শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ৫০Kaushik Roy
কৌশিক রায়: সময়টা ১৭৭৪ সাল। সেই বছরের ৩১ মার্চ বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের হাত ধরে ফোর্ট উইলিয়ামে যাত্রা শুরু হয়েছিল কলকাতা জেনারেল পোস্ট অফিসের। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ২৫০ বছর। যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলাতে হয়েছে অনেক কিছুই। ২৭ ফেব্রুয়ারি কলকাতার যোগাযোগ ভবনে উন্মোচন করা হল কলকাতা জেনারেল পোস্ট অফিসের ২৫০ বছরের পূর্তি উপলক্ষ্যে বিশেষ লোগো। আগামী ৩১ মার্চ ২৫০ বছরের বর্ষপূর্তি হচ্ছে কলকাতা জিপিওর। তার আগে এদিন এই লোগো উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের বার্তা, আগামী দিনে আরও অনেক চমক আনতে চলেছে ভারতীয় ডাকবিভাগের কলকাতা শাখা। এদিন লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার, সিকিম এবং উত্তরবঙ্গের পোস্টমাস্টার জেনারেল অখিলেশ কুমার পাণ্ডে, দক্ষিণবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল এস.এস কুজুর এবং আরও বিশিষ্টজনেরা।
নীরজ কুমার বলেন, "২৫০ বছরের এই যাত্রায় বহু বাধা এসেছে কলকাতা জিপিওর সামনে। অনেকবার বদল করতে হয়েছে অফিস। এখন আর সেভাবে চিঠির চল নেই। তবে শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় সাধারণ মানুষের সেবায় পৌঁছে গিয়েছে কলকাতার ডাকবিভাগ। মানি অর্ডার থেকে পার্সেল পৌঁছে দেওয়া, বিভিন্ন বীমা করানো, কেন্দ্রের বিভিন্ন পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কলকাতা জিপিও। যুগের সঙ্গে ডাকবিভাগকেও আমরা ডিজিটাল করে তুলেছি।" ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৪ থেকে ১৯ মার্চ আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। তার মধ্যে রয়েছে কলকাতা জিপিওর ওপরে অঙ্কন প্রতিযোগিতা, রয়েছে ডাকবিভাগকে কেন্দ্র করে ফটোগ্রাফি প্রতিযোগিতাও। চলন্ত ট্রামে আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। জলপথে হাওড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে উন্মোচন করা হবে বঙ্গ তরী নামক বিশেষ ডাকটিকিটের। তিলোত্তমার ঐতিহ্যশালী বহুতল নিয়েও প্রকাশ করা হবে বিশেষ ডাকটিকিট। ২৫০ বছর উপলক্ষ্যে যে বিশেষ লোগো এদিন উন্মোচিত হয়েছে তাতে তুলে ধরা হয়েছে জিপিও অফিস এবং ঐতিহাসিক হাওড়া ব্রিজকে। যোগাযোগের মাধ্যম হিসেবে ডাক বিভাগের সঙ্গে সামঞ্জস্য রেখে লোগোতে তুলে ধরা হয়েছে হাওড়া ব্রিজকে।
নানান খবর
নানান খবর

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

কলকাতা পুলিশ কোয়ার্টারে স্বাস্থ্য শিবির: টেকনো ইন্ডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগে জনসেবার নতুন দিশা