মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | TMC: বাংলার বঞ্চনার অভিযোগে দিল্লিতে সরব তৃণমূল

Pallabi Ghosh | ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ২২ : ২২Pallabi Ghosh


বীরেন ভট্টাচার্য, দিল্লি: বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। আজ দিল্লিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন দলের তিন সাংসদ সাকেত গোখলে, সাগরিকা ঘোষ এবং সুস্মিতা দেব। তাঁদের বক্তব্য, বাংলায় জয় হাসিল করতে না পেরে আর্থিকভাবে বঞ্চনা করছে মোদি সরকার। তৃণমূলের অভিযোগ, শুধুমাত্র বাংলা নয়, বঞ্চনার অভিযোগে সরব দেশের বিরোধী শাসিত রাজ্য কেরল, তামিলনাড়ু এবং কর্নাটকও। আগামী ৮ মার্চ নরেন্দ্র মোদির সফরের সময় বাংলার মানুষ এবং তৃণমূল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্রেলার দেখাবে বলে জানিয়েছেন সুস্মিতা দেব। তৃণমূলের প্রশ্ন শুধুমাত্র নির্বাচনের সময়েই বাংলায় সফর করেন প্রধানমন্ত্রী মোদি, বাকি সময় কেন বাংলার কথা তাঁর স্মরণে আসে না? মমতা ব্যানার্জি সন্দেশখালিতে যাবেন তবে এখনও দিন ধার্য হয়নি বলে জানান সুস্মিতা দেব।
সাগরিকা ঘোষ বলেন, মোদি সরকার সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা মুখে বললেও আদতে তা পরিণত হয়েছে বৈষম্যমূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়। তিনি অভিযোগ করেন, যে সমস্ত রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারের মনোভাব একরকম এবং বিরোধী শাসিত রাজ্যে আরেকরকম। সাগরিকা বলেন, "কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বাংলার বকেয়া টাকা দিচ্ছে না। এটি সংবিধান বিরোধী। মনরেগার শ্রমিক মজুরি পাননি মোদি সরকার বকেয়া না মেটানোয়। আবাসনের টাকা আটকে রাখায়, মানুষ তাঁদের মাথায় পাকা ছাদ পাননি।" তিনি অভিযোগ করেন, রাজ্যের বকেয়া টাকা না দিয়ে এখন মোদি সরকার আধার কার্ড বাতিল করে তাঁদের মৌলিক পরিচয় কেড়ে নিতে চাইছে এবং বাংলার ভোটাধিকার হরণ করতে চাইছে। সাগরিকা বলেন, "আমরা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে দিল্লি আসিনি, আমরা আমাদের অধিকারের টাকা চাইতে এসেছি।" তিনি বলেন, "নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদি বাংলায় আসেন এবং নানান প্রতিশ্রুতি দেন। মানুষ যখন তাঁদের প্রাপ্য মজুরি চাইছিলেন, তখন তিনি কোথায় ছিলেন। বাড়ির জন্য যখন তাঁরা কাঁদছিলেন, সেই সময় তিনি কোথায় ছিলেন।" লোকসভা নির্বাচনে বাংলায় খেলা হবে বলে জানিয়েছেন সাগরিকা ঘোষ। তাঁর কথায়, "আমরা এক দল, এক খাবার, এক পোশাক এই গণতন্ত্রে বিশ্বাস করি না। আমরা আমাদের বৈচিত্রময় রীতিনীতি বাঁচিয়ে রাখব।"
সাকেত গোখলে এদিন সন্দেশখালি নিয়ে দলের অবস্থান আরও একবার স্পষ্ট করে দেন। তিনি বলেন, "দৈনিক কোনও না কোনও কমিশন, বিজেপির প্রতিনিধি বাংলায় আসছেন। শাহজাহান শেখকে গ্রেপ্তার করা এখন সময়ের অপেক্ষা মাত্র। এটা নীরব মোদি, মেহুল চোক্সির মতো ব্যাপার নয় যে, টাকা নিয়ে ভিন দেশে পালিয়ে যাবেন। এটা বিজেপি সরকার নয়।" তিনি বলেন, "বাংলার মানুষের মুখোমুখি হওয়ার মতোও তাঁর সাহস নেই।" সাকেতের কথায়, "প্রধানমন্ত্রী মোদির কি সাহস আছে যে মনরেগা এবং আবাসের উপভোক্তাদের সামনে দাঁড়িয়ে জবাব দেবেন যে, কবে কেন্দ্রীয় সরকার টাকা দেবে? যদি সাহস থাকে তাহলে করুন, আর যদি সেই সাহস না থাকে, তাহলে এখানে ওখানে মঞ্চ থেকে জুমলা এবং সার্কাস বন্ধ করুন।" সুস্মিতা দেব বলেন, "সন্দেশখালি নিয়ে কেন এতদিন নীরব ছিলেন বিরোধী নেতারা, কেন হঠাৎ করে ভোটের আগে সন্দেশখালির মহিলাদের জন্য চিন্তিত বিজেপি।"
সন্দেশখালি নিয়ে পদক্ষেপ করার জন্য মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু সিং দেও। তার জবাবে এদিন তৃণমূলের সুস্মিতা দেব বলেন, "আগে তিনি নিজের রাজ্যের পরিস্থিতির দিকে নজর দিন। তারপর বাংলার দিকে নজর দেবেন।" সাগরিকা ঘোষ বলেন, "আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে সন্দেশখালিতে। সেখানে অনেকগুলি ক্যাম্প বসানো হয়েছে। সেখানে অভিযোগ শোনা হচ্ছে।"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

পাকিস্তান হল বিষফোঁড়া, অপারেশন দরকার, আক্রমণে যোগী আদিত্যনাথ...

গভীর নিম্নচাপের দাপট অব্যাহত, চলতি সপ্তাহেও ভারি বৃষ্টিতে তছনছ হবে একাধিক রাজ্য, রইল বড় আপডেট...

সোমবারেই বৈঠকে কেজরিওয়াল-সিসোদিয়া, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? ঠিক হয়ে যেতে পারে আজই...

পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, ফের বাড়ছে ডিএ, কত শতাংশ? ...

পুজোর মুখে সোনার দামে চমক, আজ কিনতে গেলে কত টাকা গুনতে হবে? ...

পরিকাঠামো উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ত্রিপুরার সরকারের...

দিল্লি পছন্দ করে না জম্মু কাশ্মীরকে, ভোটের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য ফারুক আবদুল্লাহর...

রাহুল গান্ধী সন্ত্রাসবাদী! বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর...

কেরালায় ফের হানা নিপা ভাইরাসের, একজনের মৃত্যুতে ঘরবন্দি করা হল ১৫১ জনকে...

নতুন সিম কার্ড নিতে চান, দেখে নিন নতুন কিছু নিয়ম ...

হেনস্থার অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার মহিলা, পুলিশের কীর্তি জানলে চমকে যাবেন ...

উৎসবের আবহে ত্রিপুরায় উদ্ধার ১১ কোটি টাকার নেশার সামগ্রী, আটক এক মহিলা সহ দুই পুরুষ ...

বালিকাকে অপহরণ করে খোলা মাঠে যৌন নির্যাতন, ভিডিও করে ছড়িয়ে দিল সমাজমাধ্যমে ...

গিরগিটি মেশানো মিড ডে মিল খেয়ে অসুস্থ অসংখ্য পড়ুয়া, হাসপাতালে ভর্তি ৬৫...

ছত্তিশগড়ে ফের বন্দেভারতে পাথর, গ্রেপ্তার করা হল পাঁচজনকে...



সোশ্যাল মিডিয়া



02 24