বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১০ : ২৬
ক্যালেন্ডার আর পঞ্জিকা মতে রাজ চক্রবর্তীর জন্মদিন দু’দিন!
ইংরেজি তারিখ অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে তাঁর জন্ম। পঞ্জিকা মতে, শিবরাত্রির দিন তিনি জন্মেছিলেন। তাই তাঁর মা তাঁকে ‘শিবু’ বলে ডাকেন। বুধবার ইংরেজি মতে জন্মদিন। সকাল থেকে বিধায়ক-প্রযোজক-পরিচালক তাই ভালবাসা, অভিনন্দনে ভাসছেন। অভিনন্দন জানাতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল। ‘বার্থ ডে বয়’-এর পরিকল্পনা কী? প্রশ্ন রাখতেই লজ্জা পাওয়া গলায় বললেন, ‘‘সবাই যখন ভালবাসা, শুভেচ্ছা জানান খুবই ভাল লাগে। সবার উদযাপনে দিনটা বিশেষ হয়ে ওঠে। কিন্তু নিজের জন্য নিজের পরিকল্পনা? এখন তো আর ছোট নই! বড় হয়ে গিয়েছি তো। কেমন যেন লজ্জা লজ্জা লাগে।’’
জন্মদিনেও রাজের ঝুলিতে একমুঠো কাজ। ভাষা দিবসের বিশেষ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এছাড়া, বৈঠকেও বসবেন। ব্যারাকপুর, টিটাগড়— তাঁর নির্বাচনী কেন্দ্রে যাবেন। সেখানে হয়তো কেক কাটা হবে। বাকি সময় বাড়িতে, পরিবারের সঙ্গে। রাজ যখন কথা বলছিলেন তখন নেপথ্যে প্রেসার কুকারের শব্দ! নিশ্চয়ই ভালমন্দ রান্না হচ্ছে? আজ কি বিধায়কের মা নিজের হাতে ছেলের জন্য রান্না করবেন? জবাবে তাঁর বক্তব্য, ‘‘বিশেষ কিচ্ছু না। রোজ যেমন খাওয়াদাওয়া হয় তেমনই আজও হবে। আমার নিজের জন্য ঘটাপেটা করতে একটুও ভাল লাগে না। পরের জন্য কিছু করতে পারলে মন ভাল হয়ে যায়।’’ একটু থেমে জুড়লেন, জন্মদিন উদযাপন মানেই বয়স বেড়ে যাচ্ছে, এই কথা মনে পড়ে যাওয়া। তাতে মনটা খারাপই হয়ে যায়। তাই জন্মদিনের উদযাপন থেকে দূরে থাকতেই চেষ্টা করেন।
রাজ না চাইলেও শুনছে কে? ইতিমধ্যেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁকে ‘সারপ্রাইজ গিফট’ দিয়ে দিয়েছেন। কী সেটা? রাজের আগামী ছবি ‘বাবলি’-র সেটে নায়িকা স্ত্রী পরিচালক স্বামীকে না জানিয়েই জন্মদিন উদযাপনের আয়োজন করেছিলেন। এই ছবি দিয়ে ১০ বছর পরে আবারও জুটি আবীর চট্টোপাধ্যায়-শুভশ্রী। তিনি রাজকে আদরে ভরিয়ে দিয়েছেন। ছবির অন্যতম কুশীলব কৌশিক সেন, সৌরসেনী মৈত্র, পদ্মনাভ দাশগুপ্ত হয়ে বাকি কলাকুশলীরা শুভকামনা জানিয়েছেন। শুটের ফাঁকে হাজির রকমারি কেক। রাজের চোখেমুখে তখনও লজ্জার ছাপ স্পষ্ট। কেক কেটে সবার আগে মুখমিষ্টি করেছেন তাঁর ‘পরিণীতা’র। সবচেয়ে বড় পাওয়া ইউভানের কচি গলার আদুরে ডাক, ‘‘বাবা! তোমায় খুব ভালবাসি। শুভ জন্মদিন।’’
ভাষা দিবসে জন্মদিন। মাতৃভাষার বিবর্তন নিয়ে কী বক্তব্য রাজের?
পরিচালকের কথায়, ‘‘আমি গর্ব করে বাঙালি। সবাই যখন বাংলাকে মিষ্টি ভাষা বলে, গর্বে বুক ফুলে ওঠে। তা বলে অন্য ভাষাকে কম শ্রদ্ধা করি তা নয়। অন্য ভাষায় কথাও বলি। তবে বাংলা বলে যতটা আরাম পাই সেটা অন্য কোনও ভাষা দিতে পারে না। আমার মতে, প্রত্যেক বাঙালিকে নিজের মাতৃভাষার প্রতি আরও শ্রদ্ধাশীল হতে হবে। বাংলায় আরও ভাল গান, ভাল ছবি বানাতে হবে। তবেই না বলতে পারব, ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা।’’
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কেরিয়ারে চরম দুরবস্থাতেও 'ওম শান্তি ওম'-এ শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন বিবেক! কিন্তু কেন? ...
আজ পর্যন্ত কোনওদিন এটিএম মেশিন থেকে কেন টাকা তোলেননি? অজানা কথা ফাঁস করলেন অমিতাভ ...
অস্কার দৌড়ে অন্তিম পর্যায়ে সামিল প্রিয়াঙ্কা সরকারের ছবি 'দ্য জেব্রাজ'...
খাবারের পদ থেকে অমিতাভের ছবি! 'বেবি জন'-এর সঙ্গে কী কী তুলনা করলেন বরুণ?...
Exclusive : 'খাদান'-এর সাফল্যের মাঝেই জন্মদিন দেবের, 'বার্থডে বয়'কে শুভেচ্ছা জানিয়ে কী বললেন ইধিকা...
প্রেম ভাঙার পর কী করা উচিত এবং কোনটা করা ঠিক নয়? ব্যক্তিগত অভিজ্ঞতার ঝাঁপি উপুড় করে পরামর্শ বিবেকের ...
মাঝরাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শান-এর আবাসনে! কেমন আছেন গায়ক?...
বড়পর্দায় উঠে আসবে যুবরাজ সিং-এর ছয় ছক্কার গল্প, ব্যাট হাতে সিলভার স্ক্রিনে দেখা যাবে কোন বলি তারকাকে?...
শুরু হল ‘বর্ডার ২’-এর শুটিং, ছবি প্রকাশ্যে আসতেই হইচই শুরু সমাজমাধ্যমে ...
সহ-অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক! আচমকাই নায়িকাদের অস্বস্তিতে ফেলেন বরুণ? ভয়ঙ্কর অভিযোগের কী সাফাই দিলেন 'বেবি ...
‘বহুদিনের সম্পর্ক, কলকাতায় এলে রায়বাড়ি অবশ্যই আসতেন…’ শ্যাম বেনেগালের প্রয়াণে শোকস্তব্ধ সন্দীপ রায় আর কী বললেন?...
'কোনওদিন অভিনয় ছাড়বে না', জিতু কমলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শ্যাম বেনেগাল, পরিচালকের সঙ্গে আলাপের মুহূ...
'প্রশংসা করে বলেছিলেন আমি সাধারণ গায়ক নই, দার্শনিক'-শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় নচিকেতা...
'৯০ ছোঁয়া বয়সেও শুটিং ছেড়ে কখনও যাননি,সতর্ক দৃষ্টি রাখতেন মনিটরে', শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় চঞ্চল ...
ভূস্বর্গে টোটা জমজমাট! কেমন হল সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেষ’ ফেলুদা-অভিযান?...