সোমবার ২৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: নিখোঁজ ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে আজমের থেকে উদ্ধার করল পুলিশ

Pallabi Ghosh | ০৭ ফেব্রুয়ারী ২০২৪ ১১ : ০৬Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: প্রস্তুতি হয়নি। পরীক্ষার ফল খারাপ হবে বুঝতে পেরে ঘর ছেড়েছিল দুই ছাত্রী। মঙ্গলবার আজমের শরিফ থেকে দু"জনকে উদ্ধার করে আনল রিষড়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছিল গত ২৯ জানুয়ারী রিষড়া পাঁচ নম্বর ওয়ার্ডের আর এন শা রোড এলাকায়। ওইদিন দুই মাধ্যমিক পরীক্ষার্থী পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরোয়। সহপাঠী বন্ধুদের ওই দুই ছাত্রী জানায় পড়তে যাবে না জেরক্স করাতে যাবে। তারপর খাবারের দোকানে যায়। তার পর থেকে আর তাদের খোঁজ পাওয়া যায় না। দুই ছাত্রীর মোবাইলও বন্ধ থাকে। ওইদিন রাত সাড়ে দশটা নাগাদ ছাত্রীরা বাড়িতে ফোন করে জানায় তারা বিপদে আছে তাদের বাঁচাতে। এরপরই ফোন বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ছাত্রীর পরিবার বিষয়টি রিষড়া থানায় জানায়। সময় নষ্ট না করে রিষড়া থানার উদ্যোগে ছাত্রীদের ছবি অন্যান্য থানায় পাঠানো হয়। জানানো হয় জিআরপিকেও। ছাত্রীদের মোবাইলের শেষ টাওয়ার লোকেশান দেখায় বর্ধমান। তাই বিষয়টি পূর্ব ও পশ্চিম বর্ধমান পুলিশের কন্ট্রোল রুমেও জানানো হয়।
চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি নিজে গুরুত্ব দিয়ে বিষয়টি খোঁজ নিতে শুরু করেন। ৩০ তারিখ অর্থাৎ তার পরের দিন জানা যায় রাজস্থানের আজমের শরিফে রয়েছে দুই ছাত্রী। আজমের শরিফের পুলিশের সঙ্গে যোগাযোগ করে চন্দননগর পুলিশ। দুই ছাত্রীকে উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়।
রিষড়া থানা থেকে একটি টিম রওনা হয় আজমের শরিফ। মঙ্গলবার তাদের ফিরিয়ে নিয়ে আসা হয় রিষড়ায়। এদিন দুই ছাত্রীকে উত্তরপাড়া হোমে পাঠানো হয়। ছাত্রীদের পরিবারে তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো না হওয়ায় তারা বাড়ি থেকে পালিয়ে ছিল। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, দুই ছাত্রী কোথায় যেতে পারে তার খোঁজ করতে গিয়ে তাদের মোবাইল ট্র্যাক করা হয়। পাশাপাশি দেখা যায় তাদের ইনস্টাগ্রাম, ফেসবুকের মত সামাজিক মাধ্যমগুলিকেও। দেখা যায় সেগুলি মাঝে মধ্যেই সক্রিয় হচ্ছিল। তার সূত্র ধরে আজমের শরিফে সন্ধান মেলে দুজনের। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। জানা গেছে মাধ্যমিকের প্রস্তুতি ভাল না হওয়ায় তারা চলে গিয়েছিল।
রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান বলেন, দুই ছাত্রী রিষড়ার একটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তিনি ভেবেছিলেন অপহরণ করা হয়েছে। পরে জানা যায়, পরীক্ষার প্রস্তুতি না হওয়ায় তারা পালিয়ে গিয়েছিল। তিনি ধন্যবাদ দিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারকে এবং রিষড়া থানার পুলিশকে। সিপি নিজে রিষড়া থানায় এসে তদারকি করেছেন, তাই দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'কাউকে কিছু বোলো না মা, ভালো থেকো', অভিনব কায়দায় ডাকাতি করে চম্পট দিল দুষ্কৃতীরা ...

দাউদাউ করে জ্বলছে আগুন, সিঙ্গুরের কারখানায় পুড়ে ছাই সব...

ব্যর্থতা মেনে নিতে হবে, ইগো ছেড়ে, ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে সামনে আনা উচিত : কল্যাণ...

রাজ্যে অপরাধের সঙ্গে আবারও পাওয়া গেল বিহার যোগ, তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও এক ...

টিউশন পরতে বেরিয়ে দুই বান্ধবীতে নিখোঁজ, মর্মান্তিক পরিণতি শুনে চমকে উঠবেন...

বাড়ি থেকে উধাও চার বছরের শিশু, খুঁজতে তৎপর পুলিশ, ওড়ানো হল ড্রোন...

মন্ত্রীর সঙ্গে সফল বৈঠক, কমতে চলেছে আলুর দাম জানিয়ে দিলেন ব্যবসায়ীরা...

দীক্ষা দেব বলে শিষ্যাকে নির্জন ঘরে নিয়ে গেল গুরু, তারপরই যা ঘটল...

রাতের অন্ধকারে গায়েব গৃহপালিত প্রাণী, বাঘ নাকি অন্য কিছু, আতঙ্কে ঘুম উড়েছে ডানকুনির বাসিন্দাদের...

চালু হওয়ার পরেও মিলছে না বর্ধিত মজুরি, হতাশায় বিক্ষোভ মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের...

'ছবি ছড়িয়ে দেওয়া হবে', প্রতিবাদ করায় জুটল মারধর, নাবালিকার পরিণতি শুনলে শিউরে উঠবেন...

কংশাল ছুৎমার্গ ছেড়ে নকশালদের সঙ্গে সিপিএমের জোট, মনে ধরল কি ভোটারদের? উত্তর মিলবে শনিবার...

সরকারি জমিতে লাইন দিয়ে তৈরি হয়েছে দোকানঘর, পঞ্চায়েত প্রধানকে শোকজ করলেন বিডিও...

অর্ডার দিয়েও দেখা নেই খাবারের, জানতে চাইলে দোকানদারের ঘুষিতেই মাথা ফাটল খরিদ্দারের...

হাত বাড়ালেন বিডিও, বিশেষভাবে সক্ষম মহিলাদের স্বনির্ভর করে তুলতে খুলে দেওয়া হল দোকান...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 24