বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

উত্তর সম্পাদকীয় | ইলন মাস্কের 'আমেরিকা পার্টি' কি বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারবে?

AD | ০৯ জুলাই ২০২৫ ১৫ : ৫১Abhijit Das

বুড়োশিব দাশগুপ্ত

একদা দুই পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক এখন শত্রু। ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ জুগিয়েছিলেন মাস্কই। প্রায় ৩০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করে ট্রাম্পকে হোয়াইট হাউসের ক্ষমতা দখলে সাহায্য করেছিলেন। নির্বাচনের ঠিক পরেই উপহার স্বরূপ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরের বা ডিওজিই)-র দায়িত্ব দেওয়া হয় মাস্ককে। দপ্তরের কাজ ছিল মানবিক খাতিরে বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যে অনুদান দিত তা কমিয়ে আনা। এই সব খরচকে ‘অপচয়’ বলে বর্ণনা করে বিভিন্ন আমেরিকান ইউনিভার্সিটিতেও অনুদান কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প যখনই মেক আমেরিকা গ্রেট এগেন (এমএজিএ)-এর স্বপ্নপূরণ করতে ‘কর কাটছাঁটের বিল’ কংগ্রেসে পেশ করার জন্য তোড়জোড় করা শুরু করেন, তখনই মাস্কের সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করে। মাস্ক দাবি করেন, এই বিলের ফলে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ঋণ বৃদ্ধি পাবে। মাত্র এক ভোটের ব্যবধানে বিলটি আইনে পরিণত হয়।

ডিওজিই থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠন করার কথা ঘোষণা করেছেন মাস্ক। ফেডেরাল ইলেকশন কমিশনে এখনও নথি জমা দেননি তিনি। তবে নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে জনগণের উদ্দেশ্যে লিখেছেন, “আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজ আমেরিকা পার্টি গঠিত হল।“ ট্রাম্প তাঁর বন্ধুর এই পদক্ষেপকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছেন। ট্রুথ সোশ্যালে নিজের হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, “আর কোনও রকেট উৎক্ষেপণ, উপগ্রহ অথবা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন নয়। আমাদের দেশ অনেক টাকা বাঁচবে। আমাদের উচিত ডিওজিই-কে দিয়ে এই বিষয়টি কঠোরভাবে পর্যালোচনা করা। অনেক টাকা বাঁচাতে হবে।“ স্পষ্টতই, ট্রাম্প মাস্কের উচ্চাভিলাষী মহাকাশ পর্যটন প্রকল্প এবং টেসলা-কর্তৃক নির্মিত বৈদ্যুতিক গাড়ির দিকে ইঙ্গিত করছেন। মাস্ক শুরু থেকেই এই বিলের বিরুদ্ধে ছিলেন কারণ, এটি সরাসরি তাঁর ব্যবসায়িক ক্ষেত্রগুলিকে প্রভাবিত করবে। কংগ্রেসের দুই কক্ষে ভোটাভুটির ফলে বিলটি আইনে রূপান্তরিত হয়েছে, মাত্র পাঁচজন রিপাবলিকান এর বিরোধিতা করেছিলেন।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটের বাইরে আমেরিকায় তৃতীয় রাজনৈতিক দল গঠন বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যখন বিশ্ব রাজনীতি ডানপন্থী মনোভাবের দিকে তীব্র মোড় নিচ্ছে, তখন আমেরিকার কোনও তৃতীয় দল কি এই প্রবণতায় ভারসাম্য বজার রাখতে পারবে? কয়েকজন বিশেষজ্ঞ বেশ আশাবাদী। কিন্তু মাস্কের ‘ডানপন্থী’ মনোভাবের কারণে অনেকে সন্দিহানও। মাস্কের সোশ্যাল হ্যান্ডলে প্রায় ২২০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। সেখানে আমেরিকা পার্টি নিয়ে একটি ভোটাভুটি করেছিলেন তিনি। সেই পোলে দেখা গিয়েছে ফলোয়ারদের ৮০ শতাংশ নতুন রাজনৈতিক দলের পক্ষে। এর আগে গ্যালপের একটি পোলে দেখা গিয়েছে, ৫৮ শতাংশ আমেরিকানের দেশের দ্বিদলীয় ব্যবস্থার প্রতি মোহভঙ্গ হয়েছে। প্রায় ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক যদি মনোযোগী হন, তবে আমেরিকায় তৃতীয় দলের উত্থানের জন্য প্রয়োজনীয় সম্পদ রয়েছে তাঁর কাছে।

সেখানেও সন্দেহ রয়েছে। এক রিপাবলিকান সেনেটর দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে মাস্কের এই দ্বন্দ্ব বেশি দিন স্থায়ী হবে না। মিটমাট হয়ে যাবে শীঘ্রই। এটি কেবল একটি 'ভ্যানিটি প্রকল্প' যা আমেরিকান রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে সফল হওয়ার সম্ভাবনা কম। দুই দলীয় ব্যবস্থার প্রতিষ্ঠিত আমেরিকান রাজনৈতিক পরিস্থিতিতে কোনও তৃতীয় পক্ষ দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারেনি। রস পেরোটের রিফর্মস পার্টিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন সেনেটর। মাস্কের অতি ডানপন্থী দৃষ্টিভঙ্গি- স্পেনে ভক্স পার্টি এবং জার্মানিতে এএফডি-র প্রতি তাঁর সমর্থন- অনেকেরই মোহভঙ্গ করতে পারে।

কিন্তু এই পরিবর্তনশীল সময়ে, তৃতীয় রাজনৈতিক দলের জন্য মাস্কের আহ্বান বিশ্বে একটি বড় প্রভাব ফেলতে পারে। এর বিবর্তনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা প্রয়োজন। ভারত ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশে একটি টেসলা কারখানা স্থাপনে বিশেষ ভাবে আগ্রহী। ভারতে প্রকল্পের প্রতি মাস্কের আগ্রহ ট্রাম্পকে ক্ষুব্ধ করেছিল। এখন দেখার বিষয় ভারত কীভাবে এই পরিস্থিতি সামাল দেয়।


পঞ্চম টেস্টেও নেই কুলদীপ, তাঁকে কি এই ভারতের দরকার নেই! সৌরভ কী বললেন?

পোটলি থেকে ক্লাচ, বিয়ের পোশাকের সঙ্গে কোন ব্যাগ মানানসই? হবু কনেদের জন্য রইল ট্রেন্ডিং ব্যাগের হদিশ

‘আপত্তিকর’ পোশাকে বরের ঘুম কাড়লেন মহিলা অতিথি! হিংসায় বিয়ের মণ্ডপেই এ কী করলেন নববধূ?

শুধু স্বাদবর্ধক কিংবা স্বাস্থ্যের জন্যই নয়, রূপচর্চাতেও পুদিনা একাই একশো! কীভাবে ব্যবহার করলে ফিরবে ত্বকের হাল?

তরতরিয়ে কমবে ওজন, উধাও হবে সব শরীর-মনের রোগ! শুধু ৬-৬-৬ নিয়মে হাঁটলেই ম্যাজিকের মতো মিলবে ফল

নতুন জার্সিতে লিস্টন‌ ম্যাজিক, ডুরান্ডের অভিষেকেই মিনি ডার্বি জয় দশজনের মোহনবাগানের

নতুন জার্সিতে লিস্টন‌ ম্যাজিক, ডুরান্ডের শুরুতেই মিনি ডার্বি জয় দশজনের মোহনবাগানের

সবকিছু বৈধ, শুধু ‘মৃত্যু’ বাদে, বিশ্বের এই শহরে ‘মারা যাওয়া নিষিদ্ধ’, কারণ জানলে চমকে যাবেন আপনিও

ওভালে ব্যাট করতে নেমেই ইতিহাস গড়লেন শুভমান গিল, ভাঙলেন ৪৭ বছরের পুরনো এই রেকর্ড

যে কোনও সময় চীনে আক্রমণ করতে পারে জাপান! রাগে ফুঁসছে সূর্যোদয়ের দেশ

'ছি: ছি: ছি: রে ননী ছিঃ', হার মানলে শেষ নয়, ভাবনা বদলালেই শুরু, প্রমাণ করলেন বলরাম

১৫ দিন ধরে হবে যাত্রা, থাকবেন তেজস্বী যাদবও, ভোটমুখী বিহারে এসআইআর ইস্যুতে যাত্রা করবেন রাহুল

‘এ বাবা! এটা কী পরেছ?’ বরের বান্ধবীর বিয়েতে যেতেই ধরে অপমান, কনে রে রে করে উঠতেই লজ্জায় পালালেন যুবতী

'তোমাকে বরখাস্ত করা হোক', গিলের দুর্ভাগ্যের জন্য শাস্ত্রীকে দায়ী করলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক

টলিউডে এবার ধর্মেন্দ্র হেমা মালিনী

কলকাতা মেডিক্যাল কলেজে জাপানি রোগী নিয়ে চরম বিভ্রাট, ভাষা সমস্যায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ! আসছেন জাপানের রাষ্ট্রদূত

মেসির রুদ্রমূর্তি, বিপক্ষের ফুটবলারের মুখের সামনে ছুড়লেন ঘুসি, ভাইরাল সেই মুহূর্ত

কবি সুভাষ স্টেশনের পর ফের কলকাতা মেট্রোয় বড় খবর, হাওড়া ময়দান শাখা নিয়ে এল বড় আপডেট

প্রথমবার জুটি বাঁধছেন রাহুল-সুদীপ্তা, কোন চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক?

সাইনবোর্ডে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা, ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের মাঝেই বাঙালি অস্মিতায় শান এই পুরসভার 

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় হুগলির বড় সাফল্য, ঝুলিতে এল ১৯টি স্বর্ণপদক

টিসিএস-মাইক্রোসফট-ইন্টেল, জুলাই মাস জুড়েই এই সংস্থাগুলি কর্মী ছাঁটাই করেছে হাজার হাজার, কারণ জেনে ভয়ে কাঁপছেন বাকিরা

সেই হ্যান্ডশেক বিতর্কে ইংল্যান্ডকে বিঁধলেন প্রাক্তন অজি তারকা, সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়াকেও

ক্রেডিট কার্ডের লোন কী পার্সোনাল লোনের থেকে ভাল, দেখে নিন এই তথ্য

সোশ্যাল মিডিয়া