রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ অক্টোবর ২০২৩ ১৪ : ০৮Riya Patra
চন্দ্রনাথ ব্যানার্জী, বোলপুর: বিশ্বভারতীর উপাচার্যর পদের মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের মন পেতে ফের মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ বিদ্যুৎ চক্রবর্তীর৷ এর প্রতিবাদ জানাতে গিয়ে মন্ত্রী ও বিশ্বভারতীর প্রক্তনী চন্দ্রনাথ সিংহ উপাচার্যকে বললেন দু' কান কাটা। তাঁর বক্তব্য, 'উপাচার্যের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে এই নভেম্বরেই অর্থাৎ আর কিছুদিনের মধ্যে ।কোনওভাবেই তিনি এক্সটেনশনের সবুজ সংকেত এখনও পর্যন্ত পাননি। ফলকের নাম লিখে বা নানান চেষ্টা করেও । এখন সরাসরি মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করে মন পেতে চাইছেন কেন্দ্রীয় সরকারের। কিন্তু তিনি ভুলে গেছেন পদ পাওয়াটাই বড় কথা নয়। যেভাবে মানুষকে তিনি ক্ষেপিয়ে তুলছেন এর পরিণতি কি হবে সেটা আমরা ভেবে আতঙ্কিত হচ্ছি। উনি চাইছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে। উনি যেটা চাইছেন সেটা হল জনপ্রিয় মুখ্যমন্ত্রীর সম্পর্কে এইসব লিখে কিছু উত্তেজিত যুবকের দ্বারা লাঞ্ছিত হতে। কিন্তু আমরা সে ব্যাপারে সতর্ক। কেউই আমরা উপাচার্যকে কোনও ভাবে আক্রমণ করে তাঁকে সুযোগ দেব না। বিদ্যুৎ চক্রবর্তীর কী হবে সেটা আদালত ঠিক করবে। কারণ আদালতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা জমা হয়ে আছে।
উপাচার্য মুখ্যমন্ত্রীকে লিখেছেন আপনি 'কান দিয়ে দেখেন'। আপনার মন্ত্রী-স্তাবকরা জেল খাটছেন বলে কটাক্ষ করেছেন এই চিঠিতে। পাশাপাশি, ফলক সরিয়ে নেওয়া হবে তাও জানানো হয় মুখ্যমন্ত্রীকে। আন্দোলন চলাকালীন মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়ে বেলাগাম আক্রমণ করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। চিঠিতে ফের উপাসনা গৃহে সামনের রাস্তা চাওয়া হয়। পাশাপাশি লেখা হয়, 'আপনি এখনও কান দিয়ে দেখেন'। শুধু এটুকুই নয়, নজিরবিহীন আক্রমণ করে উপাচার্য লেখেন, 'আপনার দুই সিনিয়র মন্ত্রী জেলে আছেন। আপনার বিশ্বস্ত সহযোগীরা তিহাড়ে বন্দী। আপনার সরকারের উপাচার্য জেলে।' এছাড়াও বিস্ফোরক এই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, তৃণমূল সরকার কয়লা, গরু, রেশন, চোরাচালান কেলেঙ্কারিতে জর্জরিত। অর্থাৎ, ফলক বিতর্কের আন্দোলন চলাকালীন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এভাবেই বেলাগাম আক্রমণ করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। যা নিয়ে বিতর্ক তুঙ্গে৷
প্রসঙ্গত, এর আগেও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি ইস্যুতে পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ বিশ্বভারতীর উপাচার্যের।
অন্যদিকে, বিশ্ব ঐতিহ্যের ফলকে ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ, সেই নিয়ে তৃণমূলের আন্দোলন ৩ দিনে পা দিল। ধর্না মঞ্চ থেকেও উপাচার্যকে আক্রমণ করা হয়৷ 'বাঙালির হৃদয়ে রবী ন্দ্রনাথ যতদিন থাকবে ।ততদিন বাংলা বাঙালির কাছে বিজেপি গ্রহণযোগ্য হয়ে উঠবে না ।এই ধ্রুব সত্যটা বিজেপির নেতারা জেনে গেছেন ।আর সেই জন্যই রবীন্দ্রনাথকে ভুলিয়ে দিতে রবীন্দ্রনাথ কে মুছে ফেলতে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে একটি ঘৃণ্য কীটের দ্বারা।' বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীকে এই ঘৃণ্যকীটের সঙ্গে তুলনা করে আজ কার্যত ধর্না মঞ্চে তুলধনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি শান্তিনিকেতনে হেরিটেজের ফলকে রবীন্দ্রনাথের নাম বাদ দেওয়ার প্রতিবাদে আজ কবিগুরু মার্কেটের ধর্না মঞ্চে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন তিনি। পরিবহন মন্ত্রী এদিন সাফ জানন শান্তিনিকেতনকে কলুষিত করার জন্যই এই রকম আচরণ করা হয়েছে। শুধু তাই নয় এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্না চলবে বলেও তিনি জানান। যদিও আজ উপাচার্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন তারা ফলক খুলে নেবেন। কিন্তু এই ধর্না মঞ্চের দায়িত্বে থাকা রাজ্যের মন্ত্রী বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন ধর্না চলবে যতক্ষণ না খোলা হচ্ছে । স্বাভাবিকভাবেই দিনে দিনে রবীন্দ্রনাথের অপমানের প্রতিবাদের ধর্না মঞ্চে বাড়ছে লোক। আজ সকালে পরিবহন মন্ত্রী,বিকেলে এসেছিলেন বনদপ্তরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা।
ধর্না মঞ্চে হাজির ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিংহ সাংসদ অসিত মাল প্রমুখ
উল্লেখ্য ১৭ সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো। সেই সংক্রান্ত একটি শ্বেত পাথরের ফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং গুরুদেব। যা নিয়ে সরব হয়ে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
৪ দিন ধরে শান্তিনিকেতন রাস্তার ধারে কবিগুরু হস্তশিল্প মার্কেটে মঞ্চ তৈরি চলছে ধর্না। এদিন, রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ সাংসদ অসিত মাল, বিধায়ক বিকাশ রায়চৌধুরী প্রমুখ ধর্নায় উপস্থিত ছিলেন৷ মঞ্চ থেকে বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ করেন সকলেই। রবীন্দ্রনাথের নাম যুক্ত করতে হবে, অথবা ফলক বদল করতে হবে এই দাবিতে চলছে তৃণমূলের ধর্না-বিক্ষোভ।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
এলাকায় ঘুরছে বাঘিনী! সাধারন মানুষ-পর্যটকদের নিরাপত্তায় নামানো হল সিআরপিএফ...
কোথায় শীত! বড়দিনের আগে দক্ষিণবঙ্গে ফিরবে কি হাড়কাঁপানো ঠান্ডা? রইল আপডেট ...
মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...
রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...
ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...
স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...
কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...
হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...
মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...
স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...
সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...
পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...
বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...