শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | TMC: আধার সমস্যা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

Rajat Bose | ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ১৩Rajat Bose


বীরেন ভট্টাচার্য, ‌দিল্লি:‌ আধার নিষ্ক্রিয় হওয়া, চোপড়ায় বিএসএফের নালা সম্প্রসারণের কাজ চলাকালীন শিশু মৃত্যু এবং বাংলার আর্থিকভাবে স্পর্শকাতর এলাকাগুলিতে জেলাস্তরে কমিটি তৈরির সিদ্ধান্তের বিরোধিতা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। সোমবার বিকেল ৩টেয় তৃণমূলের ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দেখা করে একটি স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন সুখেন্দুশেখর রায়, প্রতিমা মণ্ডল, দোলা সেন, সাজদা আহমেদ এবং সাকেত গোখলে। বিষয়গুলি নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদরা।
 নির্বাচন কমিশনের সঙ্গে আধ ঘণ্টার বৈঠকের পর বাইরে সাংবাদিকদের সুখেন্দুশেখর রায় বলেন, ‘‌নির্বাচনী ব্যয় সংক্রান্ত যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের, এমনই ধারণা হচ্ছিল আমাদের। কারণ, সেখানে বিষয়টি পরিষ্কারভাবে বলা ছিল না। আজ আলোচনায় জানা গেল, ইডি, শুল্ক দপ্তর, আয়কর দপ্তর ছাড়াও রাজ্য সরকারেরও বিভিন্ন এজেন্সি রয়েছে।’‌ তিনি জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, সারা ভারতে এই পদ্ধতি কার্যকর করা হবে। সুখেন্দুশেখর জানান, প্রতিদিন হাজার হাজার আধার কার্ড বাতিল করা হচ্ছে। আজও অনেক আধার কার্ড বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘‌কোনও আধার কার্ড পুরোপুরি বাতিল, কোনওটাকে নিষ্ক্রিয় করা হয়েছে। এভাবে আধার কর্তৃপক্ষ একতরফাভাবে পদক্ষেপ করতে পারে না। এটা বেআইনি।’‌ আধার আইনের উল্লেখ করে তিনি বলেন, ‘‌কোনও আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করতে হলে প্রাথমিক তদন্ত করতে হবে এবং তারপর সেই ব্যক্তিকে ডেকে শুনানি করতে হবে। ফলে, কোনও তদন্ত বা শুনানি ছাড়া এই পদক্ষেপ করা সম্পূর্ণ বেআইনি। এটি আধার আইন এবং স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী।’‌ তিনি জানান, তৃণমূলের প্রতিনিধি দলকে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে, কোনও নাগরিকের ভোটার কার্ড থাকলেই তিনি ভোট দিতে পারবেন এবং আরও ১১টি সরকারি নথি ব্যবহার করা যাবে। 
সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের একটি নির্মীয়মান নর্দমার গর্তে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে ৪ জন শিশু। তৃণমূলের তরফে এটিকে কেন্দ্রীয় বাহিনীর গাফিলতি বলে মন্তব্য করা হয়েছে। সুখেন্দুশেখর বলেন, ‘‌গত বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে বিনা প্ররোচনায় নিরস্ত্র গ্রামবাসীদের ওপর গুলি চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় এবং সেই গুলিতে ৪ জন গ্রামবাসী প্রাণ হারান। আজ পর্যন্ত সেই হত্যাকারীদের তরফে রাজ্য পুলিশ তদন্তে সহযোগিতা পাচ্ছে না। আমরা এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছি যেন, কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের আওতায় থাকে এবং রাজ্য সরকার ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ করে।’‌ তিনি জানিয়েছেন, শীতলকুচির ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকে নজর রাখবে নির্বাচন কমিশন।




নানান খবর

নানান খবর

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

পাঞ্জাবে হাওয়ালা ও মাদকচক্র ভেঙে দিল পুলিশ, ধৃত ৫, উদ্ধার প্রায় ৪৭ লাখ টাকা

বিয়ের দিনেই সব শেষ! রেললাইনে পাত্রের ছিন্নবিচ্ছিন্ন দেহ, বিয়েবাড়িতে কান্নার রোল

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

ওয়াকফ সংশোধনী আইনকে স্বাগত, মোদির সঙ্গে দেখা করে জানালেন দাউদি বোহরার প্রতিনিধিদল

২৫ বছর বাদ গ্রাহাম স্টেইনসের হত্যাকারীর মুক্তি, মালা পরিয়ে সংবর্ধনা, ওড়িশা সরকারের পদক্ষেপে বিতর্ক

ভিক্ষুকের হাতে মার খেলেন যুবক! কারণ জানলে অবাক হবেন আপনিও

কাশ্মীর নিয়ে 'উস্কানিমূলক' মন্তব্যে পাক সেনা-প্রধানের, পাল্টা কড়া জবাব নয়াদিল্লির

ছুটির দিনে মহিলা কর্মচারীকে দোকানে ডাকলেন ম্যানেজার, তারপর...

সোশ্যাল মিডিয়া