রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | সড়ক পরিবহণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ মোদি সরকার

Kaushik Roy | ০৮ জানুয়ারী ২০২৪ ১৩ : ২৯Kaushik Roy


বীরেন ভট্টাচার্য: আর মাত্র তিন মাস। ২০২৩-২৪ অর্থবর্ষ প্রায় শেষের পথে। চলতি অর্থবর্ষে মোদি সরকার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হতে চলেছে জাতীয় সড়ক নির্মাণ, বরাত দেওয়ায়। চলতি অর্থবর্ষে ১৪ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের বরাত দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল মোদি সরকার। যদিও সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়া সম্ভব নয় বলে দাবি সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের। এছাড়াও ১৩, ৮১৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রাও পূরণ হওয়া কঠিন বলে মনে করছেন মন্ত্রকের আধিকারিকরা। সড়ক পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৬,২১৭ কিলোমিটার অর্থাৎ লক্ষ্যমাত্রার মাত্র ৪৫ শতাংশ সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। যদিও সড়ক বিভাগের সচিব অনুরাগ জৈনের দাবি, লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে কেন্দ্রীয় সরকার। সড়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর পর্যন্ত সময়ে রাস্তা নির্মাণের জন্য বরাত দেওয়া হয়েছিল ৫,৩৮২ কিলোমিটার। যদিও এই বছরে নভেম্বর পর্যন্ত সময়ে বরাত দেওয়া হয়েছে মাত্র ২,৮১৫ কিলোমিটার। অর্থাৎ বরাত দেওয়ার পরিমাণও কমেছে।

অনুরাগ জৈনের কথায়, "২০২৩-২৪ অর্থবর্ষে নতুন জাতীয় সড়ক নির্মাণের জন্য ১০,০০০ কিলোমিটারের বরাত দেওয়া সম্ভব হবে।" ভারতমালা প্রকল্পের পরবর্তী ধাপে হাইস্পিড হাইওয়ে করিডর নির্মাণ করার পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। এই ধরণের জাতীয় সড়কে চলাচল করে হাইস্পিড যানবাহন এবং সেখানে ট্রাফিক নিয়ন্ত্রিত থাকে। ২০১৭ সালে ভারমালা প্রকল্পের সূচনা করে মোদি সরকার। ২০২৪ সালের মধ্যে সমস্ত অর্থনৈতিক অঞ্চল, উৎপাদন কেন্দ্রের হাব, সীমান্ত এবং উপকূলবর্তী এলাকাগুলিতে জুড়তে ভারতমালা প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পে ৩৪,৮০০ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। যদিও সেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে অনেক দেরিতে। সেই কারণেই ভারতমালা প্রকল্পের সময়সীমা বাড়িয়ে ২০২৭-২৮ পর্যন্ত করা হয়েছে। সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ভারতমালা প্রকল্পের আওতায় ২৭,৩৮৪ কিলোমিটার জাতীয় সড়কের বরাত দেওয়া হয়েছে। তারমধ্যে ১৫,০৪৫ কিলোমিটার সড়ক নির্মাণ হয়েছে।

তবে এখনও ৮,০০০ কিলোমিটার সড়কের বরাত দেওয়া বাকি রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০৪৭ সাল অর্থাৎ স্বাধীনতার শতবর্ষের লক্ষ্যমাত্রা হিসেবে ৪০,০০০ কিলোমিটার জাতীয় সড়ক তৈরির করতে চায় কেন্দ্রীয় সরকার। তারমধ্যে হাইস্পিড করিডর হবে ১৫,০০০ কিলোমিটার। ২০ লক্ষ কোটি টাকা খরচে এই সড়ক তৈরির সময়সীমা ২০৩০ সাল। সমস্ত নতুন রাস্তাই ২০৪৭ সাল মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক বিভাগের সচিব। আগে যে পদ্ধতিতে জাতীয় সড়ক নির্মাণ হত সেখানে পরিকাঠামোর খরচ বহন করত সরকার এবং বরাত পাওয়া বেসরকারি সংস্থা শুধু ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণের প্রয়োজন মেটাত। তবে সেই পদ্ধতি বদল করা হয়েছে। বর্তমানে যে কোনও বরাতের ক্ষেত্রে প্রকল্পের মোট খরচের ৪০ শতাংশ সরকার দেয় বাকি ৬০ শতাংশ বিনিয়োগ করতে হয় বরাত পাওয়া বেসরকারি সংস্থাকে।




নানান খবর

নানান খবর

খুনে অভিযুক্ত চার বছর ধরে ফেরার, ৬০০ কিলোমিটার ধাওয়া করে ধরল পুলিশ!

বৃদ্ধকে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধর চিকিৎসকরে! শিউরে ওঠা ভিডিও মধ্যপ্রদেশের হাসপাতলের

হন্যে হয়ে খুঁজছেন স্বামী, এদিকে আত্মীয়রা দেখছেন নিখোঁজ স্ত্রী তাজমহলে প্রেমিকের হাত ধরে ঘুরছেন!

চরম নিষ্ঠুরতা, ষাঁড়কে ট্রাক্টরের সঙ্গে বেঁধে টানা-হেঁচড়া, ছটফটিয়ে মৃত্যু অবলার

ভয়ঙ্কর! অ্যাসিডে ঝলসে ক্ষতবিক্ষত স্ত্রী, সন্তানরা, স্বামীর কীর্তি ফাঁস হতেই হতবাক পুলিশ

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

সোশ্যাল মিডিয়া