদিনীপুর থেকে লড়ছেন অগ্নিমিত্রা পাল, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। 

অন্যদিকে উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে প্রার্থী হচ্ছেন মেনকা গান্ধী। অভিনেতা অরুণ গোভিল প্রার্থী মিরট কেন্দ্রের।




বিশেষ খবর

নানান খবর

Celebrating Guru Nanak Jayanti  #GuruNanakJayanti #Gurpurab #NanakNaam #EqualityForAll #PeaceAndHarmony

নানান খবর



সোশ্যাল মিডিয়া



03 24