বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Hardik Pandya: আমার নেতৃত্বে রোহিতের খেলা অস্বস্তিকর হবে না, দাবি হার্দিকের

Sampurna Chakraborty | ১৯ মার্চ ২০২৪ ১৪ : ৪৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: তাঁর নেতৃত্বে রোহিত শর্মার খেলা অস্বস্তিকর হবে না। আইপিএলের প্রাক্কালে এমনই দাবি হার্দিক পাণ্ডিয়ার। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে যোগ দেন রোহিত। তবে তাঁর সঙ্গে এখনও দেখা হয়নি মুম্বইয়ের নতুন অধিনায়কের। হার্দিক জানান, শীঘ্রই প্রাক্তন নেতার সঙ্গে তাঁর দেখা হবে। হার্দিক বলেন, "কয়েকমাস আমাদের দেখা হয়নি। আমরা সবাই পেশাদার। দল একসঙ্গে প্রস্তুতি শুরু করলে এবং রোহিত যোগ দিলে নিশ্চয়ই কথা হবে।" সোমবার মুম্বইয়ের প্রাক মরশুম সাংবাদিক সম্মেলনে বলেন মুম্বইয়ের নতুন নেতা। তখনও রোহিত দলের সঙ্গে যোগ দেননি। তবে সাংবাদিক সম্মেলনে বেকায়দা প্রশ্নের মুখে পড়েন হার্দিক। তাঁর সঙ্গে রোহিতের কোনও কথা হয়েছে কিনা প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। হার্দিক বলেন, "রোহিত দলের সঙ্গে সফরে ছিল। খেলা চলছিল।" রোহিতের নেতৃত্বে ভারতীয় দল এবং মুম্বাইয়ে খেলেছেন হার্দিক। এবার হিটম্যানের তৈরি করা সাম্রাজ্য এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। এই প্রসঙ্গে হার্দিক বলেন, "কোনও পার্থক্য হবে না। ওর সাহায্য লাগলে অনায়াসেই পাব। ও ভারতীয় দলের অধিনায়ক। এতে আমার সুবিধা হবে। কারণ এই দলটা ওর নেতৃত্বেই সাফল্য পেয়েছে। ওর অধিনায়কত্বে দল যা সাফল্য পেয়েছে, এবার সেটা এগিয়ে নিয়ে যাওয়াই আমার কাজ। আমি দশ বছর ওর অধীনে খেলেছি। আমি জানি পুরো মরশুমেই ওর হাত আমার কাঁধে থাকবে।"

রোহিতকে সরিয়ে তাঁকে অধিনায়ক করার পর অনেক ফলোয়ার হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফ্যানরা চটে গিয়েছে। তবে সেই নিয়ে ভাবতে চান না রোহিতের উত্তরসূরি। হার্দিক বলেন, "আমি যেটা কন্ট্রোল করতে পারব না, সেটা নিয়ে ভাবি না। তবে ওদের ভালবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। ওদের মতামতকে আমি সম্মান করি। তবে আমি নতুন মরশুমের জন্য উত্তেজিত।" তিনি জানান, আফগানিস্তান সিরিজের সময় তিনি ফিট হয়ে গিয়েছিলেন। কিন্তু সিরিজ শুরু হয়ে যাওয়ায় ফেরার কোনও সুযোগ ছিল না। আইপিএলের পর টি-২০ বিশ্বকাপ রয়েছে, তাই বাড়তি কোনও ঝুঁকিও নিতে চাননি। এবার অলরাউন্ডার হিসেবেই পাওয়া যাবে তাঁকে। হার্দিক বলেন, "আমি আইপিএলে বল করব। বিশ্বকাপের চোটের সঙ্গে আমার অতীতের চোটের কোনও সম্পর্ক নেই। ফিটনেসের সঙ্গেও কোনও সম্পর্ক নেই। আফগানিস্তান সিরিজের শুরুতেই আমি সম্পূর্ণ ফিট হয়ে যাই। কিন্তু তারপর আর কোনও ম্যাচ ছিল না। আইপিএলে আমি অলরাউন্ডার হিসেবেই খেলব। যত সম্ভব ম্যাচ জেতার চেষ্টা করব।" হার্দিক জানান, বিশ্বকাপে চোট পাওয়া মাত্র বোঝা গিয়েছিল, বিশ্বকাপে আর খেলতে পারবেন না তিনি। কিন্তু তাঁকে সেমিফাইনালে এবং ফাইনালে খেলাতে পরের দশ দিন আপ্রাণ চেষ্টা করা হয়। তাতেই চোট আরও বেড়ে যায়। যার ফলে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় হার্দিককে।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

মোলিনাকে গো ব্যাক স্লোগান! পা দিয়ে রক্ত পড়ছিল, রেফারিং নিয়ে কী বললেন দিমিত্রি?...

একাধিক সুযোগ নষ্ট দিমিত্রিদের, এসিএলের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান...

ক্যান্সার কেড়ে নিল তারকাকে, বিশ্বফুটবলের নক্ষত্র সময়ের আগেই হারিয়ে গেলেন চিরতরে ...

পদ্মাপারে ক্রিকেট নিয়ে নেই উত্তাপ! ভারতে শেখ হাসিনা? প্রশ্ন নিয়েই ভারত জয় করতে মরিয়া বাংলাদেশ ...

ইউ টার্ন না পসন্দ, নিজের কোন সিদ্ধান্ত বদল করবেন না রোহিত? ...

দুই পেসার, তিন স্পিনার? কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ?...

মেয়েদের টি-২০ বিশ্বকাপে বাড়ল পুরস্কার মূল্য, কত টাকা পাবেন স্মৃতি-হরমনপ্রীতরা?...

টেস্টের প্রস্তুতির মাঝেই জন্মদিনের উৎসবে মাতলেন রোহিত-কোহলিরা...

ওদের মজা নিতে দিন, সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ রোহিতের...

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা নয়, গম্ভীর এবং নতুন স্টাফ নিয়ে কী বললেন রোহিত? ...

দেখিয়ে দিলাম আমরা ম্যাচ উপহার দিতে আসিনি, বলেন মহমেডান কোচ...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

একাধিক নজিরের সামনে বিরাট, বাংলাদেশ সিরিজে কোন কোন রেকর্ড ভাঙবেন কিং কোহলি...

সময় নষ্ট নয়, ভারতে এসেই অনুশীলন শুরু করে দিল বাংলাদেশ ...



সোশ্যাল মিডিয়া



03 24