আজকাল ওয়েবডেস্ক: উত্তর ভারতের বিভিন্ন অংশ জুড়ে এখন চলছে তীব্র শীতের পরিবেশ। বরফের মতো শীতল হাওয়ার জেরে কাবু সকলেই। অন্যদিকে দেশের বেশ কয়েকটি রাজ্যে তীব্র শীতের সঙ্গে চলছে কুয়াশার দাপট। রাজধানী দিল্লি সেখান থেকে খানিকটা স্বস্তি পেয়েছে। দিল্লিতে সূর্য দেরিতে উঠছে ফলে আকাশ পরিষ্কার হতে সময় লাগছে। এরফলে সেখানে শীতের পরিবেশ কিছুটা হলেও কমেছে। তবে আইএমডি দেশের বেশ কয়েকটি রাজ্যে আগামী দুদিনের মধ্যে বৃষ্টির সতর্কতা জারি করেছেন।
মকর সংক্রান্তি উপলক্ষ্যে দেশের বিভিন্ন অংশে এখন শীতের দাপট চলছে। কুয়াশা এবং শীতের দাপট থাকবে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড এবং মনিপুরে।
তবে দেশের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টি হবে। সেগুলি হল তামিলনাড়ু, পুদুচেরি। এই বৃষ্টির ফলে এখানে শীতের দাপট খানিকটা হলেও কমবে। অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে। কুয়াশার কারণে এখানে দিনের বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে। বেশিরভাগ ট্রেন দেরিতে চলছে। দিল্লিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি রয়েছে। সর্বনিম্ন রয়েছে ৯ ডিগ্রিতে। এছাড়া ১৫ এবং ১৬ তারিখ দিল্লির বেশ কয়েকটি অংশে হালকা বৃষ্টি হবে। কুয়াশার সঙ্গে এই বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমিয়ে দেবে।
অন্যদিকে পাঞ্জাব এবং হরিয়ানাতে ১৫ জানুয়ারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। জম্মু-কাশ্মীরে বর্তমানে তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রিতে নেমেছে। এই পরিস্থিতি সেখানে আরও বেশ কয়েকদিন চলবে। বিহারে সকালের দিকে কুয়াশা থাকলেও পরে তা কেটে যাবে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হাল্কা ঠান্ডা থাকবে। সকালের দিকে কয়েকটি এলাকায় হাল্কা কুয়াশা থাকলেও পরের দিকে কেটে যাবে। রাতের দিকে তাপমাত্রা খানিকটা কমলেও দিনের বেলা তেমনভাবে শীত অনুভূত হবে না। দিনের বেলা তাপমাত্রা বেশি থাকবে না। রাতের দিকে ১৫ থেকে ১৬ ডিগ্রির কাছে থাকবে। এই পরিস্থিতি আগামী কয়েকদিন চলবে। তারপর ফের জাঁকিয়ে শীত পড়বে।
