মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Ranojoy Bishnu: রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনচেতনার গল্পে বড়পর্দায় সাহসী দৃশ্যে রণজয় বিষ্ণু

শ্যামশ্রী সাহা | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৫ : ৪৫Angana Ghosh


রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে ছবির কাজ শুরু করলেন পরিচালক পলাশ দে। গল্পে কবিগুরুর জীবনচেতনা চারটি চরিত্রের মাধ্যমে নতুন আঙ্গিকে তুলে ধরবেন পরিচালক।ছবির নাম ‘ওস্তাদ- আ জার্নি উইথ রবি ইন্দ্র নাথ ঠাকুর’ ছবির মূল ভাবনা, চিত্রনাট্যেও রয়েছেন পলাশ নিজেই। প্রযোজনায় অঞ্জন বসু ও অরোরা ফিল্ম কর্পোরেশন। ‘ওস্তাদ’- কবিগুরুর বিভিন্ন বয়সের গল্প। মুখ্য চরিত্রে রয়েছেন গম্ভীরা ভট্টাচার্য্য, রণজয় বিষ্ণু, শঙ্কর দেবনাথ ও দেবেশ রায় চৌধুরী। ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন স্নেহা বিশ্বাস, অমৃতা মুখোপাধ্যায়, শুভজিৎ বক্সী, চিত্রাঙ্গদা সমাদ্দার প্রমুখ।
‘অসুখওয়ালা’ ও ‘তরঙ্গ’র পর পলাশের তৃতীয় ছবি ‘ওস্তাদ- আ জার্নি উইথ রবি ইন্দ্র নাথ ঠাকুর’। ছবির বিষয়ে পরিচালক বলেন, ‘’ওস্তাদ আমার প্রথম উপন্যাস। যখন উপন্যাস আকারে এই কাহিনি বিন্যাস করি তখন থেকেই আমার মনে হতো রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটির মধ্যে একই সত্ত্বায় যেন বহু মানুষের অবস্থান। যখন ছবি হিসেবে এই কাহিনিকে নিয়ে ভাবনা শুরু তখন থেকেই ভেবেছিলাম, বর্তমানের আঙ্গিকে চার জন অভিনেতাকে নিয়ে রবীন্দ্রনাথ কে দর্শকের সামনে পরিবেশন করব। অরোরা ফিল্ম কর্পোরেশন ও অঞ্জন বসুকে ধন্যবাদ যে আমার এই ভাবনার উপর তিনি বিশ্বাস রেখেছেন। রবীন্দ্রনাথ বিবিধ ব্যাক্তিত্বের মানুষ।কখনও তিনি প্রকৃতির পূজারী, কখনো প্রাণের তপস্যায় মগ্ন, কখনও আবার তিনি শিল্পী, সমাজ ও শিক্ষার আঙিনায় সকলকে আনার জন্য বিপুল উৎসাহী, তাঁর মনে কত স্বপ্ন, তাঁর জীবন ও চেতনা কী পরিমাণ বর্ণময়, অথচ তাঁর কাহিনি নিয়ে সেলুলয়েডে বার বার কথা হলেও, তাঁর জীবন নিয়ে বাংলা ভাষায় কাজ একটু কম। সেই ক্ষেত্র থেকেই এই ছবি করতে আসা। আশা করি দর্শকদের প্রত্যাশার যোগ্য সম্মান দিতে পারবো এই ছবির মধ্যে দিয়ে।‘’
প্রযোজক অঞ্জন বসুর কথায়, ‘’ অরোরা ফিল্ম কর্পোরেশন প্রথম থেকেই উদ্ভাবনী ভাবনার পৃষ্ঠপোষক। পলাশের এই কাহিনি বর্তমানে বাংলা ছবির জন্য খুব যুগোপযোগী মনে হয়েছে । তবে বিভিন্ন দেশীয় ও বিদেশী চলচ্চিত্র উৎসবে এই ছবির অভিযানের পর বড় পর্দায় এই ছবি মুক্তি পাবে। আশা করি এই ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাজীবনের প্রতি একটা সুযোগ্য সম্মান হিসেবে দর্শক সমালোচক মহলে স্থান করে নিতে পারবে।‘’
ছবির কাহিনির কেন্দ্রে রবি, ইন্দ্র , নাথ ও ঠাকুর নামের চারটি চরিত্র। রবির জীবনের লক্ষ্য এক বিশ্বপাঠশালা গড়ে তোলা। দেশ বিদেশের মানুষ এবং বিভিন্ন ফান্ড থেকে রবি টাকা জোগাড় করতে থাকে সারাদিনরাত। লোকাল নেতা এবং পুলিশের গুলিতে এক ছাত্রীর মৃত্যু পরেও প্রচুর ঘাত প্রতিঘাত পেরিয়ে একসময় রবি সেই অনুন্নত গ্রামে বিশ্বপাঠশালা গড়ে তোলে। নাথ সেলসম্যান। পোকামাকড় না মেরেও কীভাবে সমাধান করা যায় সেটাই প্রচার করে । রোজগারের প্রায় সমস্ত টাকায় নাথ বাচ্চা নষ্ট করার ওষুধ কেনে আর ধ্বংস করে সেইসব ওষুধ। ঠাকুর শিল্পী। পৃথিবী বিখ্যাত ছবি আঁকিয়ে। শেষ বয়সে এসে সিদ্ধান্তে পৌঁছোয় যে শিল্প বদলাতে পারেনি মানুষের হিংসা। এঁরা চারজনই বিভিন্ন ভাবে, কাজে রবীন্দ্রনাথ ঠাকুরের চার অংশ। চারজনের সঙ্গে কোনও না কোনোভাবে একসূত্রে এই গল্পে বেঁধে আছে মৃণালিনী, কাদম্বরী, বিশু, নন্দিনী এবং ভানুসিংহ নামের চরিত্র। এই চার চরিত্রের মধ্যে দিয়েই কাহিনির প্রবাহে একের পর এক আসতে থাকে বর্তমানের আঙ্গিকে নানান মোচড়। কী হয় শেষ পর্যন্ত? সেই গল্পই শোনাতে চলেছে এই ছবি।
পলাশের ছবিতে ইন্দ্রর ভূমিকায় রণজয় বিষ্ণু প্রকৃতি প্রেমিক। গাছ, নদীর সঙ্গে অদ্ভুত বন্ধন তাঁর। একেবারে অন্যধরনের চরিত্রে কাজ করতে পেরে খুশি ছোটপর্দায় অনুজ। আজকাল ডট ইন-এর প্রশ্নে অভিনেতা বলেন, ‘’২০২৪-এর ছবি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় নয়, ধরা পড়েছে তাঁর জীবনচেতনা। ইন্দ্র প্রকৃতিপ্রেমিক। গান, কবিতা, নাটক লেখে। গাছ, নদী, পাখির সঙ্গে কথা বলে। প্রকৃতি বাঁচাতে আন্দোলন করে। রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম ধারা পড়েছে আমার চরিত্রে। এখানে একটা দৃশ্য আছে যেখানে ইন্দ্র জাগতিক সব কিছু ছেড়ে চলে যাচ্ছে।দৃশ্যে পিছনদিক থেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় আমাকে শুট করতে হয়েছে।‘’
ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন অমর দত্ত, ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। সম্পাদনা করেছেন পরিচালক পলাশ দে এবং অমর দত্ত।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

শাহরুখ-সলমন-আমির তাঁর 'ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর'! কেন এত বড় কথা বললেন 'তুম্বাড়'-এর‌ নায়ক?...

‘শয্যাসঙ্গী হতে চাই’ বললেন মহিলা, শুনে অভিভূত আমির! তারপর কী করলেন ‘মিঃ পারফেকশনিস্ট’? ...

আলাপ থেকে বন্ধুত্ব হয়েই জমাট প্রেম! অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনার মাঝেই ফিরে দেখা যাক সেইসব ঘটনা ...

Breaking: বাংলা ভুলে ওড়িয়া ভাষায় কথা বলছেন জয়িতা! নতুন রূপে ধরা দেবেন কোন ধারাবাহিকে?...

মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার কবলে মধুমিতা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?...

অব্যর্থ নিশানায় বাজিমাত করতে আসছে 'রাঙামতি'! শেষ হচ্ছে‌ কোন ধারাবাহিক?...

৩৫ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে অভিনয় জগতে , তারপর? মায়ানগরীর সফর নিয়ে আর কী বললেন বিক্রান্ত ম্যাসি?...

২৭৫ কোটি টাকা পারিশ্রমিক! শাহরুখ-সলমন নন, এইমুহুর্তে দেশের সবথেকে 'দামী' তারকা কে জানেন?...

বিচ্ছেদের যন্ত্রণা ভুলবেন কীভাবে? কোন ধরনের পুরুষদের থেকে দূরে থাকবেন? টিপস্ দিলেন অনন্যা পাণ্ডে...

'ইব্রাহিমের উচিত আমিরের কথা শোনা', কোন বিষয়ে নিজের থেকেও বেশি আমির খানের উপর ভরসা সইফের?...

‘ভুলভুলাইয়া ৩’র পর ফের একসঙ্গে কার্তিক-তৃপ্তি! কোন বাঙালি পরিচালকের ছবিতে জুটি বাঁধছেন? ...

তিন মাস গড়াতেই ঝাঁপ বন্ধ দেবচন্দ্রিমার হিন্দি ধারাবাহিকের, এবার কী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? ...

Exclusive: 'আমার জীবনের গল্প বলছে এই গান', এ আর রহমানের প্রশংসায় উচ্ছ্বসিত 'বহুরূপী'র সঙ্গীত পরিচাল...

বাবা হতে গেলে করতেই হবে এই কাজ! অক্ষয়ের উপর কোন কঠিন শর্ত চাপিয়েছিলেন টুইঙ্কেল?...

মেয়েকে বড় করতে কোন কঠোর নিয়ম মানবেন দীপিকা?ঐশ্বর্য, অনুষ্কার পথ অনুসরণ করে কী সিদ্ধান্ত নিলেন?...



সোশ্যাল মিডিয়া



02 24