রবিবার ২৪ আগস্ট ২০২৫

সম্পূর্ণ খবর

উত্তর সম্পাদকীয় | ইলন মাস্কের 'আমেরিকা পার্টি' কি বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারবে?

AD | ০৯ জুলাই ২০২৫ ১৫ : ৫১Abhijit Das

বুড়োশিব দাশগুপ্ত

একদা দুই পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক এখন শত্রু। ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ জুগিয়েছিলেন মাস্কই। প্রায় ৩০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করে ট্রাম্পকে হোয়াইট হাউসের ক্ষমতা দখলে সাহায্য করেছিলেন। নির্বাচনের ঠিক পরেই উপহার স্বরূপ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরের বা ডিওজিই)-র দায়িত্ব দেওয়া হয় মাস্ককে। দপ্তরের কাজ ছিল মানবিক খাতিরে বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যে অনুদান দিত তা কমিয়ে আনা। এই সব খরচকে ‘অপচয়’ বলে বর্ণনা করে বিভিন্ন আমেরিকান ইউনিভার্সিটিতেও অনুদান কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প যখনই মেক আমেরিকা গ্রেট এগেন (এমএজিএ)-এর স্বপ্নপূরণ করতে ‘কর কাটছাঁটের বিল’ কংগ্রেসে পেশ করার জন্য তোড়জোড় করা শুরু করেন, তখনই মাস্কের সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করে। মাস্ক দাবি করেন, এই বিলের ফলে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ঋণ বৃদ্ধি পাবে। মাত্র এক ভোটের ব্যবধানে বিলটি আইনে পরিণত হয়।

ডিওজিই থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠন করার কথা ঘোষণা করেছেন মাস্ক। ফেডেরাল ইলেকশন কমিশনে এখনও নথি জমা দেননি তিনি। তবে নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে জনগণের উদ্দেশ্যে লিখেছেন, “আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজ আমেরিকা পার্টি গঠিত হল।“ ট্রাম্প তাঁর বন্ধুর এই পদক্ষেপকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছেন। ট্রুথ সোশ্যালে নিজের হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, “আর কোনও রকেট উৎক্ষেপণ, উপগ্রহ অথবা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন নয়। আমাদের দেশ অনেক টাকা বাঁচবে। আমাদের উচিত ডিওজিই-কে দিয়ে এই বিষয়টি কঠোরভাবে পর্যালোচনা করা। অনেক টাকা বাঁচাতে হবে।“ স্পষ্টতই, ট্রাম্প মাস্কের উচ্চাভিলাষী মহাকাশ পর্যটন প্রকল্প এবং টেসলা-কর্তৃক নির্মিত বৈদ্যুতিক গাড়ির দিকে ইঙ্গিত করছেন। মাস্ক শুরু থেকেই এই বিলের বিরুদ্ধে ছিলেন কারণ, এটি সরাসরি তাঁর ব্যবসায়িক ক্ষেত্রগুলিকে প্রভাবিত করবে। কংগ্রেসের দুই কক্ষে ভোটাভুটির ফলে বিলটি আইনে রূপান্তরিত হয়েছে, মাত্র পাঁচজন রিপাবলিকান এর বিরোধিতা করেছিলেন।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটের বাইরে আমেরিকায় তৃতীয় রাজনৈতিক দল গঠন বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যখন বিশ্ব রাজনীতি ডানপন্থী মনোভাবের দিকে তীব্র মোড় নিচ্ছে, তখন আমেরিকার কোনও তৃতীয় দল কি এই প্রবণতায় ভারসাম্য বজার রাখতে পারবে? কয়েকজন বিশেষজ্ঞ বেশ আশাবাদী। কিন্তু মাস্কের ‘ডানপন্থী’ মনোভাবের কারণে অনেকে সন্দিহানও। মাস্কের সোশ্যাল হ্যান্ডলে প্রায় ২২০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। সেখানে আমেরিকা পার্টি নিয়ে একটি ভোটাভুটি করেছিলেন তিনি। সেই পোলে দেখা গিয়েছে ফলোয়ারদের ৮০ শতাংশ নতুন রাজনৈতিক দলের পক্ষে। এর আগে গ্যালপের একটি পোলে দেখা গিয়েছে, ৫৮ শতাংশ আমেরিকানের দেশের দ্বিদলীয় ব্যবস্থার প্রতি মোহভঙ্গ হয়েছে। প্রায় ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক যদি মনোযোগী হন, তবে আমেরিকায় তৃতীয় দলের উত্থানের জন্য প্রয়োজনীয় সম্পদ রয়েছে তাঁর কাছে।

সেখানেও সন্দেহ রয়েছে। এক রিপাবলিকান সেনেটর দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে মাস্কের এই দ্বন্দ্ব বেশি দিন স্থায়ী হবে না। মিটমাট হয়ে যাবে শীঘ্রই। এটি কেবল একটি 'ভ্যানিটি প্রকল্প' যা আমেরিকান রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে সফল হওয়ার সম্ভাবনা কম। দুই দলীয় ব্যবস্থার প্রতিষ্ঠিত আমেরিকান রাজনৈতিক পরিস্থিতিতে কোনও তৃতীয় পক্ষ দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারেনি। রস পেরোটের রিফর্মস পার্টিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন সেনেটর। মাস্কের অতি ডানপন্থী দৃষ্টিভঙ্গি- স্পেনে ভক্স পার্টি এবং জার্মানিতে এএফডি-র প্রতি তাঁর সমর্থন- অনেকেরই মোহভঙ্গ করতে পারে।

কিন্তু এই পরিবর্তনশীল সময়ে, তৃতীয় রাজনৈতিক দলের জন্য মাস্কের আহ্বান বিশ্বে একটি বড় প্রভাব ফেলতে পারে। এর বিবর্তনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা প্রয়োজন। ভারত ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশে একটি টেসলা কারখানা স্থাপনে বিশেষ ভাবে আগ্রহী। ভারতে প্রকল্পের প্রতি মাস্কের আগ্রহ ট্রাম্পকে ক্ষুব্ধ করেছিল। এখন দেখার বিষয় ভারত কীভাবে এই পরিস্থিতি সামাল দেয়।


নানান খবর

গাড়ি, বাইক, সোনা, টাকা... পণের লম্বা লিস্ট, তাও সন্তুষ্ট ছিল না শ্বশুরবাড়ি! জামাইকে এনকাউন্টার করার দাবি শ্বশুরের

কাশ্মীরে জামাত-ই-ইসলামির সঙ্গে যুক্ত ২১৫টি স্কুল 'দখল'! সরকারের পদক্ষেপে সমালোচনার ঝড়

জেল থেকে ছাড়া পেয়েও শান্তি নেই, কাজে বেরিয়ে নিখোঁজ যুবক, পাঁচদিন পরেও মিলল না হদিশ!

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিশুর! মুহূর্তে বিদ্যালয়ে বিষাদের ছায়া, মধ্যরাতে স্তব্ধ গোটা গ্রাম

চার ম্যাচে দুশো করতে না পারা অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ ৪৩১ রান, হেড, মার্শ ও গ্রিনের সেঞ্চুরিতে নতুন নজির

লুকিয়ে মেয়ের ছবি তোলার চেষ্টা, দুর্দান্ত পদ্ধতিতে রুখলেন দীপিকা! নিজের ‘মৃত্যু’র খবরে বিরক্ত রাজা মুরাদ

৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে কুবের খুলবেন ধনের ভাণ্ডার! টাকার পাহাড়ে ঘুমোবেন কোন ৫ রাশির জাতক, রইল তালিকা

এশিয়া কাপের আগে চিন্তা বাড়াচ্ছেন সঞ্জু, সুযোগ পেয়েও ব্যর্থ তারকা ব্যাটার, জায়গা হারাতে পারেন

দেব-শুভশ্রীর রসায়ন এবার মুঠোফোন থেকে ড্রয়িংরুমে! বড়পর্দার পর কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে 'ধূমকেতু'?

আমাদের আলো ওদের কাছে অন্ধকার, কেন এমন বললেন বিজ্ঞানীরা

ভারতে বাড়ছে ক্রেডিট কার্ড প্রতারণা, এই পাঁচটি উপায় মানলেই কেল্লাফতে

'গুটখা খাব, টাকা দাও', স্ত্রীর নেশার চোটে ঝালাপালা স্বামী, টাকা না দেওয়ায় শেষ হয়ে গেল গোটা পরিবার

তুমুল ভিড়ে নিতম্বে অচেনা হাত! রাগে ফেটে পড়ে কী করলেন ডেইজি, ভয়ঙ্কর অভিজ্ঞতা ফাঁস

'গ্রাউন্ড জিরো বিজনেস ব্যাটল', শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিশেষ দিনে বিশেষ আয়োজন

গোপন অভিসন্ধি? বিহারের ভোটার তালিকায় দুই পাকিস্তানি মহিলা! তথ্য সামনে আসতেই ব্যাপক হইচই 

এশিয়া কাপের দলে ব্রাত্য শ্রেয়স, এবার ছেড়ে দিলেন নেতৃত্বও

‘ধূমকেতু’র দিলখোলা প্রশংসার মাঝেই ‘ভিঞ্চি দা ২’- তৈরির ইঙ্গিত সৃজিতের! মুখ্যচরিত্রে কি দেখা যাবে রুদ্রনীলকেই?

নেপোটিজমের চরম উদাহরণ! এবার নিজের ছেলেকেই বলিউডে 'লঞ্চ' করছেন করণ জোহর? ভাইরাল ভিডিও 

‘চিরসখা’য় বিয়ের দিনে ধাক্কা! প্লুটোর মৃত্যু, মিঠি ভাল, মৌ ভিলেন, নিজের চরিত্র নিয়ে সরাসরি সাফাই রোশনির

মেরু অঞ্চলের বরফ গলার আগেই ডুবে যাবে সমস্ত মহাদেশ, গবেষণায় অশনি সঙ্কেত

এক্ষুনি ঝেঁপে বৃষ্টি ২ জেলায়, প্রবল বৃষ্টিতে টালমাটাল হবে ১১ জেলা! বাংলায় তুমুল দুর্যোগের অশনি সঙ্কেত

সোশ্যাল মিডিয়া