শনিবার ০৯ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | আসন সমঝোতা নিয়ে বৃহস্পতিবারই কি বহরমপুরে অধীর-সেলিমের বৈঠক?

Kaushik Roy | ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ৪৪Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটে রাজ্যে আসন বন্টনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকে হতে চলেছে কংগ্রেস ও সিপিএমের মধ্যে। বৃহস্পতিবার বহরমপুরে এই বৈঠক করতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যদিও শেষপর্যন্ত বৃহস্পতিবার এই বৈঠক হবে কিনা বা কোথায় হবে সেসম্পর্কে দু"তরফের কেউ কোন‌ও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। মঙ্গলবার বহরমপুরে বামেদের আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের ধোঁয়াতে অসুস্থ হয়ে মৃত্যু হয় আনারুল ইসলাম নামে ডোমকলের এক বাম সমর্থকের। মৃতের পরিবারকে সমবেদনা জানানোর জন্য সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ওই কর্মীর বৃহস্পতিবার বাড়িতে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে এই মুহূর্তে নিজের পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বহরমপুর শহরে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধের পর অধীর চৌধুরী এবং মহম্মদ সেলিমের একটি বৈঠক বহরমপুর টাউন ক্লাবে হতে পারে। বৈঠকে আসন রফার দিকটি চূড়ান্ত হওয়ার কথা। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী লোকসভা নির্বাচনে এই রাজ্যে "একলা চলার" কথা ঘোষণা করে দিয়েছেন। সেক্ষেত্রে এই রাজ্যে বাম এবং কংগ্রেস কতগুলো আসনে লড়াই করে সেদিকে এখন সকলের নজর।
সূত্রের খবর -গোটা রাজ্যের আসন বন্টন চূড়ান্ত করা সম্ভব না হলেও মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের মধ্যে কে কোন আসনে লড়বে তা চূড়ান্ত হয়ে যাবে আগামীকালকের বৈঠকে। বাম এবং কংগ্রেস সূত্রের খবর, প্রণব মুখার্জী জঙ্গিপুর লোকসভা আসন থেকে জেতার আগে ওই কেন্দ্রটি বামেদের দখলেই ছিল। তাই বামেদের সঙ্গে জোট হলে এবছর কংগ্রেসের তরফ থেকে ওই আসনটি ফের বামেদেরকেই ছেড়ে দেওয়া হতে পারে। তবে মুর্শিদাবাদ এবং বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন কংগ্রেস প্রার্থীরা। ২০০৪ এবং ২০০৯ লোকসভা নির্বাচনে ওই আসন থেকে জয়ী হন কংগ্রেসের মান্নান হোসেন। অন্যদিকে গত ৫ টি লোকসভা নির্বাচনে বহরমপুর আসন থেকে জয়ী হয়েছেন অধীর চৌধুরী।

যদিও সম্ভাব্য এই বৈঠক নিয়ে চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে বাম এবং কংগ্রেসের তরফ থেকে। কিন্তু শেষপর্যন্ত আদৌ কি বৈঠক হবে? যা নিয়ে সিপিএম এবং কংগ্রেস উভয়ের বক্তব্যে তৈরি হয়েছে সন্দেহ‌। সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন,"আগামীকাল মহম্মদ সেলিমের সাথে অধীর চৌধুরীর কোনও বৈঠকের খবর আমাদের কাছে এখনও পর্যন্ত নেই।"
জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন," গোটা বিষয়টি গুজব। পরিকল্পিত ভাবে কোনও একটি মহল থেকে কাল্পনিক এই বৈঠকের কথা রটিয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার অধীর চৌধুরীর বেশ কয়েকটি পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তার মধ্যে মহম্মদ সেলিমের সঙ্গে কোনও বৈঠক নেই।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় দেড় কোটি টাকা, আধিকারিককে তলব নাগপুর পুলিশের...

তৃণমূল কর্মী খুনের প্রায় একমাস পর উত্তপ্ত সালার, বাড়ি ভাঙচুর থেকে দেদার লুঠপাট ...

পিছু ছাড়ছে না বৃষ্টি, জগদ্ধাত্রী পুজোতেও ভিজবে বাংলা, আগাম পূর্বাভাস মৌসম ভবনের ...

ধর্ষণের চেষ্টা করতে গিয়েই উস্তির বিজেপি নেতা খুন, দাবি কুণাল ঘোষের ...

মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা, বেপরোয়া গতির বলি এক মহিলা ...

তুলছিলেন চা-পাতা, হঠাৎ পেছনে থেকে আক্রমণ চিতার, ভয়ংকার ঘটনা মালবাজারে...

দক্ষিণ ২৪ পরগনা জেলায় সূচনা হল 'বাংলা মোদের গর্ব' অনুষ্ঠান...

কার্তিক অমাবস্যায় একসঙ্গে ১০০ দেব-দেবীর পুজো করেন বাংলার এই গ্রামের বাসিন্দারা...

শুরু ভোটগ্রহণ, কড়া নিরাপত্তায় নেওয়া হল বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের ভোট...

পড়তে না-বসায় ছেলেকে শিকলে বেঁধে মার, থানায় গেলেন মা, শ্রীঘরে গেলেন বাবা...

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডাক্তারের রহস্যমৃত্যু, পাশে সুইসাইড নোট, ঘনাচ্ছে রহস্য...

ফাঁকা বাড়িতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার পড়শি প্রৌঢ়...

জেলা সভাপতি ও পুর চেয়ারম্যান পদে বদল আনতে চলেছে তৃণমূল, অপেক্ষা মমতার সবুজ সঙ্কেতের...

ফারাক্কায় নাবালিকা খুনের মামলা, নজিরবিহীন সিদ্ধান্ত নিল জঙ্গিপুর আদালত...

দূষণ রোধে বাড়ির চৌবাচ্চায় নদীর জল এনে সেখানেই ছট উৎসব পালন এই পরিবারের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 24