শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Television: ৫টি হিন্দি ধারাবাহিক রেটিং চার্টে প্রথম ৫! আমি শুধু নম্বর বুঝি, দাবি লীনা গঙ্গোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ জানুয়ারী ২০২৪ ১৩ : ৫৬


কেউ বলেন তিনি জ্যান্ত সরস্বতী। কারও দাবি, ম্যাজিক মোমেন্টস ম্যাজিক জানে! 

এমন কথার স্বপক্ষে যুক্তি যথেষ্ট। গত তিন বছর ধরে লড়াই করে হিন্দি বলয়ে জায়গা করার পরে লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি হিন্দি ধারাবাহিক জাতীয় স্তরের রেটিং চার্টে জ্বলজ্বল করছে। তাও আবার প্রথম পাঁচে। স্বাভাবিক ভাবেই গর্বে টেলিপাড়ার ছাতি ৫৬। টিম ম্যাজিক মোমেন্টসে উদযাপনের আবহ। খোদ প্রযোজনা সংস্থার কর্ণধার এবং কাহিনি-চিত্রনাট্যকার অবশ্য এই আনন্দ একা ভোগ করতে রাজি নন। তাঁর মতে, এই উদযাপন গোটা বাংলার। তিনি হিন্দি বলয়ে বাংলার প্রতিনিধিমাত্র। আজকাল ডট ইনকে লীনা গঙ্গোপাধ্যায় আলোচনা প্রসঙ্গে বলেছেন, ‘‘একটি ঘটনার পর থেকে আমি এখন সংখ্যায় বিশ্বাসী।’’

তিন বছর আগে বলিউড থেকে প্রথম ডাক। সেই সময় বাংলায় রমরমিয়ে চলছিল ‘শ্রীময়ী’। তারই হিন্দি সংস্করণের দায়িত্ব পেলেন লীনা-শৈবাল। শুরুটা এত সহজ ছিল না। প্রচুর অযাচিত পরামর্শ। ধারাবাহিকের গল্প বদলে দেওয়ার অনুরোধ। কাহিনি-চিত্রনাট্যকার নিজের বিশ্বাসে অটল ছিলেন। ফলাফল, ‘অনুপমা’ ইতিহাস তৈরি করেছে। তারপর একে একে "গুম হ্যায় কিসি কে প্যায়ার মে", "ইয়ে রিস্তা ক্যয়া কহলাতা হ্যায়", "ইমলি", "ঝনক"। লীনার কথায়, ‘‘রেটিং চার্টে গত কয়েক মাস ধরে এই ধারাবাহিকগুলোরই আধিপত্য। তবে পরপর প্রথম পাঁচ চলতি সপ্তাহে।’’

মঙ্গলবার সকালের মুভিটোন স্টুডিও। সুন্দর করে সাজানো সবুজ বাগান। তাঁর সাম্প্রতিক ধারাবাহিক "ঝনক"-এর দুই অভিনেতা ভরত কল, ঋষি কৌশিককে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি লীনা। মুম্বই থেকে ভার্চুয়ালে উপস্থিত শৈবাল, ধারাবাহিকের নায়িকা হিবা নবাব। কালো কাশ্মীরী ফিরানে ঝকঝকে কাহিনি-চিত্রনাট্যকার। যখন কথা বলছেন, অদ্ভুত এক খুশির আলো তাঁর চোখেমুখে খেলা করে যাচ্ছিল। হিবা দারুণ খুশি এক ঝাঁক বাঙালি অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে। লীনা-শৈবালের দৌলতে কাশ্মীরে গিয়ে শুটের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে চরিত্রে প্রচুর পরত। অভিনয় করে তাই মজা পাচ্ছেন। পাশাপাশি, শিখছেনও অনেক কিছু। খুশি ঋষি কৌশিকও। লীনার হাত ধরে ছোটপর্দায় তিনি নায়ক থেকে খলনায়ক। শুরুতে অনুরাগীরা একটু ক্ষুণ্ণ হয়েছিলেন। কিন্তু এখন তাঁরা এভাবেই দেখতে চাইছেন তাঁকে। সঙ্গে সঙ্গে লীনার রসিকতা, ‘‘স্বাভাবিক! সুপুরুষ খলনায়ক।’’ এও জানিয়েছেন, তাঁর প্রথম মনে হয়, ঋষিকে একটু অন্যভাবে উপস্থাপন করলে কেমন হয়? সেই ভাবনা থেকেই তিনি নায়ককে খলনায়ক বানিয়েছেন। কিন্তু অভিনেতার অভিনয়গুণে চরিত্রটি এতই জনপ্রিয় যে ধারাবাহিকে তিনি নিয়মিত থাকবেন। 



ধারাবাহিকে নায়িকার মামা ভরত কল। কাশ্মীরে শুট মানে কি তাঁর ‘ঘর ওয়াপসি’? আজকাল ডট ইনের প্রশ্ন শুনে অভিনেতার ঠোঁটে স্মিত হাসি। বললেন, ‘‘ঘর ওয়াপসি’ কিনা জানি না। কাশ্মীরের অনেক কিছু বদলে গিয়েছে। তবে ওখানে কোথাও যাওয়া বা খাবার পছন্দের সময় লীনাদি আমাকেই গাইড মনে করতেন! লীনাদির বাবা প্রথম কাশ্মীরী পদ খেয়েছিলেন আমার পছন্দের। খেয়ে দারুণ তৃপ্তি পেয়েছিলেন।’’ জন্মস্থান অনেক বদলে গেলেও শুটের ফাঁকে কিন্তু পুরনো পাড়া দেখতে যেতেন। নিজের ছেড়ে আসা বাড়ি, কলেজ, পুরনো পাড়া— সব। এই প্রসঙ্গে লীনার দাবি, অনেক কিছুই মনের গোপনে থেকে যায়। সঠিক পরিস্থিতি, পরিবেশ পেলে তা আবার ভেসে ওঠে মনে। ভরতেরও সেই অবস্থা।

কথা প্রসঙ্গে লীনা-শৈবাল উভয়েরই দাবি, এখনও হিন্দি বলয় একজোট। বাংলা সম্পূর্ণ আলাদা। সেখানে প্রত্যেক দিন তাঁদের লড়তে হয়েছে। লড়াই আজও জারি। তবে প্রথম ধারাবাহিক ইতিহাস তৈরির পর থেকে দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। বাঙালি প্রযোজক-কাহিনিকার-চিত্রনাট্যকারদের পায়ের তলার মাটি শক্ত হয়েছে। তাই ধারাবাহিক ‘ঝনক’ তিনি শুরুই করেছেন মনসাপুজো দিয়ে। যা দেখে মুগ্ধ বলিউড। লীনা জানিয়েছেন, শুধু ধারাবাহিকের গল্প নয়। খাবারের দৃশ্যও অনেক বুঝে শুটিং করতে হয়। প্লেটে আমিষ খাবার থাকলে শুট বন্ধ। কারণ, হিন্দি বলয়ের দর্শকেরা নিরামিষ ছাড়া আর কিছুই পছন্দ করেন না।

এত ভালর মধ্যেও ছোট্ট কালো, মাত্র এক মাসে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘বালিঝড়’ বন্ধ। সেই ঝড় কী করে সামলেছিলেন?

আজকাল ডট ইনের প্রশ্নের জবাবে অকপট সরস্বতীর বরকন্যা, ‘‘খুব ভেঙে পড়েছিলাম। ভেঙে পড়েছিল আমার টিম। ঠিক করেছিলাম আর ধারাবাহিকই করব না। সময় লেগেছিল স্বাভাবিক হতে। মাত্র এক মাসের সম্প্রচারে নিজেকে কী করে প্রমাণ করব? স্টার জলসা সেই সুযোগই দেয়নি। পরে অবশ্য চ্যানেল কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেন।’’ একটু থেমে যোগ- তারপর থেকেই তিনি শুধুই নম্বরে বিশ্বাসী। 
 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

Breaking: তথাগতর বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রৌনক! কী হবে এই সম্পর্কের পরিণতি?...

গোয়াতে গ্রেফতার জানি মাস্টার, তামান্নার 'আজ কি রাত'র নৃত্য পরিচালকের বিরুদ্ধে কী অভিযোগ?...

দিনদুপুরে সেলিম খানকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের! ঘোমটার আড়ালে 'স্ত্রী'-এর চরিত্রে ছিলেন কোন অভিনেত্রী...

সমাজমাধ্যমে এ কী 'নোংরা' ভুল করলেন অমিতাভ বচ্চন! জানতে পেরেই প্রায় হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা ...

জলের তলায় ডুব থেকে নৌকাভ্রমণ, কলকাতার কোলাহল থেকে দূরে ছেলের সঙ্গে অলস দুপুরে হইচই প্রিয়াঙ্কার...

হৃদয়ের ক্যালেন্ডারে 'শ্রাবণ' চিরস্থায়ী, তাই আশ্বিনে আসছে 'দেখেছি তোমাকে শ্রাবণে'...

'দুই শালিক'-এ নয়া অবতারে ফিরলেন সায়ন, বড় চমক নিয়ে হাজির 'যমুনা ঢাকি' খ্যাত চাঁদনি ...

আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন বলিউড তারকারা? বিস্ফোরক দাবি অনন্যা পাণ্ডের...

কোনও সন্তানের মা কেন হননি শাবানা আজমি? নেপথ্যের আসল কারণ প্রথমবার ফাঁস বর্ষীয়ান অভিনেত্রীর...

'সিংহম এগেইন' পিছোনোর কাতর অনুরোধ কার্তিকের, মন কি গললো অজয় দেবগণ-রোহিত শেঠির?...

বিচ্ছেদের বছর ঘুরতেই বড় ঘোষণা সোশ্যাল মিডিয়ায়! কোন ভালবাসায় বাঁধা পড়লেন পরীমণি?...

অভিনয় জীবনে ২৫ বছর পার করতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে করিনা! কী হতে চলেছে অভিনেত্রীর সঙ্গে?...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

বলিউডের প্রায় সব ছবি কেন ব্যর্থ হচ্ছে? চমকে ওঠার মতো কারণ খুঁজে বের করলেন সঞ্জয় গুপ্তা! ...



সোশ্যাল মিডিয়া



01 24