মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: দুর্গাপুজোকে কেন্দ্র করে বিবাদ, পুলিশের সামনেই হামলা তৃণমূল নেতার বাড়িতে

Pallabi Ghosh | ২৫ অক্টোবর ২০২৩ ১২ : ০৯Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদের জেরে মঙ্গলবার গভীর রাতে হামলা চালানো হল দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তথা কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর গুরুপ্রসাদ মুখার্জির বাড়িতে। অভিযোগ কান্দি থানার পুলিশের সামনেই তৃণমূলের কিছু নেতা-কর্মী দলের ওই নেতার বাড়িতে হামলা চালান।
স্থানীয় সূত্রে জানা গেছে- এ বছর কান্দি পুরসভার দশ নম্বর ওয়ার্ডে একটি দুর্গা পুজো শুরু করেছেন গুরুপ্রসাদ মুখার্জির কিছু অনুগামী। গুরুপ্রসাদ বাবু ১০ নম্বর ওয়ার্ডে বিগত প্রায় ১০ বছর ধরে কাউন্সিলর ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই পুজোকে কেন্দ্র করে একটি গন্ডগোলের ঘটনা ঘটে এবং সেখানে ব্যাপক মারামারি হয়। ওই ঘটনাতে প্রায় আটজন আহত হয়ে বর্তমানে কান্দি হাসপাতালে ভর্তি রয়েছেন।
ওই ক্লাবের অন্যতম সদস্য নিখিল ঘোষ অভিযোগ করেন, 'পুরসভার দশ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নীলকান্ত কৈবর্তর সাথে আমাদের মতের মিল হয়নি। সে কারণে আমরা তাঁকে বাদ দিয়ে এই পুজো শুরু করেছি। মঙ্গলবার রাতে গুরুপদবাবু আমাদের পুজো মণ্ডপে আসেন। এর কিছুক্ষণের মধ্যেই ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকন্যা ঘোষের স্বামী সুপ্রিয় ঘোষ কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমাদের ক্লাবে হামলা চালান। পুজোর লাইট এবং সাউন্ড সিস্টেম ভেঙে দেন। বেশ কয়েকজনকে মারধরও করা হয়।'
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই দলের সাধারণ সম্পাদক তথা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুপ্রসাদবাবুর বাড়িতে হামলা হয়।
দুষ্কৃতীরা তাঁর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে ফুলের টব এবং যাবতীয় জিনিস ভাঙচুর করে। গুরুপ্রসাদবাবু অভিযোগ করেন, 'যারা আমার বাড়িতে হামলা চালিয়েছে তারা তৃণমূলেরই লোক। কিন্তু কেন আমার বাড়িতে এই হামলা তা আমি বুঝে উঠতে পারিনি। আমার বাড়ির কোলাপসিবিল গেটটি বন্ধ থাকাতে হামলাকারীরা ঘরের ভিতরে ঢুকতে পারেনি। আমার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থাকলেও পরিস্থিতি খারাপ হতে পারে আন্দাজ করে আমি তা ব্যবহার করিনি। তবে আমার বাড়িতে পুলিশের সামনেই হামলা হয়েছে। পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিক জানেন ওই ক্লাবে যখন ঝামেলা হয় সেখানে আমি ছিলাম না।'
কান্দির তৃণমূল বিধায়ক তথা দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, 'কেউ আইনের ঊর্ধে নয়। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে গোটা ঘটনার তদন্ত করছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...

ধূপগুড়িতে দেশী বাজনার প্রতিযোগিতা, তুলে ধরা হল রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি...

রবিবারেও ভাসছে বাংলা, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে...

মাকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর ছেলের মৃত্যু ...

বিজেপির বড়সড় ভাঙন মথুরাপুরে! শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে...

উর্বরতার উৎসবে সাতদিনের ব্রত, ডায়না-জলঢাকায় বিসর্জন করম পূজার...

ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, হাড়হিম ঘটনা বীরভূমে...

শুরু হল আজকাল প্রোপার্টি ফেয়ার, প্রথম দিনেই অপ্রত্যাশিত সাড়া...

আজ থেকে হাওড়া-তারকেশ্বর এবং আরামবাগ শাখায় বন্ধ থাকছে ৮টি লোকাল ট্রেন ...

জনসাধারণকে উৎসবে, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান তৃণমূল সাংসদ রচনার ...

জেলা লোকশিল্পী সম্মেলন হল হুগলিতে



সোশ্যাল মিডিয়া



10 23