রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: PRITI SAHA | লেখক: DEBKANTA JASH ১৭ জানুয়ারী ২০২৪ ০৯ : ১৫
কলকাতা পুরসভা ও পুলিশ-প্রশাসনকে জানিয়েও রাস্তা, ফুটপাত সহ হেরিটেজ হগ মার্কেটের আশপাশে হকার নিয়ন্ত্রণ করা যায়নি। প্রতিবাদে নিউমার্কেটে বুধবার বেলা ৩টে পর্যন্ত বনধ পালন ট্রেডার্স ফেডারেশনের। বনধের পাশাপাশি মিছিল কর্মসূচি ১০টি ব্যবসায়ী সংগঠনের।