মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দক্ষিণবঙ্গ | ED Raids: ‌রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত ইডি, ছাড়তে হল এলাকা

Rajat Bose | ০৫ জানুয়ারী ২০২৪ ০৫ : ২৭Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা। শুক্রবার সকালে ইডি হানা দিয়েছিল জ্যোতিপ্রিয় ‘‌ঘনিষ্ঠ’‌ দুই তৃণমূল নেতার বাড়িতে। এক জন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। অপরজন উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালি ১ নম্বর ব্লকের সভাপতি শেখ শাহজাহান। এদিন ইডি আধিকারিকরা সরবেরিয়া পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন শাহজাহানের অনুগামীরা। কেন না জানিয়ে আচমকা হানা, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ইডির আধিকারিকদের মারধর শুরু করেন শাহজাহানের অনুগামীরা। মাথা ফাটে একজনের। ব্যাপক ভাঙচুর করা হয় গাড়িতে। রীতিমতো ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। বাইক, অটোয় চেপে এলাকা ছাড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। ভাঙচুর করা হয় ক্যামেরা। ইডি এলাকা ছাড়ার পরও উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল বাহিনী। ইডি আধিকারিকরা জানিয়েছেন, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে তাঁদের পক্ষে তল্লাশি চালানো সম্ভব হয়নি। সন্দেশখালির বিভিন্ন জায়গায় এখনও বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে স্থানীয়দের একাংশকে। ইডির তরফে গোটা ঘটনা জানানো হয়েছে স্থানীয় পুলিশকে। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



01 24