শনিবার ১১ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৩ : ৩৩Riya Patra
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: করোনা অতিমারীর সম্মুখীন হয়েছে দেশ। আচমকা এই ভয়ঙ্কর অতিমারী বহু মানুষের প্রাণ কেড়েছে। ভবিষ্যতে এই ধরণের যে কোনও মহামারী বা অতিমারীর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার সুপারিশ করল আইন কমিশন। সুপারিশের পাশাপাশি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যে কোনও ধরণের মহামারী মোকাবিলায় কেন্দ্র, রাজ্য বা স্থানীয়. প্রশাসনের দায়, দায়িত্ব এবং অধিকার সম্পর্কে সুনির্দিষ্ট কোনও উল্লেখ নেই। এরফলে মহামারীর মোকাবিলায় কোনও সমন্বয়হীন থাকছে না। ১৮৯৭ সালের মহামারী আইনের উল্লেখ করে আইন কমিশন জানিয়েছে, মহামারী বা এই ধরণের যে কোনও ধরণের রোগের মোকাবিলা, নিয়ন্ত্রণ শতাব্দী প্রাচীন আইনের মাধ্যমে হতে পারে না।
আইন কমিশনের ২৮৬তম রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পুরনো বা বর্তমান মহামারী আইনে সংক্রামিত রোগ সহ আধুনিক বিষয়গুলি সম্পর্কে কোনও উল্লেখ নেই। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বায়ন এবং যোগাযোগ আরও বৃদ্ধি পাওয়ার ফলে সংক্রামিত রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং তা পরবর্তীকালে মহামারী বা অতিমারীর রূপ নিতে পারে। করোনার অতিমারীর পরেই দেশে মহামারী সম্পর্কিত আইন স্বতপ্রণোদিতভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় আইন কমিশন। ভবিষ্যতে যে কোনও মহামারীর মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণে আইনি ঘাটতি রয়েছে বলে উল্লেখ করা করে কমিশন। রিপোর্টে বলা হয়েছে, ঔপনিবেশিক আইন হওয়ায় এর অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ ইস্যুগুলিতে ঘাটতি থাকায় রিপোর্টে বর্তমান মহামারী আইন সংশোধন অথবা সবকিছু মিলিয়ে নতুন আইন তৈরির সুপারিশ করা হয়েছে। নতুন করে একটি মহামারী পরিকল্পনা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরির প্রস্তাব দিয়েছে আইন কমিশন, যারমাধ্যমে সংক্রামিত রোগের মোকাবিলা করা যায়। আরও বলা হয়েছে, সেখানে সরকারের বিভিন্ন স্তর অর্থাৎ রাজ্য, কেন্দ্র বা স্থানীয় প্রশাসনের করণীয়, দায়িত্ব ও অধিকার সম্পর্কে স্পষ্ট উল্লেখ থাকে। এরফলে মহামারী, অতিমারী বা স্বাস্থ্যক্ষেত্রের জরুরি পরিস্থিতির মোকাবিলা অত্যন্ত সমন্বয়ের মাধ্যমে করা সম্ভব হবে।
রাজ্যগুলির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে মহামারী মোকাবিলা পরিকল্পনা তৈরির সুপারিশ করেছে। এছাড়াও পরিকল্পনা তৈরির আগে সংশ্লিষ্ট মন্ত্রী, দপ্তর, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ থেকে শুরু করে সব মহলের পরামর্শ নিতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, এই পরিকল্পনা যাতে তৈরি, কার্যকর, এবং নির্দিষ্ট সময় অন্তর পুনর্বিবেচনা করা হয়। সেখানেই কোয়ারান্টিন,লকডাউন, আইসোলেশন সম্পর্কিত সমস্ত বিধির উল্লেখ রাখার সুপারিশ করা হয়েছে আইন কমিশনের রিপোর্টে। তবে সেক্ষেত্রে নাগরিকের মৌলিক অধিকার যেন লঙ্ঘন না হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। যে কোনও মহামারী বা অতিমারীর ক্ষেত্রে যাতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাতের আবহ তৈরি না হয়, তারজন্য আগে থেকে স্ট্যাডার্ড অপারেটিং প্রটোকল তৈরির সুপারিশ করেছে আইন কমিশন।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
গৌরী লঙ্কেশ হত্যাকান্ডে আরও একজনকে জামিন দিল আদালত, প্রশ্নের মুখে বিচারপ্রক্রিয়া...
'আমরাও বড়লোক', বিশ্বের দামী বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা দুই ইনফ্লুয়েন্সারের, সফল হলেন কি?...
ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু চলছে নাকি? মেলোডি মিম নিয়ে এবার সমাজমাধ্যমে মুখ খুললেন নরেন্দ্র মোদি...
এআই প্রযুক্তি কাজে লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত ভারত, সার্টিফিকেট দিলেন কোম্পানির সিইও ...
পুলিশের ছদ্মবেশে লুকিয়ে ছিল অপরাধী! ভুল ভাঙতে সময় লাগল ৩৫ বছর...
মানুষ এত নীচে নামতে পারে, টাকার মোহে স্ত্রীকে 'ধর্ষণে'র জন্য বন্ধুদের অনুমতি! সৌদিতে বসে সেই ভিডিও দেখতেন স্বা...
'হস্তক্ষেপের প্রয়োজন নেই', সমলিঙ্গে বিবাহের রায় পর্যালোচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট...
ভারতে প্রথম, চলতি মাসেই দেশের এই রাজ্যে কার্যকর হবে 'অভিন্ন দেওয়ানি বিধি' আইন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ...
একটি ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, ১৯ বছর পুরনো খুনের মামলার কিনারা করল পুলিশ...
ছত্তিশগড়ে নির্মীয়মাণ কারখানায় চিমনি ভেঙে বীভৎস দুর্ঘটনা, মৃত অন্তত ৪, ধ্বংসস্তুপে আটকে বহু প্রাণহানির আশঙ্কা...
ভাইঝির বিয়ে মেনে নিতে পারেননি, যে পথ বেছে নিলেন ব্যক্তি, প্রাণ যেতে পারত বহু মানুষের...
হাজার হাজার মানুষ ছিলেন টিকিট বিলির লাইনে, তিরুপতিতে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬...
দেশে আরও বাড়ল আক্রান্তের সংখ্যা! এইচএমপিভি নিয়ে কী বলছে হু?...
বিলাসবহুল ট্রেনের মধ্যেই রয়েছে জিম-স্পা, চড়লেই মুহূর্তে বদলে যাবে ভারতীয় রেল সম্পর্কে আপনার ধারণা...
রেগে আগুন! যুবককে শুঁড়ে তুলে শূন্যে ছুড়ল হাতি, আতঙ্কে হুড়োহুড়িতে পদপিষ্ট বহু...