রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: ABHISHAKE SINGHA | লেখক: HEMRAJ ALI ২৯ জানুয়ারী ২০২৪ ০৮ : ৫১
বর্ধমান শহরের সূর্যনগর মালির মাঠে গত ১২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে রাজনন্দিনী ক্রিকেট কাপ। এবছর টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের উৎসাহ দিতে বর্ধমানে আসেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। ইরফানকে একবার দেখতে উন্মাদনা ছিল স্থানীয়দের মধ্যেও। মাঠে নেমে ব্যাটও করেন ইরফান।