বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | দফার সমালোচনায় তৃণমূল, স্বাগত বিজেপির, দফারফা নিয়ে প্রশ্ন কংগ্রেসের, কিছুই ভাবছে না বামেরা

Pallabi Ghosh | ১৬ মার্চ ২০২৪ ১৯ : ৪৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে সাত দফাতেই নির্বাচন হতে চলেছে। ২০১৯-এর মতো এবারও সাত দিন ভোট দেবেন রাজ্যের নির্বাচকরা। সাত দফার এই নির্বাচন নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস যেমন সমালোচনা করেছে, তেমনই স্বাগত জানিয়েছে বিজেপি। অন্যদিকে বাম ও কংগ্রেস জানিয়েছে দফার থেকেও বেশি গুরুত্বপূর্ণ রাজ্যের প্রতিটি মানুষের ভোটের অধিকারকে সুরক্ষিত করা। উল্লেখ্য, এরাজ্যের মতো বিহার এবং উত্তরপ্রদেশেও সাত দফায় নির্বাচন হতে চলেছে।
এদিন মুখ্য নির্বাচন কমিশনারের ঘোষণার পরেই রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আমরা এক বা দু"দফায় নির্বাচন চেয়েছিলাম। কারণ, দফা বাড়লে ভোটারদের অতটা উৎসাহ থাকে না। সংখ্যাও কম হয়।"
তৃণমূলের এই বক্তব্যের বিরোধিতা করে রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "বিহার এবং উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য। সেখানেও সাত দফায় ভোট হবে। আসলে এক দফা বা দু"দফায় ভোট হলে তৃণমূলের ভোট লুট করতে সুবিধা হবে। সেজন্যই তারা এই সাত দফার বিরোধিতা করছে। আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।"
এই দফা নিয়ে মাথা ঘামাতে রাজি নয় কংগ্রেস ও বাম। রাজ্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, "আমাদের কাছে সাত দফা বা ১০ দফাটা কোনও বিষয় নয়। ২০১১-র পর তৃণমূল এরাজ্যে প্রতিটি নির্বাচনকে প্রহসনে পরিণত করে ভোটারদের অসহায় আত্মসমর্পণে বাধ্য করেছে তার বিরুদ্ধে মানুষ গত পঞ্চায়েত নির্বাচনে রুখে দাঁড়িয়েছেন। এই নির্বাচনে তার বিস্তার আরও বেশি করে ঘটবে। এই নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু দুর্নীতি। এই দুর্নীতি থেকে মুক্তি পেতে গোটা রাজ্যের মানুষ বামপন্থীদের বেছে নেবেন এবিষয়ে আমাদের কোনও সন্দেহ নেই।"
দফা প্রসঙ্গে রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, "কত দফায় ভোট হচ্ছে সেটার থেকেও বড় বিষয় হল দফা যেন "দফারফা" না হয়। কেন্দ্রীয় বাহিনী এসে যেন হাজার দুয়ারী বা যাদুঘরে বসে না থাকে। প্রতিটি মানুষের ভোটের অধিকারকে সুরক্ষিত রাখার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে ভোটে যেন একফোঁটাও রক্তপাত না হয়।"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

দায়িত্ব নিয়েই আরজি করে নতুন নগরপাল, বৈঠক করলেন অধ্যক্ষের ঘরে...

কথা বলে ‘ধোঁয়াশা’ কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব চিকিৎসকদের...

আরজি কর কাণ্ডে ডাক সিবিআই-এর, ‘সবরকম সাহায্য’ করতে সিজিওতে মিনাক্ষী ...

স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি, ফের রাজ্যকে ই-মেল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ...

রাতের শহরে ফের আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, চিকিৎসা করাতে নিজেই ছুটে গেলেন হাসপাতালে...

খাস কলকাতায় ফের প্রোমোটারের দাপাদাপি, আহত ১

'যদি কাগজে লেখ নাম', কর্তব্যরত নার্সকে প্রেমপত্র দিয়ে বিপাকে যুবক...

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, অংশগ্রহণ করল ৯২টি দল...

সোম-রাতে বলেছিলেন মমতা, মঙ্গলে পুলিশের সঙ্গেই বড় বদল স্বাস্থ্যেও ...

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত হলেন এডিজি এসটিএফ ...

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...



সোশ্যাল মিডিয়া



03 24