সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৮ জানুয়ারী ২০২৪ ০৮ : ১১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ২২ জানুয়ারি তৃণমূলের সংহতি মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট, তবে সঙ্গে বেঁধে দিল শর্ত। আদালত জানিয়েছে, কোনও ধর্মকে আঘাত করে কোনও রকম বক্তব্য রাখা যাবে না। বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। স্বাভাবিক ভাবেই আদালতের এই রায় রাজ্য বিজেপির কাছে ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। দেশে এই মুহূর্তে জোর চর্চা রামমন্দির নিয়ে। ২২ তারিখ রাম মন্দিরের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী। উপস্থিত থাকবেন প্রথম সারির নেতা-নেত্রী সহ বহু বিশিষ্ট জন। তবে ইতিমধ্যেই একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। অনেকেই বিশেষ দিনে ভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি মঙ্গলবার জানিয়েছেন, ২২ জানুয়ারি মিছিল করবে তাঁর দল। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিলে থাকবেন সব ধর্মের মানুষ। মিছিল শুরু হবে কালী মন্দিরে পুজো দিয়ে। মিছিল যাবে মন্দির, মসজিদ, গুর দোয়ারা। মিছিল শেষে সভা হবে পার্ক সার্কাসে। প্রতি জেলার ব্লকে ব্লকে হবে সংহতি মিছিল। এই ঘোষণার পরের দিনই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের দাবি, সংহতি যাত্রায় রাজ্যে নষ্ট হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি। সে কারণেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তবে বৃহস্পতিবার শুভেন্দুর দায়ের করা মামলার শুনানিতে আদালত জানিয়ে দিল, শর্ত মেনে সেদিন সংহতি মিছিল করতে পারবে বাংলার শাসক দল। অন্যদিকে ২২ জানুয়ারি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেই আর্জিও মানেনি আদালত। পরিবর্তে ২২ জানুয়ারি রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি, আইজি এবং স্বরাষ্ট্র সচিবকে।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা