রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | দিল্লি বিশ্ববিদ্যালয় অধ্যাপককে বিদেশে বক্তৃতার জন্য আগে 'স্পিচ' জমা দিতে বলেছে প্রশাসন, বিতর্ক তুঙ্গে

SG | ১৯ এপ্রিল ২০২৫ ১৩ : ০৫Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ ঝা অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রে একটি একাডেমিক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার অনুমতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে তাঁর বক্তৃতা আগে জমা দিতে বলেছে। অধ্যাপক এই ঘটনাকে “অভূতপূর্ব” এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও একাডেমিক স্বাধীনতার পরিপন্থী বলে বর্ণনা করেছেন।

অধ্যাপক ঝা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত দ্য নিউ স্কুলের ইন্ডিয়া-চায়না ইনস্টিটিউটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে আমন্ত্রিত। সেমিনারের শিরোনাম: “The University Under a Global Authoritarian Turn”, যা ২৩ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 এক সাক্ষাৎকারে ঝা বলেন, "রেজিস্ট্রারের দফতর থেকে একটি মেইল পাই যেখানে বলা হয়েছে, আমার বক্তৃতার লেখা জমা দিতে হবে অনুমতির জন্য। আমার দৃষ্টিতে এটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা স্বেচ্ছায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন হারাচ্ছি। এমন কিছু আগে কখনো হয়নি।"

তিনি জানান, তিনি ৩৫ দিনেরও বেশি আগে বিশ্ববিদ্যালয়ের অনলাইন 'সমর্থ' পোর্টালের মাধ্যমে ছুটির আবেদন করেন। কিন্তু ২ এপ্রিল বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, “আপনার আবেদন মঞ্জুর করা যাচ্ছে না” এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মতামত নিতে হবে।

১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিংকে পাঠানো এক চিঠিতে অধ্যাপক ঝা লেখেন, "কী কারণে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের নীতি ত্যাগ করে সরকারের হস্তক্ষেপ আহ্বান করল, তা আমি বুঝতে পারছি না।"

রেজিস্ট্রারের অফিসকে দেওয়া এক লিখিত উত্তরে অধ্যাপক ঝা বলেন, "কোনো সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষকদের বিদেশে যাওয়ার জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক, এমন কোনো নিয়ম আপনারাও জানেন না। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় স্বতঃপ্রণোদিতভাবে আমার আবেদন মন্ত্রকে পাঠিয়েছে।"

তিনি আরও লেখেন, “আপনি বললেন আমার বক্তৃতা জমা দিলে ফাইল এগোতে সুবিধা হবে। তাহলে কি এখন থেকে বক্তব্য যাচাই করে অনুমতি দেওয়া হবে?”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে ডেমোক্রেটিক টিচার্স ফ্রন্ট (DTF) বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে একে "স্বেচ্ছাচারী" এবং "একাডেমিক স্বাধীনতার উপর আঘাত" বলে উল্লেখ করেছে। তারা বলেন, বক্তৃতা যাচাইয়ের দাবি একটি "নির্লজ্জ সেন্সরশিপ" এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।

অধ্যাপক ঝা সামাজিক মাধ্যমেও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

এই ঘটনা একাডেমিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শিক্ষক সমাজের একাংশ এটিকে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাড়তে থাকা নিয়ন্ত্রণ ও নজরদারির প্রতীক বলে মনে করছেন।


Delhi UniversityAcademic autonomyacademic freedom

নানান খবর

নানান খবর

হন্যে হয়ে খুঁজছেন স্বামী, এদিকে আত্মীয়রা দেখছেন নিখোঁজ স্ত্রী তাজমহলে প্রেমিকের হাত ধরে ঘুরছেন!

চরম নিষ্ঠুরতা, ষাঁড়কে ট্রাক্টরের সঙ্গে বেঁধে টানা-হেঁচড়া, ছটফটিয়ে মৃত্যু অবলার

ভয়ঙ্কর! অ্যাসিডে ঝলসে ক্ষতবিক্ষত স্ত্রী, সন্তানরা, স্বামীর কীর্তি ফাঁস হতেই হতবাক পুলিশ

স্বামীকে গাড়িতে পিষে মারতে চেয়েছিলেন! স্ত্রী ও প্রেমিকের কাণ্ডে চোখ কপালে সকলের

পাবজি আসক্তি জীবনে নিয়ে আসতে পারে বিপদ, জড়িয়ে পড়তে পারেন মাদক চক্রে

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

সোশ্যাল মিডিয়া