সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: MOUMITA BASAK | লেখক: SAMRAJNI KARMAKAR ০৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ৪৫Debkanta Jash
প্রত্যেক বছরই এপ্রিল থেকে জুন মাসে দুর্যোগ সহ বিভিন্ন বাধায় মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা থাকে। এই সমস্যার কথা মাথায় রেখেই "সমুদ্রসাথী" প্রকল্পের ভাবনা রাজ্য সরকারের। প্রকল্পে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় নথিভুক্ত মৎস্যজীবীদের প্রত্যেকে প্রতি বছর দু"মাস ৫ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্যের তরফে।