বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Abhishek Banerjee: আগে ভোট, তারপর কাজের নীতিতে বিশ্বাসী নই: অভিষেক

Riya Patra | ০৭ জানুয়ারী ২০২৪ ১২ : ০৯Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: "আগে ভোট, তারপর কাজের নীতিতে বিশ্বাসী নই", প্রবীণদের শ্রদ্ধা জানিয়ে পৈলানের কর্মসূচিতে সাফ বার্তা অভিষেকের। রবিবার একদিকে যেদিন ডিওয়াইএফআই-এর ব্রিগেড, বিপুল জমায়েত কর্মী সমর্থকদের, একই দিনে রেকর্ড জমায়েত অভিষেকের মঞ্চের সামনে। রবিবার পৈলানে প্রবীণদের শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আগেই তাঁর এই কর্মসূচির কথা জানা গিয়েছিল। ওয়াকিবহাল মহেলর মতে, লোকসভা ভোটের আগে অভিষেকের এই কর্মসূচি জনসংযোগের জন্য এক মাস্টারপ্ল্যান। দিন হিসেবে ডিওয়াইএফআই এর ব্রিগেডের দিনও রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। গত কয়েকদিন ধরে রাজ্যের শাসক দলের অন্দরে তীব্র হচ্ছিল নবীন, প্রবীণ দ্বন্দ্ব। দলের নেতাদের একাংশের মন্তব্য সেই বিতর্ক বাড়িয়েছিল কয়েকগুণ। এই পরিস্থিতিতে একদিকে দলের সুপ্রিমো সাফ জানিয়েছিলেন, দলে আবশ্যিকভাবে প্রয়োজন প্রবীণদের। তাঁদের যথাযোগ্য সম্মান দেওয়ার কথা যখন মমতার মুখে, তখনই প্রবীণদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন অভিষেকের। রবিবার ডায়মন্ড হারবারের সাংসদ আর্থিক সহায়তা প্রদানের মধ্যে দিয়ে প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এলাকার প্রবীণ নাগরিকদের হাতে আর্থিক সাহায্য হিসেবে চেক তুলে দেন তিনি। মঞ্চেই তিনি আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশাপশি প্রবীণদের সঙ্গে কথোপকথন সারেন, তাঁদের কথা শোনেন। এদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় ৭৬ হাজার প্রবীণ নাগরিককে আর্থিক সহায়তা প্রদানের কথা জানানো হয়েছে। সভামঞ্চ থেকে অভিষেক বক্তব্যের শুরুতেই বলেন, "আজকের সব শুধুমাত্র রাজনৈতিক সভা নয়।" ১০ বছরে তিনি তাঁর সামর্থ্য অনুযায়ী নানা সময়ে, নানা ভাবে তাঁর লোকসভা কেন্দ্রে উন্নয়নমূলক কাজ মানুষের দরজায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন। এদিনের বার্ধক্য ভাতার অনুষ্ঠান অভিষেকের মতে, "কথা দিয়ে কথা রাখার অনুষ্ঠান, প্রতিশ্রুতি বাস্তবায়িত করার অনুষ্ঠান।" অভিষেক জানান, এলাকার দরিদ্র প্রবীণ নাগরিকদের হাতে এদিন এক হাজার টাকার চেক তুলে দেওয়া হচ্ছে। কীভাবে তাঁর মাথায় এই বার্ধক্য ভাতা প্রদানের পরিকল্পনা এল, সেকথাও আজ বলেন অভিষেক। জনপ্রতিনিধি হিসেবে বয়স্ক, প্রবীণ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই অন্যতম কাজ বলে মনে করেন তিনি। এই সমগ্র প্রক্রিয়া প্রসঙ্গে অভিষেক বলেন, "আগে রেজিষ্ট্রেশন হয়েছে, ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে প্রায় ৮৫ হাজার রেজিস্ট্রেশন হয়েছিল। তারপরে হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশন। প্রতিটি বাড়ি গিয়ে স্বেচ্ছাসেবক, কর্মী বৃন্দ ভেরিফিকেশন করেছেন। সেখানে দেখা গিয়েছে প্রায় ৭৬ হাজার ১২০ জন মানুষ রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যাঁদের প্রয়োজন বার্ধক্য ভাতা। তাঁদের এক হাজার করে মাসিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।" ১৬ হাজার ৩৮০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব নিয়ে সম্পন্ন করছে এই "বিরাট কর্মযজ্ঞ"। অভিষেক কোনও বিশেষ রাজনৈতিক দলের নাম না করেও কটাক্ষ করে বলেন, "অনেক রাজনৈতিক দল অনেক সভা সমিতি করে, আজও করছে, রবিবারের দুপুর।" তারপরেই বলেন তৃণমূলের সঙ্গে অন্য রাজনৈতিক দলের সভা সমিতির পার্থক্যের কথা। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, "অন্য সভা সমিতিতে মানুষ গিয়েছেন ভাষণ শুনতে, আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসেছে। এটাই ডায়মন্ড হারবার মডেল।" সঙ্গেই তিনি বলেন, আগে ভোট, তারপর কাজের নীতিতে অভিষেক বিশ্বাসী নন। শ্রীঘ্রই তৃণমূল সরকার বার্ধক্য ভাতা চালু করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, জল, রাস্তা সহ একাধিক খাতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের উন্নয়নের কথা তুলে ধরে অভিষেক বলেন, "আমি যেকোনও নেতা-কর্মীকে বলব, যদি পারেন ডায়মন্ড হারবার মডেল অনুসরণ করে দেখান, বিশেষ করে বিরোধী দলের যাঁরা গলা ফাটাচ্ছেন এই করব ওই করব বলে।" কেন্দ্রীয় সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে বলেন, দেশের ষাটোর্ধ্ব মানুষদের চাইলে কেন্দ্র প্রতিমাসে হাজার আর্থিক সহায়তা দিতে পারবে না? 

দিন কয়েক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই কর্মসূচির কথা জানিয়েছিলেন খোদ অভিষেক। রবিবার বিষ্ণুপুরের পৈলান যুব সংঘের মাঠে তিনি এই কর্মসূচি সম্পন্ন করবেন বলে জানিয়েছিলেন। সভার আগে থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে। এলাকার নানা জায়গায়
বসানো হয়েছিল জায়েন্ট স্ক্রিন। আগেই জানা গিয়েছিল, জানুয়ারি
থেকেই প্রবীণ নাগরিকদের আর্থিক সাহায্য করা হবে প্রতিমাসে। অভিষেকের ঘোষণার পরেই প্রবীণ নাগরিকদের নাম রেজিস্ট্রেশনের কাজ হয় ডিসেম্বর মাসে।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...



সোশ্যাল মিডিয়া



01 24