রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জানুয়ারী ২০২৪ ০৯ : ০৩
নিন্দুকেরা বলেছিল, শুভ্রজিৎ মিত্রর আগামী ছবি ‘দেবী চৌধুরাণী’র শুট কোনও দিন হবে না। সবটাই প্রচারের আলো কাড়তে পরিচালক করছেন। আজকাল ডট ইনকে পরিচালক জানিয়েছিলেন, নতুন বছরে নতুন কাজ শুরু করবেন। কথা রেখেছেন শুভ্রজিৎ। নিন্দুকদের মুখে ঝামা ঘষে ২৭ জানুয়ারি থেকে শুট শুরু করলেন তিনি। খবর, এদিন উত্তর কলকাতার বনেদি বাড়িতে শুট চলছে। অংশ নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, কিঞ্জল নন্দ, দর্শনা বণিক ক্যামেরার মুখোমুখি। সকাল থেকে শুট শুরু।
শুটিং শুরুর খবর এদিন ভাগ করে নেন অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়-সহ ছবির সমস্ত তারকা। হাতে ক্ল্যাপস্টিক নিয়ে ছবি দিয়েছেন শুভ্রজিতও। সঙ্গে বার্তা, ‘যুদ্ধ শুরু হল’। আজকাল ডট ইন যোগাযোগ করার চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। প্রথম পর্বের শুট শেষ করে কথা বলেন তিনি. ""খুব ভাল লাগছে। আমরা সবাই দারুণ চার্জড। এদিন জমিদার হরিবল্লভ রায়ের অংশের শুটিং। ব্রজেশ্বরের সঙ্গে শ্রাবন্তীর বিয়ের অংশ ক্যামেরাবন্দি হবে""। ২৮ জানুয়ারি থেকে পুরুলিয়ায় শুট শুরু। কথা বলেছেন এই ছবির অন্যতম অভিনেত্রী বিবৃতিও। তিনি ব্যস্ত জিমে। শেষ মুহূর্তের প্রস্তুতি অনুযায়ী জোরদার ঘাম ঝরাচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘‘আনন্দ, উত্তেজনা দুটোই হচ্ছে। খুব খুশি। সঙ্গে প্রচণ্ড ভয়। আমার চরিত্র নিয়ে। তারকা অভিনেতাদের সঙ্গে পর্দাভাগ নিয়ে। এত বড় মাপের একটি ছবির অংশ হচ্ছি বলে।’’ ছবিতে অভিনেত্রী "নিশি"। তার জন্য অনেকটাই ওজন ঝরাতে হয়েছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীর সঙ্গে তাঁকেও অস্ত্রশিক্ষায় মহড়া নিতে দেখা গিয়েছে।
আরও জানা গিয়েছে, ২৯ জানুয়ারি থেকে শুট শুরু হবে ছবির মূল অংশের। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং তার পাদদেশে শুট হবে। শুট হবে গভীর জঙ্গলেও। সেই সময় শুটে অংশ নেবেন শ্রাবন্তী, অর্জুন, বিবৃতি। শ্রাবন্তীই শুভ্রজিতের ‘দেবী চৌধুরাণী’। কথা ছিল, গত ডিসেম্বরে শুট শুরু হবে। এক মাস পিছিয়ে যেতেই তুমুল চর্চা শুরু। নেতিবাচক চর্চা শুনতে শুনতে একসময় তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন পরিচালক। সেই প্রসঙ্গ তুলতেই ছবির অন্যতম অভিনেত্রীর দাবি, ‘‘যা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। পরিচালক ভাল বুঝেই শুট পিছিয়েছেন। তাঁর এই পদক্ষেপ আমার ক্ষেত্রে কিন্তু শাপে বর। একটা মাস নিজেকে তৈরি করার বাড়তি সময় পেলাম।’’
ছবিতে "ভবাণী পাঠক"-এর ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া, সব্যসাচী চক্রবর্তী (হরবল্লভ রায়), অর্জুন চক্রবর্তী (রঙ্গরাজ), দর্শনা বণিক (সাগর), কিঞ্জল নন্দ (ব্রজেশ্বর রায়) রয়েছেন। পরিচালনার পাশাপাশি "দেবী চৌধুরানী"-র গবেষণা, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন শুভ্রজিৎ মিত্রর। ছবিটি মুক্তি পাবে এডিটেড মোশন পিকচার্স ও এলওকে আর্টস কালেকটিভের ব্যানারে। উপস্থাপনায় অপর্ণা দাশগুপ্ত। সিনেমাটোগ্রাফির দায়িত্বে অনির্বাণ চট্টোপাধ্যায়। সঙ্গীতে বিক্রম ঘোষ। যেহেতু সাহিত্যের পাতা থেকে সমস্ত চরিত্র উঠে আসছে তাই রূপসজ্জার দায়িত্বে সোমনাথ কুণ্ডু। পোশাক পরিকল্পনায় পৌলমী গুপ্ত।
নানান খবর
নানান খবর

পার্শ্বচরিত্রে নয়, এবার ধারাবাহিকের নায়ক হয়ে ফিরছেন সপ্তর্ষি রায়, কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন?

Exclusive: টলিপাড়া থেকে বিদায় নিচ্ছেন সুব্রত সেন? আর বানাবেন না সিনেমা! কেন এমন সিদ্ধান্ত? আজকাল ডট ইন-কে কী জানালেন পরিচালক?

ঊষসীকে নিয়ে গোপন কথা ফাঁস সুস্মিতের! লজ্জায় মুখ ঢাকলেন নায়িকা, কী চলছে 'গৃহপ্রবেশ'-এর ফ্লোরের আড়ালে?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?