সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | VOTE: বলাগড়ের প্রচারে রচনার মুখে গঙ্গা ভাঙনের প্রসঙ্গ

Sumit | ২১ মার্চ ২০২৪ ১৮ : ১০Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি: বলাগড়ে গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা। ভাঙন রোধে রাজ্যের তরফে অনেক চেষ্টা করা হয়েছে। তবে তিনি জিতলে সংসদে বলাগড়ের ভাঙনের প্রসঙ্গ তুলবেন। ভাঙ্গন যন্ত্রণা থেকে বলাগড়বাসীকে মুক্তি দেওয়ার চেষ্টা করবেন। পঞ্চম দিনের প্রচারে বলাগড় পৌঁছেই একথা বললেন হুগলি লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী রচনা ব্যানার্জি। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে গুপ্তিপাড়ায় নির্ধারিত সময়ে পৌঁছতে দেরি হয়। তবে দেরিতে হলেও, প্রার্থী সেখানে পৌঁছনোর পর এক লহমায় শেষ হয় সব অভিমান। প্রার্থীর সঙ্গে দেখা করতে উদ্যোগী হয়ে ওঠেন হাজার হাজার মানুষ। বলাগড় বিধানসভার অন্তর্গত গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র জিউ মঠে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ রয়েছে। রয়েছে প্রায় ৩০০ বছরের অধিক প্রাচীন বৃন্দাবন জিউয়ের রথ। মঠে রয়েছে রাধাকৃষ্ণ, শ্রীরামের বিগ্রহ। সারা বছর মঠে থাকে ভক্তদের সমাগম। ভক্তদের ভিড় উপচে পড়ে রথযাত্রা আর দোলের সময়। বৃহস্পতিবার সেই মঠে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা ব্যানার্জি। পায়ে হেঁটে একটানা জনসংযোগ করেন গুপ্তিপাড়ায়। গোটা দিন ধরেই বলাগড় বিধানসভা এলাকাতে প্রচার করলেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী। বৃন্দাবন মঠে পুজো দিয়ে রচনা ব্যানার্জি বলেন, হুগলির মানুষ যদি তাঁকে ভোট দিয়ে জেতান, তাহলে সংসদে পৌঁছে প্রথম দিনই তিনি বলাগড়ের গঙ্গা ভাঙনের প্রসঙ্গ তুলবেন। বলাগড়ের গঙ্গার ভাঙন দীর্ঘদিনের সমস্যা। সংবাদ মাধ্যমের দৌলতে দীর্ঘ সময় ধরেই তিনি সেই সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল। বলাগড়বাসীকে ভাঙন যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া একটা বড় কাজ। হুগলির বিজেপি সাংসদকে কটাক্ষ করে রচনা বলেন, গত পাঁচ বছরে এখানকার সাংসদ দিল্লির সংসদে বলাগড়ের ভাঙন নিয়ে কোনও কথা বলেননি। সংসদে একবারও তুলে ধরেননি ভাঙন কবলিত মানুষের দুর্দশার কথা। এমনকি তাঁকে এই এলাকায় গত পাঁচ বছরে কখনও দেখাও যায়নি। নির্বাচন এসেছে, এখন প্রচারের সময় আবার দেখা যাচ্ছে লকেট চ্যাটার্জিকে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



03 24