শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২১ জানুয়ারী ২০২৪ ০৬ : ৫৮Pallabi Ghosh
দেবব্রত ঠাকুর, অযোধ্যা: রবিবার থেকেই অবরুদ্ধ হচ্ছে অযোধ্যা। আজ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে বন্দি হয়ে পড়বেন অযোধ্যাবাসী। নবনির্মিত শহর চলে যাবে প্রধানমন্ত্রী ও তাঁর ভিভিআইপি অতিথিদের দখলে। ঘরবন্দি অযোধ্যাবাসীদের নিতান্তই বেরোতে হলে বাধ্যতামূলক ভাবে সঙ্গে রাখতে হবে আধার কার্ড। নিষিদ্ধ করা হয়েছে সব রকমের যান চলাচলও। আগত ভিভিআইপিদের জন্য বিশেষ কার স্টিকার বরাদ্দ করা হয়েছে। সাধারণ বহিরাগত রামভক্তদেরও আগামী দু"দিন হোটেল বা ধর্মশালার চৌহদ্দিতেই বন্দি থাকতে হবে। আর সাধারণ সাধুসন্তদের থাকতে হবে বিশাল বিশাল তাঁবুতে। বন্দি তাঁরাও। তাঁবুতেই অষ্টপ্রহর ধরে চলবে ভজন-কীর্তন-রামকথা। বসানো হয়েছে বিরাট এলইডি স্ক্রিন। রামমন্দিরের দ্বারোদঘাটন ও সওয়া চার ফুট উঁচু রাম-মূর্তির প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান তাঁদের ওই তাঁবুতে বসেই দেখতে হবে।
সাংবাদিকদের ওপরেও বিধিনিষেধের ঘেরাটোপ। ঘোরাফেরা করতে হলে প্রয়োজন মিডিয়া পাস। তাও সেই পাস নিয়েও যত্রতত্র যাওয়া যাবে না। হোটেল থেকে লতা মঙ্গেশকর চকের অদূরে রামকথা সংগ্রহশালার মিডিয়া সেন্টারের মধ্যেই তাঁদের ঘোরাফেরা সীমাবদ্ধ করা হয়েছে। এদিক-ওদিক উঁকিঝুঁকি মারার কাজ একেবারেই বন্ধ। রাজপথ থেকে অলিগলি, সর্বত্র মোতায়েন একে৪৭- কার্বাইন- ইনসাস রাইফেলে সুসজ্জিত সিআরপিএফ ও উত্তরপ্রদেশ পুলিশ। রয়েছে র্যাফ। আনা হয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড তথা ব্ল্যাক ক্যাট কমান্ডোর জওয়ানদেরও। এসেছে মাইন-প্রতিরোধী গাড়ি। যার ওপরে স্নাইপার রাইফেল হাতে রয়েছে অতন্দ্র প্রহরা। ইতিমধ্যে অযোধ্যা বিমানবন্দরের নাম বদল হয়েছে। ছিল মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। হয়েছে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর থেকে অযোধ্যা আসার সাত-আট কিলোমিটার পথের দু"পাশ সেজে উঠেছে মালায়, আলোয়। আর রয়েছেন মোদি ও যোগী। সঙ্গে অবশ্য রামলালা কিংবা রাজারাম। তবে মোদি বড়, ছোেট যোগী। বড় বড় হোর্ডিংয়ে শুধুই মোদি, শুধুই যোগী।
আজ অযোধ্যায় এসে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপির বিশেষ চার্টার্ড বিমানে আসবেন লালকৃষ্ণ আদবানি, মুরলীমনোহর যোশি। সেই বিমানেই আসছেন বর্তমান বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রের গুরুত্বপূর্ণ এক ঝাঁক মন্ত্রী। আজ ও আগামিকাল সকালে একে একে এসে পড়বেন বাকি সুপার-ভিভিআইপি অতিথিরাও। মুকেশ আম্বানি, গৌতম আদানি, অমিতাভ বচ্চন-সহ বলিউডের তারকারা। আসছেন শচীন তেন্ডুলকার-সহ ক্রীড়াজগতের নক্ষত্ররা। ফলে সাধারণের জন্য সব রাস্তাই থাকবে বন্ধ।
আজ থেকে অযোধ্যা অবরুদ্ধ হবে বলেই বোধহয় এদিন অযোধ্যার বাজারে ছিল স্থানীয় বাসিন্দাদের রসদ কেনার ভিড়। অন্য দিকে, হনুমানগড়ির মন্দিরে কাতারে কাতারে ভিড় করেন বহিরাগত ভক্তরা। অলিগলি, রাজপথের ধারে ধারে চলছে ভাণ্ডারা। গিয়ে দাঁড়ালেই পাত পেতে বসিয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। পুরি, সবজি, হালুয়া, লাড্ডু। আয়োজনে কোনও ত্রুটি নেই। তবে বন্দির খাওয়া। গেটের মুখে যে বন্দুকের নল!
নানান খবর
নানান খবর

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

পাঞ্জাবে হাওয়ালা ও মাদকচক্র ভেঙে দিল পুলিশ, ধৃত ৫, উদ্ধার প্রায় ৪৭ লাখ টাকা

বিয়ের দিনেই সব শেষ! রেললাইনে পাত্রের ছিন্নবিচ্ছিন্ন দেহ, বিয়েবাড়িতে কান্নার রোল

'দেশজুড়ে ধর্মীয় হিংসা উস্কে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট দায়ী', রায়-বিতর্কে ইন্ধন বিজেপি সাংসদ নিশিকান্তের

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

ওয়াকফ সংশোধনী আইনকে স্বাগত, মোদির সঙ্গে দেখা করে জানালেন দাউদি বোহরার প্রতিনিধিদল

২৫ বছর বাদ গ্রাহাম স্টেইনসের হত্যাকারীর মুক্তি, মালা পরিয়ে সংবর্ধনা, ওড়িশা সরকারের পদক্ষেপে বিতর্ক

ভিক্ষুকের হাতে মার খেলেন যুবক! কারণ জানলে অবাক হবেন আপনিও

কাশ্মীর নিয়ে 'উস্কানিমূলক' মন্তব্যে পাক সেনা-প্রধানের, পাল্টা কড়া জবাব নয়াদিল্লির

ছুটির দিনে মহিলা কর্মচারীকে দোকানে ডাকলেন ম্যানেজার, তারপর...