মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: বাম শিবিরে যোগ দিলেন জঙ্গিপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

Pallabi Ghosh | ০২ মার্চ ২০২৪ ১৮ : ২৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্রায় দু"বছর রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকার পর শনিবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ফের বাম শিবিরে ফিরলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। আজ রঘুনাথগঞ্জের জোতকমলে একটি অনুষ্ঠানে তাঁর হাতে দলীয় পতাকা হাতে তুলে দেন সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা এবং বাম নেতা সুজন চক্রবর্তী। আজ মোজাহারুলের সঙ্গে বেশ কয়েক জন ব্যক্তি বাম শিবিরে যোগদান করেন।
যদিও আসন্ন লোকসভা নির্বাচনের আগে জঙ্গিপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান মোজাহারুল ইসলামের দলত্যাগকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রঘুনাথগঞ্জ-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ বলেন, "আমাদের দল কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। মোজাহারুল ইসলাম দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন বলে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন উনাকে গত পুর নির্বাচনে তৃণমূলের টিকিট দেননি। লোকসভা নির্বাচনের আগে তাঁর এই দলত্যাগ আমাদের দলে কোনও প্রভাব ফেলবে না।"
প্রসঙ্গত, ২০১০ সালের পুর নির্বাচনে মোজাহারুল ইসলাম প্রথমবার বামেদের টিকিটে জয়ী হয়ে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান হন। এরপর ২০১৫ সালের পুর নির্বাচনও তিনি বামেদের টিকিটে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। যদিও ২০১৬ সালে তিনি একাধিক বাম, কংগ্রেস এবং বিজেপি কাউন্সিলরকে নিয়ে দলত্যাগ করে কলকাতাতে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
জঙ্গিপুর পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন তিনি ওই পুরসভাতে প্রশাসকের দায়িত্বও সামলেছেন। কিন্তু ২০২১ সালের পর থেকে স্থানীয় তৃণমূল বিধায়ক জাকির হোসেন-এর সাথে মোজাহারুল ইসলামের মতান্তর তৈরি হয় এবং তৃণমূলের সাথে তাঁর দূরত্ব বাড়তে থাকে। এর ফলে ২০২২ সালের পুর নির্বাচনে মোজাহারুল ইসলামকে দল আর প্রার্থী করেনি।
আজ বামেদের পতাকা হাতে নিয়ে মোজাহারুল ইসলাম বলেন,"আমি সবসময় মানুষের হয়ে কাজ করতে চাই। এখন চুপচাপ বসে থাকলে হবে না। আমি ফের একবার গরিব-মেহনতী মানুষের হয়ে লড়াই করব। তাই আমি নিজের পুরনো দলে ফিরে এলাম।"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...

ধূপগুড়িতে দেশী বাজনার প্রতিযোগিতা, তুলে ধরা হল রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি...

রবিবারেও ভাসছে বাংলা, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে...

মাকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর ছেলের মৃত্যু ...

বিজেপির বড়সড় ভাঙন মথুরাপুরে! শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে...

উর্বরতার উৎসবে সাতদিনের ব্রত, ডায়না-জলঢাকায় বিসর্জন করম পূজার...

ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, হাড়হিম ঘটনা বীরভূমে...

শুরু হল আজকাল প্রোপার্টি ফেয়ার, প্রথম দিনেই অপ্রত্যাশিত সাড়া...

আজ থেকে হাওড়া-তারকেশ্বর এবং আরামবাগ শাখায় বন্ধ থাকছে ৮টি লোকাল ট্রেন ...

জনসাধারণকে উৎসবে, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান তৃণমূল সাংসদ রচনার ...

জেলা লোকশিল্পী সম্মেলন হল হুগলিতে



সোশ্যাল মিডিয়া



03 24