মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জানুয়ারী ২০২৪ ০৯ : ০৩
নিন্দুকেরা বলেছিল, শুভ্রজিৎ মিত্রর আগামী ছবি ‘দেবী চৌধুরাণী’র শুট কোনও দিন হবে না। সবটাই প্রচারের আলো কাড়তে পরিচালক করছেন। আজকাল ডট ইনকে পরিচালক জানিয়েছিলেন, নতুন বছরে নতুন কাজ শুরু করবেন। কথা রেখেছেন শুভ্রজিৎ। নিন্দুকদের মুখে ঝামা ঘষে ২৭ জানুয়ারি থেকে শুট শুরু করলেন তিনি। খবর, এদিন উত্তর কলকাতার বনেদি বাড়িতে শুট চলছে। অংশ নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, কিঞ্জল নন্দ, দর্শনা বণিক ক্যামেরার মুখোমুখি। সকাল থেকে শুট শুরু।
শুটিং শুরুর খবর এদিন ভাগ করে নেন অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়-সহ ছবির সমস্ত তারকা। হাতে ক্ল্যাপস্টিক নিয়ে ছবি দিয়েছেন শুভ্রজিতও। সঙ্গে বার্তা, ‘যুদ্ধ শুরু হল’। আজকাল ডট ইন যোগাযোগ করার চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। প্রথম পর্বের শুট শেষ করে কথা বলেন তিনি. ""খুব ভাল লাগছে। আমরা সবাই দারুণ চার্জড। এদিন জমিদার হরিবল্লভ রায়ের অংশের শুটিং। ব্রজেশ্বরের সঙ্গে শ্রাবন্তীর বিয়ের অংশ ক্যামেরাবন্দি হবে""। ২৮ জানুয়ারি থেকে পুরুলিয়ায় শুট শুরু। কথা বলেছেন এই ছবির অন্যতম অভিনেত্রী বিবৃতিও। তিনি ব্যস্ত জিমে। শেষ মুহূর্তের প্রস্তুতি অনুযায়ী জোরদার ঘাম ঝরাচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘‘আনন্দ, উত্তেজনা দুটোই হচ্ছে। খুব খুশি। সঙ্গে প্রচণ্ড ভয়। আমার চরিত্র নিয়ে। তারকা অভিনেতাদের সঙ্গে পর্দাভাগ নিয়ে। এত বড় মাপের একটি ছবির অংশ হচ্ছি বলে।’’ ছবিতে অভিনেত্রী "নিশি"। তার জন্য অনেকটাই ওজন ঝরাতে হয়েছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীর সঙ্গে তাঁকেও অস্ত্রশিক্ষায় মহড়া নিতে দেখা গিয়েছে।
আরও জানা গিয়েছে, ২৯ জানুয়ারি থেকে শুট শুরু হবে ছবির মূল অংশের। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং তার পাদদেশে শুট হবে। শুট হবে গভীর জঙ্গলেও। সেই সময় শুটে অংশ নেবেন শ্রাবন্তী, অর্জুন, বিবৃতি। শ্রাবন্তীই শুভ্রজিতের ‘দেবী চৌধুরাণী’। কথা ছিল, গত ডিসেম্বরে শুট শুরু হবে। এক মাস পিছিয়ে যেতেই তুমুল চর্চা শুরু। নেতিবাচক চর্চা শুনতে শুনতে একসময় তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন পরিচালক। সেই প্রসঙ্গ তুলতেই ছবির অন্যতম অভিনেত্রীর দাবি, ‘‘যা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। পরিচালক ভাল বুঝেই শুট পিছিয়েছেন। তাঁর এই পদক্ষেপ আমার ক্ষেত্রে কিন্তু শাপে বর। একটা মাস নিজেকে তৈরি করার বাড়তি সময় পেলাম।’’
ছবিতে "ভবাণী পাঠক"-এর ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া, সব্যসাচী চক্রবর্তী (হরবল্লভ রায়), অর্জুন চক্রবর্তী (রঙ্গরাজ), দর্শনা বণিক (সাগর), কিঞ্জল নন্দ (ব্রজেশ্বর রায়) রয়েছেন। পরিচালনার পাশাপাশি "দেবী চৌধুরানী"-র গবেষণা, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন শুভ্রজিৎ মিত্রর। ছবিটি মুক্তি পাবে এডিটেড মোশন পিকচার্স ও এলওকে আর্টস কালেকটিভের ব্যানারে। উপস্থাপনায় অপর্ণা দাশগুপ্ত। সিনেমাটোগ্রাফির দায়িত্বে অনির্বাণ চট্টোপাধ্যায়। সঙ্গীতে বিক্রম ঘোষ। যেহেতু সাহিত্যের পাতা থেকে সমস্ত চরিত্র উঠে আসছে তাই রূপসজ্জার দায়িত্বে সোমনাথ কুণ্ডু। পোশাক পরিকল্পনায় পৌলমী গুপ্ত।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
Breaking: মালায়লি পরিচালকের ছবিতে পূষণ, সমাজের কোন লুকোনো সত্যি ফুটিয়ে তুলবেন গল্পে! থাকছে আরও চমক...
Exclusive: প্রাক্তনের সঙ্গে ছবিতে সুমনের গান জুড়লেন সৃজিত, শিল্পীর নাম ছাড়াই! দেখেশুনে কী বললেন ‘নাগরিক কবিয়াল’? ...
Breaking: খেয়ালির প্রেমে হাবুডুবু আরেফিন? কতটা জমবে টলিপাড়ায় নতুন জুটির রসায়ন!...
মিথিলার সঙ্গে দূরত্ব বাড়ার মাঝেই সৃজিত ফিরলেন পুরনো প্রেমে! ছবি পোস্ট করে কী লিখলেন পরিচালক?...
মান-অভিমানের পালা শেষ, শাহরুখের কায়দায় অঙ্কিতাকে রোমান্টিক গান শোনালেন সৌম্যজিৎ! জবাবে এ কী করলেন পর্দার 'জগদ্ধাত...
Exclusive: চন্দ্রর মৃত্যুর দায় কার? 'ফসিলস' প্রাক্তনের আলোচনা থেকে স্মৃতিচারণে সিধু, সুরজিৎ, সৌমিত্র, উপল...
রাহুল গান্ধীকে ‘গাধা’ বলে খোঁচা পরেশ রাওয়ালের? ‘বাবু ভাইয়া’র কাণ্ড দেখে শুরু হইচই...
রিতেশ দেশমুখকে বিয়ে করতে চেয়েছিলেন শাহরুখ! স্ত্রী থাকতেও কেন এহেন সিদ্ধান্ত নিয়েছিলেন 'বাদশা'?...
অভিনব কায়দায় মেয়ের নাম জানালেন মাসাবা, সেই নামের অর্থ জানেন কি? ...
‘ফসিলস’-এর প্রাক্তন চন্দ্রমৌলীর মৃত মুখ কেন দেখতে চান না? কারণ জানালেন রূপম...
জনপ্রিয় বাংলা ব্যান্ডের প্রাক্তন সদস্যের চরম পদক্ষেপ, বাড়ি থেকেই উদ্ধার ঝুলন্ত দেহ...
অজয় দেবগণকে প্রকাশ্যে কটাক্ষ, একই ব্যাপারে ভাগ্নে আমনের দিলখোলা প্রশংসা সলমনের! ব্যাপারটা কী?...
অমিতাভের একটি মন্তব্যে শেষ হয়েছিল মুকেশ খান্নার কেরিয়ার? বিস্ফোরক 'শক্তিমান'!...
পরিচালক অরুণ রায়ের শ্রাদ্ধানুষ্ঠান সারলেন দেব-রুক্মিণী, চোখে জল নিয়ে মন্ত্রোচ্চারণ কিঞ্জল নন্দর ...
২৫ বছর পর ফের একসঙ্গে অক্ষয়-তাবু! 'ভূত বাংলা'য় তিনি নায়িকা না 'অশরীরী'?...