সোমবার ১৭ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৩ : ১৬Riya Patra
আবু হায়াত বিশ্বাস,দিল্লি: কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান রুখতে মরিয়া বিজেপি সরকার। কৃষকদের পথ আটকানোর পাশাপাশি তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস আজও ছুড়ল পুলিশ। হরিয়ানা-পাঞ্জাবের শম্ভু সীমান্তে বুধবার ফের ড্রোন ব্যবহার করে কাঁদানে গ্যাস ছোড়া হয়। মঙ্গলবারও একইভাবে কাঁদানে গ্যাস ছোড়া হয়, আন্দোলনকারীদের সঙ্গে প্রবল ধস্তাধস্তি হয় পুলিশের। সংঘর্ষে কমপক্ষে ৬০ জন কৃষক আহত হয়েছেন। আহত এক কৃষকের সঙ্গে ফোনে কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কৃষকদের নায্য দাবির পাশে তিনি রয়েছেন বলে জানান রাহুল। এদিকে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পিছু হঠতে রাজি নয় আন্দোলনরত কৃষকরা। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় সিঙ্ঘু, শম্ভু ও গাজিপুর সীমানায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনি, র্যাফ। বসানো হয়েছে সিমেন্টের প্রাচীর, গার্ড রেল, কাঁটাতারের বেড়া। কৃষকদের দিল্লি অভিযান রুখতে বহুস্তরীয় ব্যারিকেড তৈরি করা হয়েছে প্রশাসনের তরফে। হরিয়ানায় ১৫ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে, কাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসছে কৃষক সংগঠনগুলি। কিষান মজদুর সঙ্ঘর্ষ কমিটির সাধারণ সম্পাদক সারবন সিং পান্ধের জানিয়েছেন,‘কাল বিকেল পাঁচটায় কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল এবং নিত্যানন্দ রাইয়ের সঙ্গে বৈঠক হবে। আমরা সমাধান চাই।’ উল্লেখ্য, এর আগেও চন্ডীগড়ে একাধিকবার বৈঠক হয়েছে কৃষকদের। কিন্তু সমাধান সূত্র বের হয়নি।
কৃষক সংগঠনের অভিযোগ, এমএসপি নিয়ে কেন্দ্রের মোদি সরকার নানা অছিলায় টালবাহানা করে চলেছে। গতকালই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঘোষণা করেছেন, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে কৃষকদের ফসলের জন্য এমএসপির আইনি নিশ্চয়তা দেবে। রাহুলের দাবি, কংগ্রেস ভোটের জন্য নয়, দেশের জন্য বড় সিদ্ধান্ত নেয়। যথারীতি রাহুলের ওই ঘোষণায় বিপাকে পড়েছে বিজেপি। শুরু হয়েছে কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক তরজা। বিজেপির বক্তব্য, স্বামীনাথন কমিশনের সুপারিশ ইউপিএ আমলে কংগ্রেস কেন রূপায়ণ করেনি, সেই উত্তর কংগ্রেসকে আগে দিতে হবে। কমিশনের সুপারিশ কেন প্রত্যাখান করেছিল কংগ্রেস? যদিও পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি দাবি করেছেন,‘মোদি সরকার বলছে স্বামীনাথন কমিশনের সুপারিশ কংগ্রেস কার্যকর করেনি। সত্যিটা হল স্বামীনাথন কমিশনের ২০১ টি সুপারিশ ছিল, যার মধ্যে ১৭৫ টি সুপারিশ কার্যকর করেছে। ২৬ টি সুপারিশ বাকি ছিল, যার মধ্যে এমএসপি সংক্রান্ত সুপারিশ কংগ্রেস সরকার গঠিত হলে কার্যকর হবে, গতকালই সে কথা ঘোষণা করেছেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে।’ বিজেপি নেতা তথা হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ দাবি করেছেন, এমএসপি সুপারিশ নিয়ে কেন কংগ্রেস সরকার কিছু করেনি। ২০০৪ থেকে টানা ১০ বছর তারা ক্ষমতায় ছিল, তারপরেও কেন পদক্ষেপ নেয়নি। কৃষকরা যাদের সঙ্গে দিল্লি গিয়ে কথা বলতে চাইছে, তারাই চন্ডীগড়ে কৃষকদের সঙ্গে কথা বলতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।’ ভিজ দাবি করছেন, আসলে এদের অন্য ‘উদ্দেশ্য’ রয়েছে। এদিকে, কৃষক নেতা সারবন সিং পান্ধের বুধবার জানিয়েছেন,‘কৃষকদের ওপর আক্রমণ চালাচ্ছে সরকার। কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, রাবার বুলেট ব্যবহার করা হচ্ছে। সরকারকে অবশ্যই আমাদের দাবি মানতে হবে নয়তো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ এবং আমরা অবশ্যই জয়লাভ করব।’ কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানের সমর্থন জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি একাধিক সংগঠন। প্রয়াত বিজ্ঞানী এম এস স্বামীনাথনের কন্যা মধুরা স্বামীনাথন বলেছেন, ‘খবর পাচ্ছি কৃষকদের দিল্লি আসা আটকে দিতে রাস্তায় ব্যরিকেড বসানো হয়েছে। অস্থায়ী জেল তৈরি করা হয়েছে রাস্তার ধারে।’ তাঁর প্রশ্ন, ‘কৃষকেরা অন্নদাতা, তাঁরা অপরাধী নন। তাঁদের আটকাতে কেন এমন পদক্ষেপ করা হবে।’
নানান খবর

নানান খবর

বেঙ্গালুরু মেট্রো নিয়োগ বিজ্ঞপ্তিকে ঘিরে প্রবল প্রতিবাদ, কন্নড়পন্থী সংগঠনগুলির বিক্ষোভ

জোমাটো ডেলিভারি কর্মীর খাবার খাওয়ার ঘটনা নিয়ে তুমুল আলোড়ন, সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

চেয়েছিলেন বিজ্ঞান পড়তে! কিন্তু পড়তে হল কলা নিয়ে! কারণ শুনলে চমকে উঠবেন আপনিও!

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পতন, কিন্তু ভারতে দাম অপরিবর্তিত

কৃতী ছাত্রী চেয়েছিলেন বিজ্ঞান পড়তে, কিন্তু বাধ্য হন কলা বিভাগে ভর্তি হতে, কারণ জানলে চোখে জল আসবে...

বিহারে পুলিশের উপর ধারাবাহিক হামলা, সাত পুলিশকর্মী আহত

এ কেমন নিয়ম শুরু হল বেঙ্গালুরুতে, রেগে লাল এক বাসিন্দা

এক ঝাঁক কুমিরকে বশ মানিয়ে চমকে দিলেন এক ব্যক্তি, নেটিজেনদের চোখ ছানাবড়া

বন্ধু ও নেতা হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কাছে কেন এতটা প্রিয়? অকপটে জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি

সোনা-রূপোয় উপচে পড়ছে কোন মাতার মন্দির, ভক্তের ঢলে তৈরি হচ্ছে নতুন রেকর্ড

ব্যাগের মধ্যে মহিলার খুলি, গয়নার বাক্স! দেখেই চোখ ছানাবড়া পুলিশের, কীভাবে ধরল খুনিকে?

সাক্ষাৎকার নেওয়ার সময় প্রেমালাপ শুরু করেন এইচআর, হাতে নাতে ধরে ফেললেন স্ত্রী

কর্ণাটক সরকারের মুসলিম কন্ট্রাক্টরদের জন্য ৪% টেন্ডার সংরক্ষণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

দুই সন্তানের হত্যাকারী বাবা! অন্ধ্রপ্রদেশে হাড়হিম করা ঘটনা

কর্তব্যরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা, হোলির দিন মর্মান্তিক পরিণতি পুলিশ আধিকারিকের