
রবিবার ২৫ মে ২০২৫
‘বাঘ বিধবা’দের নিয়ে ছবি। সুন্দরবনের প্রধান আকর্ষণ বাঘ তো থাকবেই। কিন্তু চাইলেই বাঘকে চোখ দেখা যায়? সুন্দরবনের বাসিন্দাদের দাবি, বাঘকে সব সময় দেখা যায় না। বাঘি কিন্তু সবাইকে দেখতে পায়। কী ভাবে? তার দাপটে কী ভাবে সংসার ভাঙে সেখানকার মেয়েদের? এই নিয়ে রানা সরকারের আগামী ছবি বনবিনি। রাজদীপ ঘোষের পরিচালনায় মুখ্য ভূমিকায় পার্নো মিত্র, আর্য দাশগুপ্ত, রূপাঞ্জনা মিত্র এবং আরও অনেকে।
‘বনবিবি’কে দেখতে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের ঢল নেমেছিল। সমালোচকেরাও ছবির বিষয় নিয়ে প্রশংসা জানিয়েছিলেন। সুন্দরবনের ‘বাঘ বিধবা’দের জীবন রাজদীপ ঘোষ পরিচালিত এই ছবির বিষয়। ছবির বিষয় জানার পরেই টলিউডে গুঞ্জন, রাজনীতিবিদ-সাংবাদিক কুণাল ঘোষের ‘বাঘ বিধবা’ উপন্যাস অবলম্বনেই নাকি ছবিটি বানিয়েছেন প্রযোজক রানা সরকার। সবিস্তার জানতে সেই সময় আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। তিনি জানিয়েছিলেন, সম্পূর্ণ ভুয়ো তথ্য। সম্প্রতি টুইট (বর্তমান এক্স) করে লেখক অমিতাভ ঘোষ বনবিবির প্রশংসায় পঞ্চমুখ। তখনই প্রকাশ্যে, তাঁর লেখা ‘দ্য হাংগ্রি টাইড’ ছবি তৈরির অনুপ্রেরণা।
অমিতাভও সুন্দরবনের বাসিন্দাদের অনিশ্চিত জীবন দুই মলাটে বন্দি করেছিলেন। জলে কুমির, ডাঙায় বাঘ, সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস— এই ত্রিফলা সামলে কী করে সেখানকার মানুষেরা জীবন কাটান? লেখকের লেখনির গুণে তা স্পষ্ট। তারই একটি দিক ‘বাঘ বিধবা’। ‘বনবিবি’ তাকেই দেখিয়েছে। স্বাভাবিক ভাবেই অমিতাভ নিজের বইয়ের প্রসঙ্গ তুলে প্রশংসা করেছেন। লিখেছেন, ২০ বছর আগে তিনি বইটি লিখেছিলেন। এখনও বিষয়টি সমান প্রাসঙ্গিক। লেখকের টুইটের প্রসঙ্গ তুলতেই রানা বলেছেন, ‘‘আমরা কৃতজ্ঞ ওঁর কাছে। অমিতাভদা "বনবিবি"কে সমর্থন জানিয়েছেন। ওঁর লেখা বইটি আমাদের অনুপ্রাণিত করেছিল। খুব ইচ্ছে, ওঁকে ছবিটি দেখানোর। যেদিন বলবেন সেদিন আমরা ওঁকে ‘বনবিবি’ দেখাব।’’ প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি ছবিটি সুন্দরবনে প্রথম মুক্তি পাচ্ছে। প্রযোজকের মতে, এই প্রথম কোনও ছায়াছবির পটভূমিকায় যে অঞ্চল সেখানে গিয়ে দেখানো হবে। ছবির টিম এবং দিশা সুন্দরবন বিজয়নগরের উদ্যোগে, বিজয়নগর আদর্শ বিদ্যামন্দির ছাত্রীনিবাসে ‘বনবিবি’ দেখানো হবে। এছাড়াও, নারীদিবসের প্রাক্কালে সম্মানিত করা হবে সেখানকার কিছু মহিলাদের।
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!