বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | Ayodhya: ‌রামলালার প্রাণ প্রতিষ্ঠার বিরোধিতা নির্মোহী আখড়ার

Rajat Bose | ১৫ জানুয়ারী ২০২৪ ১৫ : ০২Rajat Bose


বীরেন ভট্টাচার্য,‌ দিল্লি:‌ অযোধ্যায় রাম মন্দিরের দ্বারোদঘাটন এবং রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে শঙ্করাচার্যদের পর এবার আপত্তি জানাল নির্মোহী আখড়া। এই নির্মোহী আখড়া অযোধ্যা মামলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ পক্ষ ছিল। সেই নির্মোহী আকড়ার বক্তব্য, ২২ জানুয়ারি যে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, সেখানে রামনন্দী প্রথা মেনে করা হচ্ছে না।

 নির্মোহী আখড়ার বক্তব্য, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাষ্ট রামলালার প্রাণ প্রতিষ্ঠায় গত ৫০০ বছরের প্রথা মানছে না। আখড়ার এক মোহান্তের কথায়, ‘‌রামলালার পুজো হওয়া উচিত রামানন্দী প্রথা মেনে। যদিও একটি মিশ্র প্রথা মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছে তীর্থ ক্ষেত্র ট্রাষ্ট, যা সঠিক নয়।’‌ তিনি আরও বলেছেন, ‘‌আমরা চেয়েছিলাম যাতে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও পুজো রামানন্দী প্রথা মেনে হয়। যদিও আমাদের সেই আবেদন অগ্রাহ্য করা হয়েছে।’‌ অন্যান্য প্রথা বা মতভেদের থেকে রামানন্দী সম্প্রদায়ের তিলক থেকে শুরু করে সমস্তই সম্পূর্ণ পৃথক বলে জানিয়েছেন নির্মোহী আখড়ার মোহান্ত। এর আগে নির্মোহী আখড়া সুপ্রিম কোর্টে দাবি করেছিল, তারা রাম মন্দিরে পুজো থেকে শুরু করে সমস্ত প্রথা পালন করতে চায়। যদিও সেই দায়িত্ব রাম রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাষ্টের ওপর ছেড়ে দেয় শীর্ষ আদালত। পাশাপাশি নির্মোহী আখড়াকে জানিয়ে দেয়, যদি তীর্থক্ষেত্র ট্রাষ্ট চায়, তাহলে তারা নির্মোহী আখড়াকে এই অনুমতি দিতে পারে।

 গত সপ্তাহে রাম মন্দিরে ২২ জানুয়ারির অনুষ্ঠানের বিরোধিতা করেন পুরীর গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী এবং বদ্রিকাশ্রম জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তাঁদের পাল্টা রাম মন্দির তীর্থ ক্ষেত্র ট্রাষ্ট জানিয়ে দেয়, রাম মন্দির শাক্ত, শৈব বা অন্যান্য সম্প্রদায়ের জন্য নয়। রাম মন্দির শুধু রামভক্তদের জন্য বলে দাবি করেন তীর্থক্ষেত্র ট্রাষ্টের সম্পাদক চম্পদ রাই। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে স্বামী অভিমুক্তেশ্বরানন্দও নির্মোহী আখড়ার পক্ষে সওয়াল করেছেন। তাঁর অভিযোগ, নির্মোহী আখড়াকে কোণঠাসা করে দিয়েছে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাষ্ট। ট্রাষ্টের সদস্যদের পদত্যাগ করে অবিলম্বে রাম মন্দির ও রামলালার পুজো, প্রাণ প্রতিষ্ঠার দায়িত্ব নির্মোহী আখড়ার সদস্যদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ।

 এদিকে, রাম মন্দিরে থাকবে কর্নাটকের ভাষ্কর অরুণ যোগীরাজের তৈরি করা মূর্তি। সোমবার রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাষ্ট জানিয়েছে, ‘‌কৃষ্ণ শিলার ওপর মূর্তিটি তৈরি করেছেন প্রখ্যাত ভাষ্কর অরুণ যোগীরাজ। এই মূর্তিটিই মন্দিরে ভগবান শ্রী রামলালা সরকার হিসেবে শোভা পাবে।’‌ 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পাচারে বাধা, সীমান্তে বিএসএফ জওয়ানের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা বাংলাদেশী পাচারকারীদের ...

কফি এবং তামাকজাত দ্রব্য থেকে কমতে পারে পারকিনসন রোগ, কোন নতুন থেরাপির কথা বললেন চিকিৎসকরা...

দিল্লিতে ঘন কুয়াশা, ব্যাহত রেল চলাচল, একাধিক উড়ানের সময়সূচিতেও হল বদল...

ভিখারির সঙ্গে পালিয়ে যাননি যুবতী, ঘর ছাড়ার কারণ শুনে চমকে উঠল পুলিশ...

আরও কমল সোনার দাম, নতুন বছরে ২২ ক্যারাটের দামে বড় চমক ...

প্রশান্ত কিশোরের ভ্যানিটি ভ্যান নিয়ে তীব্র বিতর্ক, ভিতরে কী কী আছে জানেন? চমকে যাবেন...

বছরের শুরুতেই সিকিমে তুষারপাত, হাড়হিম ঠান্ডাতেও খুশি পর্যটকরা ...

মনমোহনের সমাধি বিতর্কের মধ্যেই প্রণব মুখার্জির স্মৃতিসৌধ তৈরির ঘোষণা কেন্দ্রের, মোদিকে কৃতজ্ঞতা জানালেন শর্মিষ্ঠা...

আধার কার্ড থেকে পেতে পারেন গ্যারান্টি ছাড়াই ৫০ হাজার টাকা লোন, কীভাবে আবেদন করবেন জেনে নিন...

মিলবে নগদ ২১ হাজার, বিয়ের অনুষ্ঠানে শুধু এই দু'টি শর্ত মানলেই কেল্লাফতে ...

অসমে অবৈধ 'ব়্যাট-হোল' খনিতে জল ঢুকে বড় বিপর্যয়ের আশঙ্কা, সুড়ঙ্গে আটকে ১৮ শ্রমিক...

প্রেমের টানে সূদূর ইউএসে থেকে সাগরপারে, ঘর বাঁধলেন ওড়িশায়...

দেশের ১৮ শতাংশ সম্পত্তির মালিক তাঁরাই, অথচ ট্যাক্স দেন নামমাত্র, বড় সত্যি এল সামনে...

দেশের ১৮ শতাংশ সম্পত্তির মালিক তাঁরাই, অথচ ট্যাক্স দেন নামমাত্র, বড় সত্যি এল সামনে...

ইংরেজিতে কথা বলার দক্ষতা: বিশ্বব্যাপী গড় দক্ষতার তুলনায় ভারত অনেক এগিয়ে...



সোশ্যাল মিডিয়া



01 24