শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০২ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ০৫Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী
হাবাস দায়িত্ব নেওয়ার পর আর কিছু হোক না হোক, সবুজ মেরুন ফুটবলারদের আত্মবিশ্বাস চুইয়ে চুইয়ে পড়ছে। ডার্বির আগে হুগো, সাহালদের শরীরীভাষায় যা স্পষ্ট। হাবাস থেকে শুভাশিস, ইস্টবেঙ্গলকে হুঁশিয়ারি দিতে কেউই পিছপা হয়নি। তিনটের মধ্যে জোড়া ডার্বিতে হার। অবশ্য সুপার কাপের বড় ম্যাচে মোহনবাগানের অর্ধেক দল ছিল না। তাই সেটা ধরতে চান না শুভাশিস বসু। তবে দুটো ডার্বিতেই গোল পেয়েছেন নন্দকুমার। বড় ম্যাচে গোল করা নিয়মে পরিণত করে ফেলছেন। শনিবার নন্দকে সামলানোর দায়িত্ব থাকবে বাগান অধিনায়কের কাঁধে। তুখোড় ফর্মে থাকা ইস্টবেঙ্গলের উইঙ্গারকে নিয়ে ঘাবড়াচ্ছেন না। বরং ডুরান্ড কাপের উদাহরণ টেনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। শুভাশিস বলেন, "আমি প্রতি ম্যাচেই নিজের ১০০ শতাংশ দিই। ডুরান্ড কাপের ডার্বিতে আমরা ১-০ তে জিতেছিলাম। সেদিন নন্দকুমার কী করেছিল, কোথায় ছিল আমার জানা নেই। কোচদের থেকেও সাধারণ মানুষ হয়তো বেশি নিখুঁত বিচার করে!"
ইস্টবেঙ্গল যে সুবিধাজনক জায়গায় রয়েছে সেটা মেনে নিলেন। তবে নিজেদেরও পিছিয়ে রাখলেন না। পূর্ণশক্তির বাগানের বিরুদ্ধে জেতা যে সহজ হবে না, আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেন। শুভাশিস বলেন, "কোচ যেমন বললেন, ডার্বিতে কেউ ফেভারিট নয়। আমাদের ড্রেসিংরুম এবার অনেক আত্মবিশ্বাসী। জাতীয় দলের প্লেয়াররা যোগ দিয়েছে। চোট সারিয়ে বাকিরা ফিরেছে। আশা করছি দ্বিতীয় রাউন্ডে দল আরও ভাল খেলবে। ডার্বিতে ভবিষ্যদ্বাণী করা যায় না। সদ্য সুপার কাপ জেতায় ওরা আত্মবিশ্বাসী থাকবে। দল ভাল খেলছে। কমপ্যাক্ট গেম খেলে ইস্টবেঙ্গল। রক্ষণ সংগঠিত করে কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল। তবে আইএসএল আলাদা টুর্নামেন্ট।"
হাবাসের আইএসএল জয়ী দলের সদস্যা ছিলেন শুভাশিস। স্প্যানিশ কোচের খেলার স্টাইল সম্বন্ধে ভালভাবে অবগত। তাই হাবাসের পাশে বসে সাংবাদিক সম্মেলন করার সময় মনোবল যেন ঠিকরে ঠিকরে বেরোচ্ছিল। দু"তিনজন ছাড়া দলের বাকিদের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এটাই বাগানের পজিটিভ পয়েন্ট। তবে শুধু ডার্বি জয়ই নয়, প্রথম পাঁচে থাকাও লক্ষ্য। হারের হ্যাটট্রিক ভুলে নতুন বছরে নতুন উদ্যমে শুরু করতে চান বাগানের নেতা। শুভাশিস বলেন, "আমাদের রক্তে আছে ঘুরে দাঁড়ানো। দ্বিতীয় রাউন্ডের শুরুতেই ডার্বি। এই ম্যাচটা জিতলে আমাদের মনোবল অনেক বেড়ে যাবে। আমাদের দলের দু"তিনজন বাদে বাকিদের ডার্বি খেলার অভিজ্ঞতা আছে। আমরা ঘুরে দাঁড়িয়ে প্রথম পাঁচে ঢুকে যাওয়ার ক্ষমতা রাখি।" শনিবার নব্বই মিনিটের শেষেও এই গলার জোর থাকবে তো?
নানান খবর
নানান খবর

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

অলিম্পিকে নামতে হবে ব্রিটেন নামেই! স্কটল্যান্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

নায়ারের অপসারণে নাকি গম্ভীরের ভূমিকা রয়েছে! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই