রবিবার ১৬ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ মার্চ ২০২৪ ১৩ : ৫৩Riya Patra
নীলাঞ্জনা সান্যাল: স্কুলে ক্লাস নিতে–নিতে মোবাইল ঘাঁটাঘাঁটি করতে পারবেন না শিক্ষক–শিক্ষিকারা। ফের নির্দেশিকা জারি করে জানাল স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকায় শিক্ষকদের ছুটি নেওয়ার ব্যাপারেও রয়েছে কড়াকড়ি। জেলা স্কুল পরিদর্শকের দপ্তর থেকে জারি করা হয়েছে এই নির্দেশিকা। ইতিমধ্যেই একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়ে এই কড়াকড়ির কথা জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর জলপাইগুড়ির একটি স্কুলে ‘সারপ্রাইজ ভিজিট’–এর পরিপ্রেক্ষিতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে: ১) স্কুলের কোনও শিক্ষক ক্লাসরুমে পড়াতে পড়াতে মোবাইল ব্যবহার করবেন না। কোনও শিক্ষক যে তা করছেন না, বিষয়টি সেই স্কুলের প্রধান শিক্ষককে নিশ্চিত করতে হবে।
২) প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কোনও মাস্টারমশাই বা দিদিমণি কোনও ছুটি নিতে পারবেন না। যে–কোনও ধরনের ছুটি নেওয়ার আগে প্রধান শিক্ষকের অনুমতি বাধ্যতামূলক।
৩) স্কুল প্রাঙ্গণ যাতে পরিষ্কার–পরিচ্ছন্ন থাকে, সেই বিষয়টিও প্রধান শিক্ষক–শিক্ষিকাদের নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে পানীয় জলের জায়গা, শৌচাগার, মিড–ডে মিলের রান্নাঘর, খাওয়ার জায়গা, ক্লাসরুম–সহ গোটা স্কুলেই যাতে যথাযথ স্বাস্থ্যবিধি (হাইজিন) মেনে চলা হয়, সেটাও দেখতে বলা হয়েছে।
৪) স্কুল–সংক্রান্ত যাবতীয় এবং রোজকার তথ্য, স্কুল রেজিস্টার ‘আপ টু ডেট’ রাখতে বলা হয়েছে।
একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের বক্তব্য, শিক্ষকদের কতজন একসঙ্গে ছুটি নিতে পারবেন, সে–সম্পর্কে স্পষ্ট কোনও নিয়ম নেই। তবে ক্লাস যাতে কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেটা দেখেই সাধারণত ছুটি নেন শিক্ষকেরা। আর ক্লাসে পড়ানোর সময় মোবাইল ব্যবহার করা যাবে না, এই নির্দেশ ইতিমধ্যেই রয়েছে। প্রসঙ্গত, দপ্তর সূত্রে খবর, গত সপ্তাহে জলপাইগুড়ির ফণীন্দ্র দেব ইনস্টিটিউশনে আচমকাই পরিদর্শনে আসেন বিচারপতি বিশ্বজিৎ বসু। স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে, পরিকাঠামো কেমন ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন তিনি। স্কুলের ৪৫ জন শিক্ষকের মধ্যে সেই দিনই একসঙ্গে ১২ জন শিক্ষক অনুপস্থিত ছিলেন। একসঙ্গে এতজন শিক্ষক কেন ছুটিতে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। স্কুল–চত্বর ঘুরে দেখার সময় স্কুলের নর্দমায় মিড–ডে মিলের ভাত পড়ে থাকতে দেখেও উষ্মা প্রকাশ করেন। রিপোর্টও তলব করেন। এই ঘটনার পরই নতুন করে শিক্ষকদের ছুটি নেওয়া, মোবাইল ব্যবহার এবং স্কুল–চত্বর পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার ওপরে জোর দিয়ে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বিচারপতি বিশ্বজিৎ বসুর এই ‘সারপ্রাইজ ভিজিট’–এর পরই এবার কড়াকড়ি বাড়াল শিক্ষা দপ্তর। স্কুলগুলির জন্য জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে সেই কড়াকড়ির কথা জানিয়ে ইতিমধ্যেই একাধিক স্কুলের প্রধান শিক্ষকের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। একান্তই ছুটি নিতে হলে কী কারণে ছুটি নিচ্ছেন, সে–বিষয়েও যাবতীয় তথ্য ও কাগজপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট শিক্ষককে, তাও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
নানান খবর

নানান খবর

পাশের বাড়িতে তেজপাতা চাইতে গিয়েছিল, হোলিতে প্রতিবেশী দাদার যৌন লালসার শিকার নাবালিকা

হোলির রং তুলতে বন্ধুদের সঙ্গে ফিডার ক্যানেলে নেমেছিল, মুহূর্তের মধ্যে তলিয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

‘কী হয়েছে?’, যুবকদের ঝামেলার মাঝে প্রশ্নই করতেই ব্যক্তির দিকে চলল গুলি! চাঞ্চল্য মালদহে

রাস্তায় সামান্য বিবাদের মর্মান্তিক পরিণতি, আলু কিনতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের, কারণ জানলে চমকে উঠবেন

চুঁচুড়ায় হিন্দুত্ববাদের জিগির তুলে বিজেপির ব্যানার, শুরু রাজনৈতিক তরজা

জমি ঘিরে বিবাদ, মালদহের পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন তুতো ভাইয়ের, হামলায় আহত আরও ৬

ভয়াবহ আগুনের গ্রাসে আউশগ্রামের জঙ্গল, মৃত্যুর আশঙ্কা বন্যপ্রাণীদের

এত সুন্দর! হুগলি ইমামবাড়ার ঐতিহ্যের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

শ্রীরামপুরের বিধায়কের নাম-ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট, টাকা তোলার অভিযোগ!

ধারের টাকা ফেরত দেয়নি, চাপ দিতে নন্দীগ্রামে চার বছরের শিশুকে ট্রলিতে ভরে অপহরণের চেষ্টা গৃহশিক্ষকের!

দোল খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, কোন্নগরে শোকের ছায়া

বাঙলার বস্ত্র ঐতিহ্য নতুন করে প্রাণ পেল 'টেক্সটাইলস ফ্রম বেঙ্গল: এ শেয়ারড লিগ্যাসি' বইয়ের উদ্বোধনে

ক্রিকেট খেলে ক্লান্ত, পুকুরে স্নান করতে নামাই কাল, মর্মান্তিক পরিণতি দুই কিশোরের

বাইসনের হামলায় নিহত আবু বক্কর সিদ্দিকের পরিবারকে চাকরি ও আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার

কুপিয়ে খুন যুবককে, দোলের দিন ব্যাপক আতঙ্ক টিটাগড়ে