বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫
সম্পূর্ণ খবর

রিয়া পাত্র | ২৪ আগস্ট ২০২৫ ১৪ : ০০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব উদ্যোক্তা দিবস বা World Entrepreneurs Day উপলক্ষে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এসআইটি) বিবিএ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল এক অভিনব আন্তঃবিভাগীয় ব্যাবসায়িক প্রতিযোগিতা, যার নাম 'গ্রাউন্ড জিরো বিজনেস ব্যাটল কম্পিটিশন'। প্রফেশনাল স্টাডিজের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে নতুন ব্যবসা শুরুর মানসিকতাকে উজ্জীবিত করা এবং ভবিষ্যতের উদ্যোক্তা হিসেবে তাঁদের কঠিন বাস্তব পরিস্থিতির জন্য প্রস্তুত করা। কলেজের স্যার জে সি বোস মেমোরিয়াল সেমিনার হলে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। যেখানে প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথিদের বরণের মধ্য দিয়ে মূল পর্বের সূচনা হয়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিভ ওয়েলথ ম্যানেজমেন্টের সিইও এবং মহারাজা অগ্রসেন হাসপাতালের চেয়ারম্যান শ্রীনীরজ চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'উদ্যোক্তা হওয়া মানে শুধু একটি ব্যবসা শুরু করা নয়, বরং নতুন ভাবনা, সৃজনশীলতা এবং ঝুঁকি নেওয়ার সাহস থাকা। আগামীর ভারত গড়ে উঠবে সেই সব তরুণদের হাত ধরে, যারা সুচিন্তিত পরিকল্পনা ও উদ্ভাবনী শক্তি দিয়ে ইতিবাচক পরিবর্তন আনবে।'
উদ্ভাবনী উপস্থাপনা নিয়ে সারা দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় বিসিএ, বিএইচএইচএ, বিবিএ, বিবিএ-এটিএ এবং বিএসসি সাইকোলজি-সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা নিয়ে মাঠে নামেন। মোট ছয়টি দল তাঁদের স্টার্টআপ প্রেজেন্টেশন ও ব্যাবসায়িক মডেলের মাধ্যমে বিচারকের মন জয় করার চেষ্টা করে। এই দলগুলি শুধুমাত্র তাদের মৌলিক ভাবনা তুলে ধরেনি, বরং সেগুলোকে কার্যকর করার জন্য চমকপ্রদ বিপণন কৌশল, পরিকল্পিত আর্থিক মডেল এবং গ্রাহকদের চাহিদা কেন্দ্রিক সমাধানও উপস্থাপন করে।
অনুষ্ঠানটি সম্পর্কে বিবিএ ও বিবিএ-এটিএ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান পারমিতা চৌধুরী বলেন, 'প্রফেশনাল স্টাডিজের অন্তর্গত বিভিন্ন বিভাগের নানা সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা দলগতভাবে এদিনের আন্তঃ-বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের উৎসাহ, সৃজনশীলতা ও মেধার মেলবন্ধন এই প্রতিযোগিতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রথম স্থান অর্জন করেছে বিবিএ-এটিএ বিভাগ, দ্বিতীয় স্থান দখল করেছে বিবিএ ৫ম সেমিস্টারের দল এবং তৃতীয় স্থান অর্জন করেছে বিএইচএইচএ বিভাগ। অংশগ্রহণকারী প্রতিটি দলের হাতে স্মারক স্বরূপ মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। এই দিনটি প্রমাণ করেছে যে শিক্ষার্থীদের প্রতিভা ও দলগত চেতনা কতটা শক্তিশালী হতে পারে। অনুষ্ঠানটি তারুণ্যের উদ্দীপনা, সৃজনশীলতার ঝলক এবং প্রতিযোগিতার আবেগে ভরপুর এক অনন্য মুহূর্তের সাক্ষী হয়ে রইল।'
এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে এস আই টির প্রফেশনাল স্টাডিজ কলেজের প্রিন্সিপাল-ইন-চার্জ ড. অরুন্ধতী চক্রবর্তী বলেন, 'আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া। এই উদ্যোগ তাঁদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে ব্যাবসায়িক ক্ষেত্রে আরও কর্মসংস্থান উদ্ভাবনকারী হিসেবে তাদের পথ প্রশস্ত করবে।'
একই মত পোষণ করেন ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল-ইন-চার্জ ড. জয়দীপ দত্ত। তিনি বলেন, 'এ ধরনের ইভেন্ট শুধুমাত্র শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে না, বরং উদ্ভাবনী চিন্তাভাবনার দুয়ারকে উন্মুক্ত করে। নতুন ভারত গড়ার স্বপ্নপূরণে এর ভূমিকা অপরিসীম।' শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতাকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতে এ ধরনের আরও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নানান খবর

Breaking: আরও একবার বড়পর্দায় জিতু-শ্রাবন্তীর রসায়ন! কোন ছবিতে একসঙ্গে নায়ক-নায়িকা, রইল এক্সক্লুসিভ খবর

অবসর প্রসঙ্গে বিস্ফোরক সামি, কার দিকে ইঙ্গিত?

মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, দলের নির্দেশে পদ খোয়ালেন পঞ্চায়েত সমিতির সভাপতি

কটক রেলস্টেশনে ছাদ ধসে তীব্র আতঙ্ক, সামান্য আহত ১, বড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল

বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয়, আশা জাগাচ্ছেন সিন্ধু

প্রতিদিন স্ত্রীর শরীরে 'আগুন' জ্বেলে নিজেই 'বরফ শীতল' হয়ে যান স্বামী! অতৃপ্ত স্ত্রীর চরম 'ধাক্কায়' নড়েচড়ে উঠল কোর্ট

'যেখানে খুশি মারতে পারে,' ভারতীয় ব্যাটারকে দরাজ সার্টিফিকেট উডের

আগের কোনও নির্বাচন কমিশনার যা পারেননি তা করে দেখালেন বর্তমান 'বিতর্কিত' কমিশনার! কীভাবে বিজেপির 'অস্বস্তি' বাড়ালেন তিনি? জানলে চমকে উঠবেন

সতর্ক থাকুন, এশিয়া কাপে আছড়ে পড়বে ও, ভারত-সহ বিপক্ষকে হুমকি দিলেন পাক কোচ

মুম্বইয়ে ‘মানবতাবাদ’ আন্দোলন: গাজার গণহত্যার প্রতিবাদে রাজনৈতিক ও নাগরিক সংগঠনগুলোর প্রতিবাদ সমাবেশ

দেউলিয়া হওয়ার পর অমিতাভের অজানা লড়াইয়ের স্মৃতিচারণায় আশিস বিদ্যার্থীর, শুনে চোখ ভিজবে আপনারও!

কলকাতা থেকে মফস্বল, বনেদি বাড়ি থেকে কলকাতার নামী পুজো, ঘুরিয়ে দেখানোর জন্য বিশেষ ব্যবস্থা পরিবহন দপ্তরের

কলকাতায় নারকীয় ঘটনা, হোটেলে নিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য, গ্রেপ্তার এক

‘আপনার স্বামী...’ আলিয়া ভাটের যৌন জীবন নিয়ে পায়েল রোহতগীর চাঞ্চল্যকর মন্তব্য, শুনে হাঁ হয়ে যাবেন!

'ব্যাট বড়', সেই কারণে এই ভারতীয় ব্যাটসম্যান সব থেকে ভয়ঙ্কর, ইংরেজ বোলারের অদ্ভুত যুক্তি

শাহরুখ-দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’-এর গল্প ধার করেই তৈরি ‘পরম সুন্দরী’? বড় মন্তব্য খোদ জাহ্নবী কাপুরের!

ভাইরাল ভিডিওর খোলসা করলেন, এজবাস্টনে ডাকেটকে কী বলেছিলেন বাংলার পেসার?

ধোনির থেকেও ৫ কোটি বেশি, অশ্বিনের আইপিএল স্যালারি জানলে অবাক হবেন আপনিও

দেশভাগের জন্য দায়ী কারা? কেন্দ্রের নতুন সিলেবাসে ফের বিতর্ক

প্রসূতি মৃত্যু বৃদ্ধি নিয়ে চিন্তায় রাজ্য স্বাস্থ্য দপ্তর, একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, জারি বিজ্ঞপ্তি

বিচ্ছেদের তুমুল জল্পনার মাঝেই গণেশ উৎসবে একসঙ্গে গোবিন্দা–সুনীতা! ব্যাপারটা ঠিক কী?

ফিটনেস বাড়াতে ক্রিয়েটিন ব্যবহার করছেন? কিডনি বাঁচাতে মানুন এইসব নিয়ম, না হলেই অকেজো হওয়ার ভয়

২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতে? আমেদাবাদকে প্রজেক্ট করার অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

মহালয়ার গানে উদ্দাম নাচতে হবে! বাংলায় ‘অবাঙালিয়ানার রমরমা’ নিয়ে তুমুল ক্ষোভ উগরে দিলেন ভাস্বর!