সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২১ মার্চ ২০২৪ ১৯ : ২৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে নয়া নির্দেশিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্দেশিকায় ইতিমধ্যেই সরানো হয়েছে চার জেলা শাসককে। সেই সব জায়গায় নতুন জেলাশাসক শীঘ্রই নিয়োগ করা হবে জানিয়েছে কমিশন। ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। যে সমস্ত লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র রয়েছে তার মধ্যে বেশির ভাগই জমা পড়েছে।
৫২,৫১৭ লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্রের মধ্যে ২১ হাজারের বেশি অস্ত্র জমা পড়েছে। শুরু হয়েছে নাকা চেকিং। আটক করা হয়েছে ৩ কোটি টাকার বেশি নগদ। গার্ডেনরিচের ঘটনায় মৃত এবং আহতদের আর্থিক সাহায্যের ক্ষেত্রে রিপোর্ট পাঠিয়েছেন মুখ্য সচিব। দিল্লিতে দিনহাটার ঘটনার রিপোর্টও পাঠিয়েছেন কমিশন।