বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: পরিবারের বাধা সত্ত্বেও মাধ্যমিকে বসল ফরাক্কার ছাত্রী

Pallabi Ghosh | ০৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৩ : ২৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ফারাক্কা থানার আইসি-র প্রচেষ্টায় শনিবার মাধ্যমিক পরীক্ষাতে বসতে পারলেন জেলার প্রত্যন্ত ইমামনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর- লাউয়ারহাট গ্রামের দশম শ্রেণির ছাত্রী তাহারিমা খাতুন।
আজ তাহারিমার ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরও ফরাক্কা থানার আইসি-র প্রচেষ্টায় নিজের সেন্টারে গিয়ে পরীক্ষা দিলেন তাহারিমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাহারিমার বাবা রফিকুল শেখ পেশায় রাজমিস্ত্রি এবং মা পপি বিবি, বিড়ি তৈরির কাজ করেন। এক ভাই ও তিন বোনের মধ্যে বড় মেয়ে তাহারিমার ছোটবেলা থেকেই পড়াশোনার শখ। শত প্রতিবন্ধকতার মধ্যেও ফরাক্কার ইমামনগর হাইস্কুল থেকে পড়াশোনা করছে তাহারিমা।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, "তাহারিমার পড়াশোনার শখ থাকলেও তার বাবা রফিকুল ইসলাম কখনই চাইত না মেয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হোক।"
তাহারিমার মা পপি বিবি বলেন,"শুক্রবার রাত থেকেই পারিবারিক অশান্তির জেরে রফিকুল আমাকে প্রচন্ড মারধর করছিল। আমার মেয়ে তাহারিমা তার প্রতিবাদ করলে রফিকুল তাকেও বেধড়ক মারধর করে।"
তিনি জানান, "আর্থিক সমস্যা থাকার জন্য রফিকুল চায় না তাহারিমা পড়াশোনা চালিয়ে যাক। আজ সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগেও তাহারিমাকে প্রচন্ড মারধর করে আমার স্বামী। এরপরে তাহারিমা অসুস্থ বোধ করতে শুরু করায় কয়েকজন আত্মীয় স্বজনের পরামর্শে আমি তাহারিমাকে নিয়ে সোজা ফরাক্কা থানায় হাজির হই।"
পুলিশ সূত্রে জানা গেছে, তাহারিমার বাড়ি থেকে ফরাক্কা থানা প্রায় ৮ কিলোমিটার দূরে। এই দীর্ঘ পথ পায়ে হেঁটে আসতে আসতে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যায়। তবে ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী গোটা ঘটনার কথা শুনে দ্রুততার সঙ্গে নিজের গাড়িতে তাহারিমাকে বসিয়ে তার পরীক্ষা কেন্দ্র অর্জুনপুর হাইস্কুলে হাজির হন। সেন্টার ইন চার্জ এবং বাকি আধিকারিকদের সাথে কথা বলেন আইসি নিজেই এবং ওই ছাত্রী যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন তার ব্যবস্থা করেন।
তাহারিমা-র পরীক্ষা শেষে ফরাক্কা থানার গাড়ি তাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে।
থানার ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন, তাহারিমা যাতে তার মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নির্বিঘ্নে দিতে পারে প্রশাসনের তরফ থেকে সেই ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি ওই পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে, রফিকুল যদি ফের পরিবারের সদস্যদের মারধর করে তাহলে তার বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফরাক্কা থানার পুলিশকে ধন্যবাদ দিয়ে পপি বলেন, "পুলিশের উদ্যোগে আজ আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে পারল। পুলিশ আধিকারিকরা যদি না থাকতেন তাহলে আমার মেয়ের এবছর মাধ্যমিক পরীক্ষাই আর দেওয়া হত না।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

খেলতে খেলতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচিল ভেঙে মৃত শিশু...

স্ত্রীকে খুশি করতে ‘ভালবাসা’ চুরি, মাঝরাস্তায় ভেঙে গেল প্লাস্টিকের ‘লাভ’, তারপর? ...

তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ, তীব্র চাঞ্চল্য নন্দীগ্রামে ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...

বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...

মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...

আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...

বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...

চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...

চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...

রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা?  ...

দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে  ...

পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...

কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...



সোশ্যাল মিডিয়া



02 24