শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | India-South Africa: বুমরার হাফ ডজন, কেপটাউন টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ভারত

Sampurna Chakraborty | ০৪ জানুয়ারী ২০২৪ ১১ : ৫২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: কেপটাউন টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। প্রথম টেস্টে ধরাশায়ী হওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতল ভারত। জয়ের জন্য ৭৯ রান প্রয়োজন ছিল। ৩ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় রোহিতরা। একদিনের ক্রিকেটের মেজাজে শুরু করেন যশস্বী জয়েসওয়াল, রোহিত শর্মারা। ১২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। বেশ কয়েকটা ক্যাচ ফেলে প্রোটিয়ারা। মাত্র দেড় দিনেই শেষ টেস্ট। প্রথম টেস্ট অন্তত তিনদিন গড়িয়েছিল। কিন্তু দ্বিতীয় সেশনেই শেষ কেপটাউন টেস্ট। চায়ের বিরতি পর্যন্তও গড়ায়নি। ১৩ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ ড্র ভারতের। ২০১০-১১ সালে শেষবার সিরিজ ১-১ এ অমীমাংসিত ছিল। তারপর থেকে শুধুমাত্র হারের সম্মুখীন হতে হয়েছে ভারতকে। 

প্রোটিয়াদের মাটিতে কমজোরী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবার সিরিজ জয়ের হাতছানি ছিল ভারতের সামনে। সুবর্ণ সুযোগ ছিল রোহিতদের। প্রোটিয়াদের টেস্ট ইতিহাসে এটাই সবচেয়ে কমজোরী দল। কিন্তু প্রথম টেস্টে তার ফায়দা তুলতে ব্যর্থ ভারত। তবে দ্বিতীয় তথা সিরিজ নির্ণায়ক টেস্টে দারুণ কামব্যাক। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দেয় ভারত। ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ। জোড়া উইকেট যশপ্রীত বুমরা এবং মুকেশ কুমারের। সবচেয়ে কম রানে বিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার রেকর্ড ভারতের। ২৩.২ ওভারে ৫৫ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। সর্বোচ্চ রান কাইলি ভেরেনের (১৫)। প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে পারেনি ভারত। ১৫৩ রানে অলআউট হয়ে যায় রোহিতরা। শুরুটা ভাল করলেও ৩৯ রানে ফেরেন ভারত অধিনায়ক। ৩৬ করেন শুভমন গিল। সর্বোচ্চ রান বিরাট কোহলির। কিন্তু অর্ধশতরানের আগে ৪৬ রানে আউট হন।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লজ্জার রেকর্ড ভারতের। ০ রানে ছয় উইকেট হারায়। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এর আগে কখনও শূন্য রানে ৬ উইকেট পড়েনি। এই প্রথম বিনা রানে ছয় উইকেট হারায় ভারত। কেপটাউনে টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ডও ভারতীয় ব্যাটারদের। এগারোজনের মধ্যে ছ"জন শূন্যতে আউট হয়। তবে লজ্জার জোড়া রেকর্ড সত্ত্বেও ভারতকে ম্যাচে রাখেন মহম্মদ সিরাজ, মুকেশ কুমাররা।‌ প্রথম দিনের শেষে ৬২ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। একদিনে ২৩ উইকেট পড়ে। দ্বিতীয় দিনের শুরুতেই চার উইকেট তুলে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন যশপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসারের শিকার ৬ উইকেট। একা কুম্ভ রক্ষা করেন আইডেন মার্করাম। দলের এই পরিস্থিতিতে দুর্ধর্ষ শতরান। ১০৩ বলে ১০৬ রান করে আউট হন। ইনিংসে ছিল ২টি ছয়, ১৭টি চার। তাঁর ব্যাটে ভর করেই ভারতের জন্য ৭৯ রানের টার্গেট সেট করে দক্ষিণ আফ্রিকা। বিদায়ী টেস্টে ডাহা ব্যর্থ ডিন এলগার। দুই ইনিংসেই রান পাননি কেপটাউন টেস্টের অধিনায়ক। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পারথে লড়াই বোলারে বোলারে, ভারতীয় বোলিংয়ের সামনে কাবু অস্ট্রেলিয়া, একদিনে পড়ল ১৭ উইকেট...

ধ্বংসলীলা চালাচ্ছেন ভারতীয় বোলাররা, পারথে কম রানেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলল ভারত...

সেদিনের বন্দনাই আজকের বনি, চাকরি হারিয়ে সমাজের কাছে দু' মুঠো ভাত চাইছেন একসময়ের তারকা ফুটবলার...

‘নিলামে কোথায় যাচ্ছ?’,ব্যাটিংয়ের মাঝেই পন্থকে লক্ষ্য করে চলল স্লেজিং, ভাইরাল ভিডিও...

পার্থ–এর মাটিতে লজ্জায় মাথা হেঁট ভারতের, ১৫০ রানে গুটিয়ে গেল ইনিংস...

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি

এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...

পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...

মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...

ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...

কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...

টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...



সোশ্যাল মিডিয়া



01 24