শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৮ মার্চ ২০২৪ ১৭ : ২০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গ। রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে সভা করার কথা আছে তাঁর।
রাজ্যে ইতিমধ্যেই ২০টি লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী আসার আগে শুক্রবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। এই লোকসভা কেন্দ্রে বর্তমান বিজেপি সাংসদ রাজু বিস্তা। এবারের নির্বাচনে রাজুকেই আবার প্রার্থী করা হয় না তাঁর জায়গায় অন্য কেউ প্রার্থী হন সেদিকে তাকিয়ে পাহাড়ের বিজেপি শিবির।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দক্ষিণবঙ্গে গত তিনটি সভা থেকেই প্রধানমন্ত্রী সন্দেশখালি নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন। দাবি করেছেন, সন্দেশখালির ঝড় গোটা রাজ্যে উঠবে। উত্তরবঙ্গের সভাতেও তিনি সেই প্রসঙ্গ তুলবেন নাকি অন্য কোনও বিষয়কে গুরুত্ব দেবেন সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।