সংবাদ সংস্থা মুম্বই: যশ রাজের 'ধুম' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না। সূত্রের খবর, সেই ফাঁক পূরণ করবেন ভিকি কৌশল!
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই যশ রাজ ফিল্মস-এর অফিসে হাজির হয়ে আদিত্য চোপড়ার সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে ফেলেছেন ভিকি। অন্দরের খবর, আদিত্য নাকি দু'দুটি বড় প্রজেক্টের জন্য ভাবছেন ভিকিকে। একটি তাদের স্পাই-ইউনিভার্স সিরিজ ছবির জন্য। যেখানে ভিকিকে একজন স্পাই হিসাবেই ওই সিরিজের নতুন একটি ছবিতে দর্শকের সামনে হাজির করানো হবে ভিকিকে, যেখানে তিনি-ই থাকবেন প্রধান নায়ক। অন্য আর একটি ছবি হল ধুম ৪! উল্লেখ্য, বড়পর্দায় যথেষ্ট প্রশংসিত রণবীর-ভিকির রসায়ন। এইমুহূর্তে সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় লভ অ্যান্ড ওয়ার'-এর শুটিং করছেন এই দু'জন।
কিছুদিন ধরেই 'ধুম ৪' নিয়ে চর্চা তুঙ্গে। এর আগে শাহরুখ খানকে মুখ্য চরিত্রে দেখার কথা ছিল। তারপর সেই তালিকায় দক্ষিণী সুপারস্টার সূর্যর নামও শোনা যায়। তবে রণবীর কাপুরের জন্মদিনেই সত্যিটা ফাঁস হল। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে রণবীরের। 'ধুম ৪'-এর প্রাথমিক গল্প শুনে নিজে থেকেই অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন রণবীর।
প্রসঙ্গত, 'ধুম' সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করেই গল্প এগোয়। এর আগে এই ধরণের চরিত্রে দেখা গিয়েছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের মতো তারকাদের। এবার সেই তালিকায় যোগ হল রণবীর কাপুরের নাম।
