বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৬ মার্চ ২০২৪ ১৩ : ৫৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আরামবাগ, কৃষ্ণনগরের পর বুধবার বারাসত। বারবার তিনবার। প্রধানমন্ত্রীর মুখে উঠে এল সেই সন্দেশখালির প্রসঙ্গ। যে প্রসঙ্গ তুলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, "বাংলা নারীশক্তির বিরাট বড় প্রেরণা কেন্দ্র। এই বাংলায় তৃণমূল মা-বোনদের ওপর অত্যাচার করে ঘোর পাপ করেছে।" এরপরেই তাঁর অভিযোগ, "সন্দেশখালিতে যা হয়েছে তাতে যে কোনও লোকের মাথা নিচু হয়ে যাবে।" আর সন্দেশখালিতে মহিলাদের প্রতিবাদ যে শুধু ওই দ্বীপ অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না তা বলতে গিয়ে মোদির দাবি, "নারীশক্তির এই ক্রোধ সন্দেশখালিতেই আটকে থাকবে না। গোটা বাংলায় ঝড় উঠবে।" লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদির এই দাবি নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী বাংলার বিজেপিকে সন্দেশখালি ইস্যু নিয়ে বড় আন্দোলন গড়ে তোলার কথা বললেন।
শুক্রবার ৮ মার্চ বিশ্ব মহিলা দিবস। বুধবার বারাসতে "নারী শক্তি বন্দন" নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই জনসভার মূল উদ্যোক্তা ছিল বিজেপির মহিলা মোর্চা। সভায় বক্তব্য পেশ করতে গিয়ে এদিন নরেন্দ্র মোদি বক্তব্য শুরু করেন "জয় মা কালী ও জয় মা দুর্গা" বলে। তাঁর বক্তব্যের সিংহভাগ জুড়েই এদিন ছিল নারী শক্তির বিকাশ নিয়ে। এই প্রসঙ্গেই সন্দেশখালির প্রসঙ্গ তুলে ও সেখানে অভিযুক্ত শেখ শাহজাহানের নাম না করে নরেন্দ্র মোদি অভিযোগ করেন, "অভিযুক্তকে বাঁচানোর জন্য সবরকম চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় ধাক্কা খেয়েছে।" তাঁর অভিযোগ, "তৃণমূল কখনই মা-বোনেদের নিরাপত্তা দিতে পারবে না।" এমনকী বিপদে পাশে দাঁড়াতে মহিলা হেল্প লাইন বানালেও রাজ্যে শাসকদল তা চালু করতে দিচ্ছে না বলেই অভিযোগ করেন তিনি।
অন্যদিকে তাঁর সরকার নারীদের সুড়ক্ষা ও উন্নতিতে কতটা সচেষ্ট সেই উদাহরণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, "কেন্দ্র ধর্ষণের মামলায় ফাঁসির সাজার ব্যবস্থা করেছে। বিজেপি সরকারের জন্যই দেশের প্রতিটি ক্ষেত্রে আজ মহিলাদের জন্য রাস্তা খুলে যাচ্ছে।" এই প্রসঙ্গে দেশে বিজেপি বিরোধী আইএনডিআইএ বা "ইন্ডিয়া" জোটকে আক্রমণ করে তাঁর অভিযোগ, কেন্দ্র মহিলাদের উন্নতিতে প্রকল্প আনলেও ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলি যেসব রাজ্যে ক্ষমতায় আছে সেখানে তারা প্রকল্পগুলি চালু করতে দিচ্ছে না। সেইসঙ্গে তিনি বলেন, তাঁর পরিবার নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাঁদেরকে তিনি জানাতে চান দেশের মা-বোনেরা তাঁর পরিবার।
বারাসতের সভার আগে এদিন কলকাতা মেট্রোর কয়েকটি রুট উদ্বোধন করেন তিনি। সভামঞ্চ থেকে তাঁর দাবি, কলকাতা মেট্রো ৪০ বছরে ছিল ২৮ কিলোমিটার। বিজেপি গত ১০ বছরে ৩১ কিলোমিটার রুট আরও বাড়িয়েছে।
নানান খবর

নানান খবর

রাজ্যে নতুন উৎপাদন কেন্দ্র তৈরির ভাবনা বিড়লা-নু-র

মমতা ব্যানার্জি আছেন, তাই বাংলা বেঁচে আছে, জেলাকর্মীদের কড়া বার্তা মন্ত্রী মানস ভুঁইয়ার

উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কামরায় কালো ধোঁয়া, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

২৪ এপ্রিল শিলিগুড়িতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দুপুরেই আকাশের মুখ ভার, কয়েকঘণ্টায় জেলায় জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সাবধান হোন এখনই

মাটি নিয়ে গবেষণার মাঝেই ইসরো-তে চাকরির ডাক, ময়ূরাক্ষীর বিরাট সাফল্যে উজ্জ্বল দিনহাটা

অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার, আগুনে ঝলসে চার জন ভর্তি হাসপাতালে

ভাবছেন এই গরমে কোথায় পাবেন স্বস্তি? ঘুরে আসতে পারেন 'অফবিট' এই জায়গা থেকে

বিয়ের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধরনায় যুবতী! হাতে প্ল্যাকার্ড

পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী, জনতার মারে হাসপাতালে ভর্তি গাড়ির চালক

পড়ে রইল খাবার, পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি

মুখ্যমন্ত্রীর আশ্বাসেই বিশ্বাস, রিষড়ার এই স্কুলে যোগ দিলেন চাকরিহারা শিক্ষকরা

নতুন বাইক নিয়ে 'জয়রাইড', সেতু থেকে খালে পড়ে থামল দুরন্ত গতি

বিয়ের তিরিশ বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের

জীবনের ঝুঁকি নিয়েই জঙ্গলে প্রবেশ করলেন মৌলেরা, শুরু মধু সংগ্রহের কাজ